স্পর্শকাতর বুথ 1 হাজারেরও বেশি ! হাইভোল্টেজ ব‍্যারাকপুরে বিশেষ নজর কমিশনের - Lok Sabha Election 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

Barrackpore DCRC: রাত পোহালেই রাজ্যের অন্য পাঁচটি কেন্দ্রের সঙ্গে ব‍্যারাকপুর এবং বনগাঁয় ভোট। তার আগে চরম ব‍্যস্ততা ধরা পড়ল এই দুই কেন্দ্রের ডিসিআরসিতে। এই কেন্দ্র থেকে ভোটের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয় ভোটকর্মীদের। ভোট শেষে এখানেই আবার সবকিছু কমিশনকে ফিরিয়ে দিতে হয়। ব্যারাকপুরের জন্য মোট পাঁচটি ডিসিআরসি করা হয়েছে । সকাল থেকেই ভোট কর্মীরা তাঁদের নিজেদের যাবতীয় সরঞ্জাম বুঝে রওনা দিচ্ছেন ভোটগ্রহণ কেন্দ্রের দিকে। শুধু ভোট কর্মীরাই নন ! পুলিশ প্রশাসনেও চূড়ান্ত ব‍্যস্ততা ।

ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং আইএসএফ ছাড়াও বেশ কয়েকজন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । সবমিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা 14 । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার 15 লক্ষ 2 হাজার 923 জন। এর মধ্যে মহিলা ভোটার 7 লক্ষ 35 হাজার 921 জন। পুরুষ ভোটার 7 লক্ষ 66 হাজার 956 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 46 । মোট ভোটগ্রহণ কেন্দ্র 1 হাজার 591টি। এর মধ্যে স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র 1 হাজার 69টি । মোট কেন্দ্রীয় বাহিনী থাকবে 56 কোম্পানি । এছাড়াও রাজ‍্য পুলিশের 2 হাজার 908 জন কর্মীও থাকবেন ভোটের নিরাপত্তার দায়িত্বে ।

এদিকে, নজরকাড়া কেন্দ্র হওয়ায় নির্বাচন কমিশন এবং প্রশাসনের বিশেষ নজর থাকছে ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কুইক রেসপন্স টিমও মোতায়েন থাকবে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে । ফলে বোঝাই যাচ্ছে বহু চর্চিত ব‍্যারাকপুর কেন্দ্রের ভোট শান্তিপূর্ণভাবে শেষ করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ।

Last Updated : May 20, 2024, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.