উচ্চমাধ্যমিকে তৃতীয়, ধরাবাঁধা নিয়মে কখনওই পড়েননি মালদার অভিষেক - WBCHSE Class 12 Result 2024 - WBCHSE CLASS 12 RESULT 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 8, 2024, 9:31 PM IST
মালদা, 8 মে: উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থান দখল করলেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত ৷ তাঁর প্রাপ্ত নম্বর 494 ৷ মালদা শহরের কৃষ্ণপল্লির বাসিন্দা তিনি ৷ ছোট থেকেই মেধাবী অভিষেক মাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যে চতুর্থ হয়েছিলেন তিনি ৷ নির্দিষ্ট নিয়মবিধি মেনে কোনওদিন পড়াশোনা করেনি ৷
অভিষেক বলেন, "নিয়ম মেনে কোনও দিনই পড়াশোনা করিনি ৷ যখন ভালো লাগত, পড়তাম ৷ তবে দিনে সাত থেকে ন'ঘণ্টা পড়াশোনা হতই ৷ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ হয়েছিলাম ৷ তখন থেকেই একটা জেদ ছিল, উচ্চমাধ্যমিকে আরও সামনের দিকে এগোতে হবে ৷" ছেলের সাফল্যে মা অনামিকা সাহা গুপ্ত বলেন, "মাধ্যমিকে চতুর্থ হয়েছিল, এবার তৃতীয় হল ৷ ও যা বলে, তেমনই ফল হয় ৷ ও বলেছিল, উচ্চমাধ্যমিকে প্রথম দশে থাকবে ৷ তবু আজ সকাল থেকেই আমরা ওর রেজাল্ট নিয়ে টেনশনে ছিলাম ৷ ছেলেও টেনশনে ছিল ৷ তবু আমাদের আশা ছিল ও ভালো ফল করবে ৷ ওর যখন ইচ্ছে হতো, তখনই পড়তে বসত ৷ অবসর সময়ে ও মূলত গল্পের বই পড়তে ভালোবাসে ৷"
মালদা থেকে উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেয়েছে আরও দুই ছাত্র ৷ বিবেকানন্দ বিদ্যামন্দিরের আরেক ছাত্র অর্ণব কর্মকার ও হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গিরিজাসুন্দরী বিদ্যামন্দিরের সুপ্তোত্থিতা সরকার পঞ্চম স্থান অধিকার করেছেন ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার এই ফলে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া জেলার শিক্ষা মহলে ৷