হায়দরাবাদ: স্মার্ট ওয়াচের পর চলতি বছরে স্যামসাং বাজারে এনেছে তাদের স্মার্ট রিং ৷ এটি শুধুমাত্র একটি আংটি নয়, ব্যক্তিগত ওয়েলনেস ডিভািইস বললেও ভুল হয় না ৷ স্যামসাংয়ের এই স্মার্ট রিং বাজারে আসার পরই বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়ে ছিল অ্যাপলও শীঘ্রই তাদের স্মার্ট রিং লঞ্চ করবে ৷ তবে সম্প্রতি অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই স্মার্ট রিং লঞ্চ করার কোনও পরিকল্পনা নেই তাদের ৷
চলতি বছরে অ্যাপল বাজারে এনেছে আইফোন 16 সিরিজ, স্মার্ট ওয়াচ 10, এয়ারপড-সহ একাধিক পণ্য ৷ স্মার্ট রিং লঞ্চ করলে সংস্থার ক্ষেত্রেও সেটি একটি মাইল ফলক ছুঁতো ৷ অ্যাপলের অধিকাংশ ফিচারে রয়েছে ফিটনেস-ট্র্যাকিং বৈশিষ্ট্য ৷ স্মার্ট রিং বাজারে আনলে সেটিতেও এই সুবিধা থাকত বলে মনে করা হচ্ছে ৷ স্মার্ট রিংয়ের জন্য পেটেন্ট ফাইল করলেও সেটি এখনই লঞ্চ করবে না ৷
ভেবে দেখুন! কোনটা কিনবেন আইফোন 16 pro Max না Galaxy S24 Ultra
এই প্রসঙ্গেই ব্লুমবার্গের তরফে মার্ক গুরম্যান জানান, আইফোন নির্মাতা অ্যাপলের মতে স্মার্ট রিং অ্যাপল ওয়াচের বিক্রি কমিয়ে দিতে পারে ৷ সেই কারণেই আপাতত স্মার্ট রিং লঞ্চ করবে না অ্যাপল ৷ অ্যাপলের স্মার্টওয়াচগুলি ফিটনেট ট্র্যাকিং হিসেবে অত্যন্ত জনপ্রিয় ৷ তাই কম দামে স্মার্ট রিং বাজারে আনলে অনায়াসেই এই ওয়াচের বিক্রি কমিয়ে দিতে পারে ৷ সদ্য অ্যাপল বাজারে এনেছে স্মার্টওয়াচ 10 ৷
প্রসঙ্গত, চলতি বছরে স্যামসাংয়ের স্মার্ট ওয়াচ বাজারে আসার পরেই টেক বিষেশজ্ঞরা মনে করেছিলেন বাজারে স্মার্ট রিং আসায় স্মার্ট ওয়াচের দাম কমে যাবে ৷ মনে করা হচ্ছে সেইসব বিষয়ের কথা ভেবেই অ্যাপেল স্মার্ট রিং বাজারে আনছে না ৷