ভাবনায় সাবেকিয়ানা, সকলের আড্ডা জোন ম্যাডক্স স্কোয়ার; দেখুন ভিডিয়ো - DURGA PUJA PARIKRAMA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Oct 9, 2024, 10:47 PM IST
দুর্গাপুজোয় থিমের লড়াইতে একচুলও জমি ছাড়তে চায় না কোনও পুজো কমিটি । তবে দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা দুর্গাপুজো ম্যাডক্স স্কোয়ার পার্কের পুজো কখনওই এই ইঁদুর দৌড়ে থাকেনি ৷ তবুও প্রতিবছরই মানুষের ঢল নামে এই পুজোয় । আট থেকে আশি সকলের কাছেই পুজোর সময়ের আল্টিমেট ডেস্টিনেশন হল ম্যাডক্স স্কোয়ার । এবার তাদের 89তম বর্ষ ৷
পুজো উদ্যোক্তা অনিমেষ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, এই বছর পুজোয় অনেকটা পরিসরজুড়ে আল্পনার ব্যবহার করা হয়েছে । মণ্ডপের দেওয়ালেও আলপনার ব্যবহার চোখে পড়ার মতো । এছাড়াও প্যান্ডেলের উপর দিকে নবদুর্গার মূর্তি তথা ছবি ফুটিয়ে তোলা হয়েছে । এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্পের ব্যবহারে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ । একচালা সাবেকি মূর্তি তৈরি করেছেন শিল্পী তরুণ পাল ।