খাল থেকে উদ্ধার মুন্ডুহীন দেহ ! চাঞ্চল্য় হুগলির জিরাটে - Woman Dead body Found From canal - WOMAN DEAD BODY FOUND FROM CANAL

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 9:47 AM IST

হুগলি, 15 জুলাই: জিরাটের খাল থেকে দুর্গন্ধ আসছিল । কোনও ভাবেই কারণ খুঁজে পাচ্ছিলেন না স্থানীয়রা । অবশেষে পাওয়া গেল উত্তর ৷ জিরাট গ্রাম পঞ্চায়েত এলাকার হাটতলায় শ্মশানের পিছনে নদীর খাড়িতে ভাসতে দেখা গেল একটি মৃতদেহ । দেহটি মুণ্ডুহীন । হাতের চুড়ি দেখে মহিলার মৃতদেহ বলে প্রাথমিক অনুমান পুলিশের । স্থানীয়রা জানান, দেহটি খালে ভেসে এসে কচুরিপানায় আটকে ছিল । সেই দৃশ্য় দেখে বলাগড় থানায় খবর দেওয়া হয় ৷ এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করেন ৷ মুণ্ডুহীন দেহটি ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠান হয়েছে । পুলিশ তদন্ত শুরু করেছে । কোনও মহিলার নিখোঁজ ডায়েরি ছিল কিনা, তার খোঁজ নেওয়া হচ্ছে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করে ৷ তবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ কবে থেকে ওই খালে পড়ে রয়েছে দেহটি ? মৃত্যুর কারণ কী ? এমনই নানা প্রশ্নের উত্তরের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.