'ভিডিয়ো তুলছে, প্রতিবাদ হচ্ছে না !', উজ্জয়িনী প্রসঙ্গে তোপ ফিরহাদের - Firhad Hakim

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 4:16 PM IST

thumbnail
উজ্জয়িনী প্রসঙ্গে কটাক্ষ ফিরহাদের (ইটিভি ভারত)

Firhad Hakim Targets BJP: ফুটপাথে ধর্ষণ হচ্ছে ৷ ঘটনার ভিডিয়ো তুলছেন পথচারীরা ৷ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ন্যক্কারজনক সেই ঘটনা প্রসঙ্গে নাম না-করে এবার বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ রবিবার তিনি বলেন, "রাজ্যে যা ঘটেছে, তার জন্য আমরা সকলেই ব্যাথিত ৷ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ ৷ অথচ, দেশের অন্য একটি রাজ্যে ফুটপাথে ধর্ষণ হচ্ছে, আর ঘটনার ভিডিয়ো করা হচ্ছে ৷ এটা কী কোনও সামাজিক ব্যাধি নয় ! সকলে ভিডিয়ো তুলছে, কিন্তু কোনও প্রতিবাদ হচ্ছে না ৷ এর প্রতিকার হওয়া উচিত ৷" 

সেই সঙ্গে রাজ্য মন্ত্রিসভার এই সদস্য আরও বলেন, "এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রস্তাবিত কড়া আইন সারা দেশের সর্বত্র লাগু করা উচিত ৷" আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামা আন্দোলনকারীদেরও কটাক্ষ করেন ফিরহাদ ৷ তিনি বলেন, "শুধু হাতে মোমবাতি নিয়ে হাঁটলে চলবে না ৷ প্রতিটি ঘটনারই প্রতিবাদ করতে হবে ৷" 

রাজ্যে বিধানসভায় সম্প্রতি ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল পাস হয়েছে ৷ সেই বিলে এখনও স্বাক্ষর করেনি রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই প্রসঙ্গে তিনি বলেন, "এটা মুখ্যসচিব দেখছেন । এটা রাজ্যপালের বিষয় । কী নোট দিয়েছেন ! আমি জানিনা। এটা নিয়ে আমি কিছু বলব না । রাষ্ট্রপতির কাছে গিয়েছে শুনেছি। তারপর আমি জানিনা । আমার স্থির বিশ্বাস রাষ্ট্রপতি একজন মহিলা ৷ তিনি সম্মতি দেবেন ।" 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.