স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্টেশনে স্টেশনে রেল পুলিশের তল্লাশি - Independence Day 2024 - INDEPENDENCE DAY 2024
🎬 Watch Now: Feature Video
Published : Aug 14, 2024, 8:28 PM IST
Independence Day 2024: স্বাধীনতা দিবসের আগে কড়া নজরদারি চোখে পড়ল দক্ষিণ 24 পরগনা ও ঝাড়গ্রাম জেলায় ৷ সুন্দরবনের প্রবেশদ্বার হিসাবে পরিচিত ক্যানিং স্টেশনে বুধবার সকাল থেকেই রেল পুলিশের তৎপরতা দেখা গেল । এদিন রেল পুলিশের পক্ষ থেকে প্রত্যেক যাত্রীর ব্যাগ এবং অন্যান্য জিনিস সরেজমিনে খতিয়ে দেখা হয় ৷ এমনকী রেল স্টেশনে পড়ে থাকা জিনিসপত্রও মেটাল ডিটেক্টর দিয়ে খতিয়ে দেখা হয় ৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল পুলিশের আধিকারিক জানান, প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসের আগে এবং পরে রাজ্যের বিভিন্ন জায়গায় নাশকতার ছক বানচাল করতে রেল পুলিশের পক্ষ থেকে শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখার জনবহুল প্রতিটি স্টেশনে রেল পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ কোনও সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে তার কাছ থেকে সঠিক পরিচয়পত্র এবং সে কোথায় যাচ্ছে সেই গন্তব্যস্থলে ঠিকানাও সংগ্রহ করা হচ্ছে ৷
অন্যদিকে, বুধবার সকাল থেকে ঝাড়গ্রাম রেলস্টেশনে বিশেষ মেটাল ডিটেকটিভ ও স্নিফার ডগ নিয়ে নজরদারি চালায় ঝাড়গ্রাম জিআরপি ও আরপিএফ থানার পুলিশ । স্বাধীনতা দিবসে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই বিশেষ অভিযান বলে জানা গিয়েছে ।