হায়দরাবাদ, 2 জুলাই: প্রতিদিনই নতুন নতুন ফিচার আনছে হোয়াটসঅ্য়াপ ৷ কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে একসঙ্গে 30 জনের ভিডিয়ো কলের ফিচার যোগ করেছে ৷ মেটা এখানেই থেমে থাকেনি ৷ এখন হোয়াটসঅ্যাপে AI-এর সুবিধাও যুক্ত হয়েছে ৷ এবার হোয়াটসঅ্যাপে নম্বর ডায়ালের সুবিধাও যোগ হল ৷ নতুন এই ফিচারের কারণে এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বিশেষ সুবিধা হবে ৷ হেয়াটসঅ্যাপে কোনও ফোন নম্বার আর সেভ করতে হবে না ৷ চ্যাট বক্স থেকে সরাসরি নম্বরটি ডায়াল করা যাবে ৷
মেটার সংস্থা WABetaInfo তরফ থেকে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে এই সুবিধার জন্য একটি ফ্লোটিং নম্বর প্যাড চালু করা হবে ৷ যার মাধ্যমে সরাসরি নম্বর ডায়ল করতে পারবেন ব্যবহারকারীরা ৷ তবে আপাতত পরীক্ষামূলক ভাবে সমস্ত WABetaInfo ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন ৷ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটার এই লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে ৷ নতুন এই ফিচারটি অ্যান্ড্রেয়েড ভার্সন 2.24.13.17-তে পাওয়া যাবে ৷
নতুন এই ফিচারের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে যে আমূল পরিবর্তন আনতে তা আর বলার অপেক্ষা রাখে না ৷ বলা যায় অনেক সময়েই আমারা হোয়াটসঅ্যাপে বন্ধু-বান্ধব থেকে সহকর্মী সকলকে নম্বর পাঠাই ৷ সেটি ফোনবুকে সেভ না করে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে ডায়াল করা যায় না ৷ যা অনেক সময়েই সমস্যার সৃষ্টি করে ৷ নতুন এই ফিচার ব্যবহারকারীদের সেই সমস্যা থেকে অনেকটাই রেহাই দেবে ৷
WABetaInfo-এর তরফে এক বিবৃতে জানানো হয়েছে,ব্যবাহারকারীদের সুবিধার জন্য কুইক সেভে-ক একটি অপশন পাবেন গ্রাহকরা ৷ মেসেজ থেকে সরাসরি কনট্য়াক্ট কার্ডে সেভ করতে পারবেন ব্যবহারকারীরা ৷ ডায়াল স্ক্রিনে সরাসরি মেসেজিং শর্টকার্ট অনশানটিও পাবেন ব্যবহারকারীরা ৷ সংশ্লিষ্ট নম্বরে মেসেজ পাঠাতেও সুবিধা হবে ব্যবহারকারীদের ৷