জার্মানিতেও আরজি করের ঘটনার প্রতিবাদ! 'বিচার চাই' স্লোগানে সরব ভারতীয়রা - RG Kar doctor rape and murder case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 6:50 PM IST

আরজি করের পড়ুয়া চিকিৎসক হত্যাকাণ্ডের আঁচ পড়েছে দেশ-দেশান্তরে ৷ অপরাধীর শাস্তি চেয়ে পথে নেমেছেন বুদ্ধিজীবী থেকে আমজনতা সকলেই ৷ এবার সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে জার্মানিতে পথে নামলেন সেখানে বসবাসকারী ভারতীয়রা ৷ রীতিমতো বাংলায় ফেস্টুন লিখে প্রতিবাদী আওয়াজ তুললেন সেদেশের প্রবাসীরা । প্রসঙ্গত, ঘটনার পরই 14 অগস্ট 'মেয়েদের রাত দখলের কর্মসূচি'-তে যোগ দিয়েছিল লক্ষলক্ষ  নাগরিক ৷ ইতিমধ্যেই আরজি কর-কাণ্ডের তদন্তভার হাইকোর্টের নির্দেশে দায়িত্ব নিয়েছে সিবিআই ৷ নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিদিন পথে নামছে রাজনৈতিক দলগুলি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পথে নেমেছেন দোষীদের শাস্তির দাবিতে ৷ এদিকে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগের দাবি তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্য়ালের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 17 থেকে 18 অগস্ট ভোর 6 টা পর্যন্ত ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.