হায়দরাবাদ: ব্যবহারকারীদের জন্য আবারও নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ ৷ এবার গ্রুপ চ্যাটে টাইপিং-এর সময় চ্যাট বক্সে ভেসে উঠবে ইন্ডিকেটর ৷ সম্প্রতি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ মোবাইল ডিভাইসের জন্য একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে । নতুন আপডেটে অপর প্রান্তে থাকা ব্যক্তির টাইপিং-য়ের সময় '...' টাইপিং ইন্ডিকেটর দেখা যাবে ৷ মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বৃহস্পতিবার নতুন আপডেটের কথা ঘোষণা করেছে ৷
টাইপিং ইন্ডিকেটর কী
এবার জেনে নেওয়া যাক টাইপিং ইন্ডিকেটর বৈশিষ্ট্যটি কী ৷ এটি দেখতে '...' এইরকম ৷ চ্যাট স্ক্রিনের নীচে, টাইপ করার সময় সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইলের পাশে দেখা যাচ্ছে এই চিহ্ন ৷ এই ফিচারটি গ্রুপ চ্যাটের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী বলে মনে করছে হোয়াটসঅ্যাপ ৷ যখন অনেক ব্যবহারকারী একই সঙ্গে গ্রুপ চ্যাটে কথা বলেন তখন অপরজন বুঝতে পারবেন কে টাইপ করছেন ৷ ফলে ব্যবহারকারীদের রিয়েল টাইমে চ্যাট আর ও সহজ হবে ৷
এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের গ্রুপচ্যাটে কথপোকথন চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা আরও সহজ করবে ৷ আগে, হোয়াটসঅ্যাপে টাইপিংয়ের ক্ষেত্রে কেবলমাত্র 'টাইপিং (Typing)'-এর লেখা ভেসে উঠত স্ক্রিনে ৷ চ্যাট করার সময় চ্যাট বক্সের উপরেও টাইপ লেখা দেখা যেতো । বর্তমানে হোয়াটঅ্য়াপের এই আপডেট আগে চালু হলেও, অক্টোবর থেকে এটির উপর পরীক্ষা চলছিল ৷ এতদিন পর্যন্ত এটি কেবলমাত্র বিটা ভার্সনের হোয়াটঅ্যাপ ব্যবহাকারীরা এটি ব্যবহারের সুবিধা পেতেন ৷ এবার থেকে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় সফটওয়্যার ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন ৷
অন্যান্য বৈশিষ্ট্য
হোয়াটসঅ্যাপের নতুন টাইপিং ইন্ডিকেটর বৈশিষ্ট্য ছাড়াও, গত মাসে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট বৈশিষ্ট্যটি চালু করেছে ৷ যা ভয়েস বার্তা পাঠানোকে আরও সুবিধাজনক করেছে । ব্যবহারকারীদের অন্যদের কাছে পাঠানো প্রাপ্ত ভয়েস বার্তাগুলির মেসেজে পরিণত করে । শুধুমাত্র যাকে পাঠানো হচ্ছে কেবলমাত্র তিনি দেখতে পাবেন ট্রান্সক্রিপটেড ভয়েস মেসেজ ৷
হোয়াটসঅ্যাপে নতুন, এবার সরাসরি শেয়ার করা যাবে স্টিকার প্যাক