হারিয়ে যাওয়া ডোকরা শিল্প দিয়ে পুজো মণ্ডপ গঙ্গারামপুরে - DURGA PUJA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 8:03 PM IST

গঙ্গারামপুর ফুটবল ক্লাবের এ বছর 47তম বর্ষে পদার্পণ করেছে । এবারের এই ক্লাব মূলত বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পকে দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চেয়েছে ৷ তাই বাঁকুড়ার ডোকরা শিল্প ফুটিয়ে তোলা হয়েছে এবারের মণ্ডপ সজ্জায় । এছাড়াও প্রতিমা করা হয়েছে পিতলের পাতি দিয়ে । প্রতিবছর এই ক্লাব নতুনত্ব তুলে ধরে। এবারেও তার অন্যথা হল না ৷ গোটা মণ্ডপ জুড়ে লোকশিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে ৷ এর জন্য মণ্ডপে ব্যবহার করা হয়েছে রবার, পাটকাঠি, মুলিবাঁশ, গামছা, শাড়ি, মাটির ভাঁড়, মাটির কলকে ও পুরনো দিনের কয়েকটি জিনিস ৷

প্যান্ডেলে ঘুরত ঘুরতে মিহির মজুমদার নামে এক দর্শক বলেন, ' বুধবার আমার পরিবারের লোকজন গঙ্গারামপুর ফুটবল ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা দেখে গিয়েছে । পরবর্তীতে আমাকে বলায় আমি আজকে এখানে প্যান্ডেল এবং প্রতিমা দেখতে এসেছি । খুব সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা করেছে ।" এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক গৌতম ঘোষের কথায়, আমরা প্রতিবছর দর্শকদের মন কাড়ার জন্য নতুন নতুন চিন্তা-ভাবনা করে থাকি । এখানে বহু দূর-দূরান্ত থেকে অর্থাৎ দুই দিনাজপুর-সহ মালদা থেকে লোকজন আসে প্রতিমা এবং প্যান্ডেল দেখতে ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.