জেল থেকে বেরিয়ে পরদিনই সাংবাদিকদের মুখোমুখি কেজরিওয়াল, দেখুন সরাসরি - Arvind Kejriwal media address - ARVIND KEJRIWAL MEDIA ADDRESS

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 1:04 PM IST

Updated : May 11, 2024, 1:50 PM IST

দেশে লোকসভা ভোট চলছে ৷ তাই নির্বাচনী প্রচারের দিকটি মাথায় রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ 21 মার্চ তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি ৷ 50 দিন জেলে কাটিয়ে শুক্রবারই ছাড়া পেয়েছেন আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ এদিন সন্ধ্যায় ছাড়া পেয়ে তিনি দেশের কোটি কোটি লোককে ধন্যবাদ জানান ৷ পাশাপাশি তিনি ভগবান হনুমানজির প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন ৷ তিনি বলেন, "আমি হনুমানজির চরণে বন্দনা করি ৷ তাঁর আশীর্বাদেই আমি আজ জেল থেকে মুক্তি পেয়েছি ৷" আপাতত 1 জুন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল বাইরে থাকবেন ৷ তবে শীর্ষ আদালতের নির্দেশ, 2 জুন তাঁকে জেলে ফিরে যেতে হবে ৷ তিনি জানিয়েছিলেন, শনিবার সকালে হনুমানজির মন্দিরে পুজো দেবেন ৷ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হবেন ৷ সেইমতোই সাংবাদিক বৈঠক করছেন দিল্লির প্রশাসনিক প্রধান ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে...
Last Updated : May 11, 2024, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.