366 বোতল কাফ সিরাপ উদ্ধার ধূপগুড়িতে, ধৃত 2 - Cough Syrup Recovered

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 10:39 AM IST

thumbnail
কাফ সিরাপ উদ্ধার ধূপগুড়িতে (ইটিভি ভারত)

Cough Syrup Recovered in Dhupguri: পাচারের আগেই বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার ধূপগুড়িতে । ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জন পাচারকারীকে । তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 366টি কাফ সিরাপের বোতল । জানা গিয়েছে, ধূপগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, রবিবার বিকেলে জলপাইগুড়ির দিক থেকে বীরপাড়ার দিকে একটি ছোটো গাড়িতে করে নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেই খবরের ভিত্তিতে ধূপগুড়ি থানার পুলিশ স্টেশন মোড় এলাকায় নাকা চেকিং শুরু করে । সেই সময় ওই গাড়িটিকে আটক করা হলে তার ভিতর থেকে বস্তা ভর্তি কাফ সিরাপ উদ্ধার হয় ৷  

এ বিষয়ে ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান জানান, অভিযান চালিয়ে ধূপগুড়ি থানার পুলিশ একটি গাড়িকে বাজেয়াপ্ত-সহ দু'জনকে গ্রেফতার করেছে । প্রাথমিকভাবে অনুমান, এই কাফ সিরাপ বাংলাদেশ বা ভুটানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের । এর সঙ্গে আর্ন্তজাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় গ্রেফতার দুজনের নাম বিপুল বিশ্বাস ও সুকুমার মণ্ডল । বিপুল আলিপুরদুয়ার জোড়াই এলাকার বাসিন্দা । সুকুমারের বাড়ি ধূপগুড়ি দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.