তাপস রায়ের সমর্থনে উত্তর কলকাতায় মেগা রোড-শো প্রধানমন্ত্রীর, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 28, 2024, 7:02 PM IST
|Updated : May 28, 2024, 8:23 PM IST
কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়ের সমর্থনে তিলোত্তমায় রোড-শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মোদির রোড-শো শেষ হবে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে । সবমিলিয়ে স্বামীজি-নেতাজি আবেগে শান দিয়ে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর এই রোড-শো ৷ ঘূর্ণিঝড়ের দাপটকে উপেক্ষা করেই কলকাতা এবং তার আশেপাশে নির্ধারিত সময় মেনেই অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রীর কর্মসূচি ৷ শেষ দফার নির্বাচন শনিবার । দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ-সহ মোট 9টি লোকসভা কেন্দ্রে হবে ভোট । ইতিমধ্যে একাধিকবার রাজ্যে এসে নির্বাচনী প্রচার করেছেন মোদি। শেষ দফাতেও কোনও খামতি রাখতে চাইছেন না তিনি । সেই লক্ষ্যেই উত্তর কলকাতায় মেগ রোড-শো প্রধানমন্ত্রীর ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে...
Last Updated : May 28, 2024, 8:23 PM IST