চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড - upper primary candidate

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 5:15 PM IST

Job Seekers Protest: 2016 আপার-প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ৷ চাকরিপ্রার্থীরা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে বের হতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ৷ পুলিশ সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের আটকে দেয়। তাঁদেরকে সেখান থেকে সঙ্গে সঙ্গে প্রিজন ভ্যানে তোলা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দেন কর্তব্যরত পুলিশকর্মীরা। উল্লেখ্য, বঞ্চিত ও যোগ্য প্রার্থীরা নিয়োগের দাবিতে 450 দিন গান্ধিমূর্তির পাদদেশে চলছে অবস্থান এবং ধরনা।

তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার চাকরি প্রার্থীরা কালীঘাটে গিয়ে বিক্ষোভ দেখান। উল্লেখ্য, 2014 সালে 30 জানুয়ারি টেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, টেট পরীক্ষা হয়েছিল 16 অগস্ট 2015। ফলাফলের বিজ্ঞপ্তি জারি হয়েছিল 23 সেপ্টেম্বর 2016। শূন্যপদ ছিল, 14 হাজার 339টি। ইতিমধ্যেই নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনবার তাঁরা দেখা করেছেন, 14 সেপ্টেম্বর 2016 সিঙ্গুরের সভায়, 21 জুন 2021 নবান্নতে ও 30 মে 2023 নবান্নের সভায় গিয়ে আজও পর্যন্ত মেলেনি চাকরি এই সমস্ত দাবি নিয়ে তাঁদের বিকাশ ভবন অভিযান। 

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে একইভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন কিছু চাকরিপ্রার্থীরা। সেদিন শহরে গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের মিছিল ছিল। সেদিনকেও কিছু চাকরি প্রার্থী আচমকা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে হাজির হন। আচমকা পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়ে যাওয়ায় মুশিকলে পড়তে হয়। পরে আন্দোলনকারীদের আটক করে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.