ETV Bharat / technology

ইউটিউবে নতুন ফিচার, আরও সুযোগ কনটেন্ট ক্রিয়েটরদের

YouTube-এ যোগ হল নতুন অটো-ডাবিং বৈশিষ্ট্য ৷ প্রাথমিকভাবে পার্টনার প্রোগ্রাম চ্যানেলগুলি এই সুবিধা পাবে ৷

youtube
অটো-ডাব ফিচার শুধুমাত্র YouTube পার্টনার প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : 2 hours ago

হায়দরাবাদ: এবার YouTube-এ যোগ হল নতুন ফিচার ৷ স্বয়ংক্রিয়-ডাবিং ফিচারের সাহায্য়ে সহজেই যেকোনও ভাষায় ডাব করা যাবে ভিডিয়ো ৷ নতুন এই ফিচার ব্যবহারকারীদের ভাষাগত বাধা দূর করছেন অনেকে ৷ ডাবিং ফিচারে কনটেন্ট ক্রিয়েটররা আরও সহজভাবে কাজ করতে পারবেন ৷ আপাতত অটো-ডাবিং সুবিধা শুধুমাত্র YouTube-এর পার্টনার প্রোগ্রামের চ্যানেলগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে ৷

ডেলিভারির অপেক্ষা নয়, মাত্র 30 মিনিটে হাতে পাবেন পছন্দের সামগ্রী

ইউটিউবে অটো-ডাব বৈশিষ্ট্যটি কীভাবে ব্যবহার করবেন

ভিডিয়ো আপলোড: আগের মতোই প্রথমে ভিডিয়ো আপলোড করতে হবে ৷ আপলোড শেষ হলে ইউটিউব ভাষা চিহ্নিত করবে এবং স্বয়ংক্রিয়ভাবে অন্য ভাষায় ডাবিং করবে কনটেন্টটি ।

ডাব করা ভিডিয়োগুলি পর্যালোচনা: ডাবিং ভিডিয়োগুলি দেখতে প্রথমে YouTube স্টুডিয়ো ও তারপরে ভাষা বিভাগে যেতে হবে ৷ ডাবিং শুনে পছন্দ না-হলে ব্যবহারকীরা আপলোডেড ভিডিয়ো মুছে ফেলতে পারবেন ৷ প্রসঙ্গত, ইউটিউব ভিডিয়ো প্রকাশের আগে ব্যবহারকারীর থেকে ডাবিং ভিডিয়ো প্রকাশের অনুমতি নেওয়া হবে ৷ সেটিংস অপশনে ইউটিউব স্টুডিয়োতে এই ডাবিং সম্পর্কিত তথ্য থাকে ৷ সেইমতোই ব্যবহারকারীরা ডাবিং ফিচারটি ব্যবহার করতে পারেবন ৷

সেরা 'বিজ্ঞান নগরী' খেতাব জিতল 'কল্লোলিনী তিলোত্তমা'

সমর্থিত ভাষা: নতুন ফিচারে ভিডিয়ো ইংরাজিতে হলে, সেটি ইউটিউব ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় ডাব করতে পারবে ৷ তবে ভিডিয়ো যদি অন্য কোনও আঞ্চলিক ভাষায় হয় তবে সেটি ইংরেজিতে ডাব করা যাবে । উদাহরণস্বরূপ, যদি হিন্দিতে ভিডিয়ো হয় তবে সেটি ইংরেজিতে স্বয়ংক্রিয়ভাবে ডাবিং হবে ৷

দর্শকরা আসল অডিয়ো বেছে নিতে পারবেন

দর্শকরা নিজেদের পছন্দ মতো ভিডিয়ো বেছে নিতে পারবেন ৷ 'অটো-ডাব করা' ভিডিয়োগুলি চিহ্নিত করতে পারবেন এবং নিজস্ব ভাষা নির্বাচন করে সেগুলি ব্যবহার করতে পারবেন ৷ একটি নির্দিষ্ট ট্র্যাক নির্বাচন করে সেটি ব্যবহার করতে পারবেন ৷ পছন্দের ভিডিয়োর জন্য পছন্দের ভাষা নির্বাচন করতে পারেবন ৷

ইউটিউবের সতর্কবার্তা: এই নতুন ফিচার সম্পর্কে জানানো হয়েছে অটো-ডাব প্রযুক্তি নতুন ৷ এটি সবসময় ঠিক নাও হতে পারে ৷ YouTube একটি ব্লগ পোস্টে উল্লেখ করেছে বর্তমানে ডাবিং-এর জন্য তারা Google DeepMind এবং Google Translate-এর ব্যবহার করছে । আগামিদিনে ইউটিউবে এই ডাবিং ফিচার যাতে আরও উন্নত করা যায় সেই দিকে নজর দেওয়া হবে ৷

স্মৃতি হবে অমলিন, ছবি তুলতে ভরসা নতুন Redmi Note 14 সিরিজ

হায়দরাবাদ: এবার YouTube-এ যোগ হল নতুন ফিচার ৷ স্বয়ংক্রিয়-ডাবিং ফিচারের সাহায্য়ে সহজেই যেকোনও ভাষায় ডাব করা যাবে ভিডিয়ো ৷ নতুন এই ফিচার ব্যবহারকারীদের ভাষাগত বাধা দূর করছেন অনেকে ৷ ডাবিং ফিচারে কনটেন্ট ক্রিয়েটররা আরও সহজভাবে কাজ করতে পারবেন ৷ আপাতত অটো-ডাবিং সুবিধা শুধুমাত্র YouTube-এর পার্টনার প্রোগ্রামের চ্যানেলগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে ৷

ডেলিভারির অপেক্ষা নয়, মাত্র 30 মিনিটে হাতে পাবেন পছন্দের সামগ্রী

ইউটিউবে অটো-ডাব বৈশিষ্ট্যটি কীভাবে ব্যবহার করবেন

ভিডিয়ো আপলোড: আগের মতোই প্রথমে ভিডিয়ো আপলোড করতে হবে ৷ আপলোড শেষ হলে ইউটিউব ভাষা চিহ্নিত করবে এবং স্বয়ংক্রিয়ভাবে অন্য ভাষায় ডাবিং করবে কনটেন্টটি ।

ডাব করা ভিডিয়োগুলি পর্যালোচনা: ডাবিং ভিডিয়োগুলি দেখতে প্রথমে YouTube স্টুডিয়ো ও তারপরে ভাষা বিভাগে যেতে হবে ৷ ডাবিং শুনে পছন্দ না-হলে ব্যবহারকীরা আপলোডেড ভিডিয়ো মুছে ফেলতে পারবেন ৷ প্রসঙ্গত, ইউটিউব ভিডিয়ো প্রকাশের আগে ব্যবহারকারীর থেকে ডাবিং ভিডিয়ো প্রকাশের অনুমতি নেওয়া হবে ৷ সেটিংস অপশনে ইউটিউব স্টুডিয়োতে এই ডাবিং সম্পর্কিত তথ্য থাকে ৷ সেইমতোই ব্যবহারকারীরা ডাবিং ফিচারটি ব্যবহার করতে পারেবন ৷

সেরা 'বিজ্ঞান নগরী' খেতাব জিতল 'কল্লোলিনী তিলোত্তমা'

সমর্থিত ভাষা: নতুন ফিচারে ভিডিয়ো ইংরাজিতে হলে, সেটি ইউটিউব ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় ডাব করতে পারবে ৷ তবে ভিডিয়ো যদি অন্য কোনও আঞ্চলিক ভাষায় হয় তবে সেটি ইংরেজিতে ডাব করা যাবে । উদাহরণস্বরূপ, যদি হিন্দিতে ভিডিয়ো হয় তবে সেটি ইংরেজিতে স্বয়ংক্রিয়ভাবে ডাবিং হবে ৷

দর্শকরা আসল অডিয়ো বেছে নিতে পারবেন

দর্শকরা নিজেদের পছন্দ মতো ভিডিয়ো বেছে নিতে পারবেন ৷ 'অটো-ডাব করা' ভিডিয়োগুলি চিহ্নিত করতে পারবেন এবং নিজস্ব ভাষা নির্বাচন করে সেগুলি ব্যবহার করতে পারবেন ৷ একটি নির্দিষ্ট ট্র্যাক নির্বাচন করে সেটি ব্যবহার করতে পারবেন ৷ পছন্দের ভিডিয়োর জন্য পছন্দের ভাষা নির্বাচন করতে পারেবন ৷

ইউটিউবের সতর্কবার্তা: এই নতুন ফিচার সম্পর্কে জানানো হয়েছে অটো-ডাব প্রযুক্তি নতুন ৷ এটি সবসময় ঠিক নাও হতে পারে ৷ YouTube একটি ব্লগ পোস্টে উল্লেখ করেছে বর্তমানে ডাবিং-এর জন্য তারা Google DeepMind এবং Google Translate-এর ব্যবহার করছে । আগামিদিনে ইউটিউবে এই ডাবিং ফিচার যাতে আরও উন্নত করা যায় সেই দিকে নজর দেওয়া হবে ৷

স্মৃতি হবে অমলিন, ছবি তুলতে ভরসা নতুন Redmi Note 14 সিরিজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.