রানাঘাটে প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে জনসভায় অভিষেক, দেখুন সরাসরি ... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 21, 2024, 4:36 PM IST
|Updated : Apr 21, 2024, 5:01 PM IST
প্রথম দফার ভোট শেষ হয়েছে ৷ তৃতীয় দফায় 13 মে ভোট রয়েছে নদিয়া জেলার রানাঘাট লোকসভায় ৷ তার আগে আজ রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে নদিয়াতে জন সমাবেশ করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । গরম উপেক্ষা করে নেতার বক্তব্য শোনার জন্য সকাল থেকেই ধানতলা থানার দত্তপুলিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে এই সভায় যোগ দিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ অভিষেকের এই জনসভা ঘিরে তাঁদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো । 2019 সালে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷ এবারও তাঁকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ এবার তৃণমূলের সঙ্গে রানাঘাট কেন্দ্রে লড়াই জমজমাট হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
Last Updated : Apr 21, 2024, 5:01 PM IST