শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে জনসভায় মমতা, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 17, 2024, 1:49 PM IST
|Updated : Apr 17, 2024, 2:21 PM IST
Mamata Banerjee LIVE: দ্বিতীয় দফায় 26 এপ্রিল নির্বাচন রয়েছে অসমের শিলচরে ৷ সেখানেই বুধবার তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার অসমে চার আসনে প্রার্থী দিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল । প্রথম দফায় সেখানে একটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল ৷ দ্বিতীয় দফায় ভোট রয়েছে শিলচর কেন্দ্রে ৷ এখানে তৃণমূল প্রার্থী করেছে রাধেশ্যাম বিশ্বাসকে । আজ তাঁর সমর্থনেই সভা করছেন মমতা ।অসমের সন্তোষমোহন দেব এই শিলচর আসন থেকেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন । এখানে তাঁর পরিবারের যথেষ্ট প্রভাব রয়েছে । এই মুহূর্তে তাঁর কন্যা সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ । মূলত তাঁর উদ্যোগেই শিলচরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী । এদিন দুপুরে শিলচর বিমানবন্দরে পৌঁছনোর পর সেখান থেকে সরাসরি চলে যান শিলচর টাউন ক্লাবের মাঠে । সেখানেই প্রার্থীর হয়ে সভায় যোগ দেন ৷
Last Updated : Apr 17, 2024, 2:21 PM IST