thumbnail

দামাল হাতির তাণ্ডবে ভাঙল বাড়ি-গাড়ি! দেখুন ভিডিয়ো - Elephant Attack

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 2:44 PM IST

'খাবারের সন্ধানে' ফের লোকালয়ে ঢুকে পড়ল দলছুট হাতির দল। শনিবার গভীর রাতে দলছুট ওই হাতির তাণ্ডবে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি রেঞ্জের পাপরাডিহি গ্রামের জনৈক উজ্জ্বল ঘোষের মাটির বাড়ির একাংশ ভেঙ্গে যায় বলে খবর ৷ হাতির পাল একটি মোটর বাইক ভাঙচুর করার পাশাপাশি চার বস্তা চাল খেয়ে ফেলেছে বলেও অভিযোগ ৷ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য অভিজিৎ ঘোষ জানান, ঘটনার সময় বাড়িতে বৃদ্ধা ঠাকুমা ও দুই ভাই ঘুমিয়েছিল। হাতিটি বাড়ির একাংশ ভেঙ্গে ফেলে ৷ মজুত থাকা চালও খেয়ে ফেলেছে। এই মুহূর্তে সরকারি ক্ষতিপূরণ না পেলে তাঁরা সমস্যায় পড়বেন। 

বনদফতর সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, রবিবার বড়জোড়া রেঞ্জের সাহারজোড়ার জঙ্গলে 4টি, দক্ষিণ সরগড়াতে 2টি-সহ মোট ছ'টি হাতি রয়েছে। ওই ছ'টি হাতির মধ্যে কোনও একটি পাপরাডিহি গ্রামের উজ্জ্বল ঘোষেদের বাড়িতে আক্রমণ চালিয়েছিল বলে প্রাথমিক অনুমান ৷ হাতির লোকালয়ে ঢুকে পড়ার কারণ হিসাবে বন দফতরের আধিকারিকদের অনুমান, প্রবল তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। জঙ্গলে এই সময় খাবারের অভাব দেখা দেয়। শুধু খাবার নয়, পানীয় জলের অভাবও হয় ৷ ফলে খাবারের টানে দলমার দলছুটরা চলে আসে লোকালয়ে। কখনও আবার দামোদরের তীরবর্তী এলাকাগুলিতে চাষাবাদ জমিতে খাবারের সন্ধানে দাপিয়ে বেড়ায় দলমার দামালরা। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.