স্বাধীনতা সংগ্রামী থেকে ভারতীয় সেনা, কাঠের গুঁড়োয় ফুটিয়ে তুললেন শিল্পী - Independence Day 2024 - INDEPENDENCE DAY 2024
🎬 Watch Now: Feature Video
Published : Aug 15, 2024, 8:02 PM IST
Freedom Fighter's Portrait Made Of Wood Dust: স্বাধীনতা দিবস উপলক্ষে কাঠের গুঁড়ো দিয়ে বিপ্লবীদের ছবি ফুটিয়ে তুললেন যুবক । চন্দননগরের উর্দিবাজারে কালচারাল ফোরামের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে এই ছবি ফুটিয়ে তোলেন বালুশিল্পী মহম্মদ সোহেল ৷ কাঠের গুঁড়ো দিয়ে রঙিন ক্যানভাস বানিয়ে তাতে বিপ্লবী থেকে শুরু করে জাতীয় পতাকা হাতে সেনাদের ছবি তুলে ধরেছেন । কাঠের গুঁড়োকে রং করে নেতাজি, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং ও আবুল কালামের ছবি ফুটিয়ে তুলেছেন ।
এই বিষয়ে চন্দননগরের শিল্পী মহম্মদ সোহেল বলেন, "স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে এই ছবি এঁকেছি । ফরাসি আমলে চন্দননগরের বিপ্লবী কার্যকলাপ ও স্বাধীনতা আন্দোলনে কানাইলাল, রাজবিহারী বসু, মতিলালের মতো বিপ্লবীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই চিন্তাধারা থেকেই আমার এই কাজ । এছাড়াও আমাদের দেশে ভারতীয় সেনারও একটা আলাদা গুরুত্ব রয়েছে । তাদের সম্মান জানানোর জন্যই কাঠের গুঁড়ো দিয়ে ক্যানভাস তৈরি করেছি । আমাদের এখানে কাঠের গুঁড়ো সহজলভ্য । আর তাতে রং দিয়ে রঙিন করে বিভিন্ন বিপ্লবী ছবি ফুটিয়ে তুলেছি ।"