রানিগঞ্জের ডেকরেটারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে 6টি ইঞ্জিন - RANIGANJ FIRE INCIDENT - RANIGANJ FIRE INCIDENT
🎬 Watch Now: Feature Video
Published : May 5, 2024, 6:55 PM IST
রানিগঞ্জ, 5 মে: রানিগঞ্জ একটি ডেকরেটরের গুদামে ভয়াবহ আগুন ৷ রাজাপাড়ায় লাহা ডেকোরেটর গুদামে রবিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে গুদামের চারটি ঘরে ছড়িয়ে পড়ে আগুন ৷ গুদামে ত্রিপল, কাপড়-সহ প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । শুধু তাই নয়, ডেকোরেটরের ওই গুদামের বাইরে থাকা একটি চারচাকা গাড়িতেও আগুন লেগে যায় । এখনও জ্বলছে সেই আগুন ৷ ঘটনাস্থলে দমকলের 6 টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ।
রবিবার দুপুরে হঠাৎই স্থানীয় বাসিন্দারা রানীগঞ্জের রাজপাড়ায় ওই ডেকোরেটরের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন। প্রথমে দু'টি ইঞ্জিন আসে আগুন নেভানোর জন্য । পরে আসানসোল দমকল কেন্দ্র এবং দুর্গাপুর দমকল কেন্দ্র থেকে আরও 4 টি ইঞ্জিন আনা হয়। মোট 6 টি ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে । শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি ৷ জানা গিয়েছে, বেশ কয়েক লক্ষ টাকার ডেকরেটর সামগ্রী মজুত ছিল ওই গুদামে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই । কীভাবে আগুন লাগল সে নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷ তবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে ।