যাদবপুরে শেষবেলায় প্রচারে ঝড় বাম প্রার্থী সৃজনের - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 30, 2024, 12:13 PM IST
শেষ দিনের প্রচারে কার্যত ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য। শনিবারের ভোটে ছক্কা হাঁকানোর দাবিও করেছেন সিপিএম প্রার্থী ৷ বারুইপুর পৌরসভার চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার সকালে প্রচারে নামেন তিনি। সিপিএম প্রার্থীর সঙ্গে ছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসু। বৃহস্পতিবার শেষদিনের প্রচারে বেরিয়ে সৃজন বলেন, "মানুষকে মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।" মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে তারা চার আর ছয় মারবেন বলেও দাবি করেছেন সৃজন। পাশাপাশি দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও মুর্শিদাবাদের বাম প্রার্থী মহম্মদ সেলিম জিতবেন বলেও এদিন দাবি করেছেন সৃজন ভট্টাচার্য। সেইসঙ্গে প্রাক্তন তিন তৃণমূল নেতাকে নিয়ে নরেন্দ্র মোদি ঘুরেছেন বলেও কটাক্ষ করেছেন তিনি ৷ একইসঙ্গে, বিজেপি ও তৃণমুলকে কটাক্ষ করে সৃজন জানান, নরেন্দ্র মোদিকেও বলতে দেখা গিয়েছে সিপিএমকে ভোট দেবেন না। তৃণমূল ও বিজেপি সেটিং করে চলছে বলে তার অভিযোগ।