চা-বাগানে সন্তান প্রসব হাতির, আগলে রাখলেন শ্রমিক থেকে বনকর্মীরা - Elephant in Tea Garden

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 5:27 PM IST

Updated : Aug 22, 2024, 5:34 PM IST

Elephant Calf: চা-বাগান আলো করো চোখ মেলল ছোট্ট শাবক ৷ এমনটা সচরাচর দেখা যায় না। জঙ্গল ছেড়ে মা-হাতি চা-বাগানে শাবকের জন্ম দিল ৷ কিন্তু, এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইল আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের জয় বীরপাড়া চা-বাগান ৷ জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছিল হাতির ওই দল ৷ কিন্তু, বনকর্মীরা বাকি হাতিদের তাড়িয়ে দিলেও ওই গর্ভবতী হাতি রয়ে যায়। বুধবার রাতে ওই চা-বাগানে মা হাতি শাবকের জন্ম দেয়। হাতির শাবকের জন্মানোর সময় ওই দৃশ্য দেখতে এলাকাবাসীরা ভিড় করে দাঁড়িয়েছিল ৷ 

জলপাইগুড়ি বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে একটি বুনো হাতির দল জয় বীরপাড়া চা-বাগান এলাকায় প্রবেশ করে। স্থানীয়দের কাছে খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা হাতির দলকে তাড়িয়ে জঙ্গলে পাঠিয়ে দেয় ৷ তবে, ওই দলের একটি সন্তানসম্ভবা হাতি রয়ে যায়। এরপরে ওই মা হাতিটি সেখানে একটি শাবকের জন্ম দেয়। বনকর্মীরা ওই সদ্যোজাত হস্তিশাবক ও মাদি হাতিটিকে পর্যবেক্ষণে রাখেন । আজ, বৃহস্পতিবার সকালে বনকর্মীদের সাহায্যে মা-হাতি তার শাবকটিকে নিয়ে চা-বাগান ছেড়ে পাশের রেতির জঙ্গলে চলে যায়। ওই হাতি ও শাবকটির ওপর সর্বক্ষণ বনকর্মীরা নজর রাখছেন ৷ 

Last Updated : Aug 22, 2024, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.