প্রার্থী জগদীশের সমর্থনে কোচবিহারে নির্বাচনী সভায় মমতা, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 15, 2024, 1:01 PM IST
|Updated : Apr 15, 2024, 1:36 PM IST
Mamata Banerjee LIVE: ফের উত্তরবঙ্গে নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সোমবার সকালে জলপাইগুড়ি চালসার টিয়াবনের হেলিপ্যাড থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রের দিনহাটাতে আসেন তিনি ৷ কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে কোচবিহার রাসমেলা ময়দানে সভা করবেন মমতা ।আলিপুরদুয়ারের সভা শেষ করে ফের হেলিকপ্টারে আলিপুরদুয়ারের ডিমডিমাতে আসবেন । সেখানে আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে ডিমডিমা চা বাগানের যাত্রা ময়দানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো । ইতিমধ্যেই আলিপুরদুয়ারে ও কোচবিহারে নির্বাচনী সভা করেছেন । এরপর ফের আজ দুই জেলাতেই সভা করছেন মমতা ৷ ডিমডিমাতে সভা করে তিনি উড়ে যাবেন জলপাইগুড়ির চালসায় । সেখানে টিয়াবনের হেলিপ্যাডে নেমে সড়কপথে টিয়াবন থেকে মেটেলির বেসরকারি হোটেলে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী।
Last Updated : Apr 15, 2024, 1:36 PM IST