এক জায়গাতেই চারধাম দর্শনের সুযোগ ! গড়বেতার পুজো প্যান্ডেলের থিমে চমক - DURGA PUJA PARIKRAMA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Oct 8, 2024, 8:04 PM IST
উত্তরাখণ্ড নয়, এবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেই মিলছে চারধাম যাত্রার সুযোগ ৷ 15তম বর্ষে গড়বেতার ধাদিকা যুবগোষ্ঠী ক্লাবের দুর্গাপুজোর থিম চারধাম । দর্শনার্থীরা সিঁড়ির মাধ্যমে চারটে যাত্রায় একসঙ্গে করে নিচে থাকা প্রতিমা দর্শন করে প্যান্ডেল থেকে বেরিয়ে যেতে পারবেন । অন্তত মনের শান্তি হবে বলে আশা পুজো কমিটির । 35 লক্ষ টাকা বাজেটের এই পুজো দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা ৷
এই বিষয়ে ক্লাব কর্তাদের বক্তব্য, হিন্দুদের এক বিশেষ তীর্থক্ষেত্র হল চারধাম যাত্রা ৷ কিন্তু সকলে সেখানে পৌঁছতে পারেন না ৷ তাদের কথা ভেবেই এই ধরনের থিম করা হয়েছে । অন্তত একবার হলেও দর্শনার্থীরা আসুন এখানে অন্য এক অনুভূতি পাবেন অবশ্যই ৷