ETV Bharat / technology

হোয়াটসঅ্যাপের ভয়েস নোট সহজেই পরিণত হবে টেক্সট মেসেজে

হোয়াটসঅ্যাপে চালু হল নতুন ফিচার ভয়েস ট্রান্সস্ক্রিকশন ৷ নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস মেসেজকে লিখিত রূপ দেখতে পারবেন।

voice note transcription feature
হোয়াটসঅ্যাপ নতুন বৈশিষ্ট্য চালু করেছে (ছবি হোয়াটসঅ্যাপ)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 23, 2024, 12:26 PM IST

হায়দরাবাদ: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ফিচারে যোগ হল আরও একটি পালক ৷ নতুন ভয়েস ট্রান্সস্ক্রিকশন ফিচার ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুবিধাকারী বলে মনে করেছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ৷ দেখা গিয়েছে, অনেক সময় হোয়াটসঅ্যাপে চ্যাটের পরিবর্তে ব্যবহারকারীরা ভয়েস নোট পাঠান ৷ জনবহুল জায়গা বা মিটিংয়ের মাঝে ভয়েস নোট শুনতে গিয়ে বিপত্তি ঘটে ৷ তবে এখন আর টেনশন নেই। ভয়েস নোটগুলিকে সহজেই টেক্সটে রূপন্তর করে পড়া যাবে ৷ হোয়াটসঅ্যাপে চালু হওয়া 'ভয়েস নোট ট্রান্সক্রিপ্ট' নামে নতুন ফিচারের সাহায্যে সম্ভব হবে এটি ৷

একাধিক আইফোনকে 'ভিনটেজ' ঘোষণা, মিলবে না খারাপ হওয়া যন্ত্রাংশ

এই নতুন ফিচারের বৈশিষ্ট্য

এই নতুন এই ফিচারের সাহায্যে যে কোনও ভয়েস নোটকে টেক্সটে রূপান্তর করা যাবে ৷ হোয়াটসঅ্যাপ মেসেজে টাইপ করে বার্তা পাঠালেও যেমন বাক্য গঠন হয় সেইরকমই হবে মেসেজ । নতুন ভয়েস ট্রান্সস্ক্রিকশন ফিচারের ফলে জনবহুল জায়গায় ভয়েস মেসেজ শুনতে না পাওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন ব্যবহারকারীরা ৷

নতুন ফিচারের ব্যবহার

  • ভয়েস নোটকে সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে এই ফিচারে । প্রথমে সেটিংসে গিয়ে তারপর চ্যাটে ক্লিক করতে হবে।
  • এরপর ভয়েস মেসেজের ট্রান্সক্রিপ্ট অপশনে যেতে হবে (সেটিংস > চ্যাট > ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট)। এই অপশনে সহজেই এই বৈশিষ্ট্যটি চালু বা বন্ধ করা যেতে পারে।
  • ব্যবহারকারী নিজস্ব পছন্দের ভাষা বেছে নিতে পারেন। এই ফিচারে ভয়েস নোটকে টেক্সটে রূপান্তর করা খুব সহজ হবে। ব্যবহারকারী শুধু ভয়েস নোট অপশনে ক্লিক করে হোল্ড করতে হবে, তারপর 'ট্রান্সক্রাইব'-এ ক্লিক করলেই ভয়েস নোট টেক্সট মেসেজে ট্রান্সক্রাইব হয়ে যাবে।
  • অ্যাপটি তাৎক্ষণিকভাবে বার্তাটিকে টেক্সটে রূপান্তর করবে, ফলে ব্যবহারকারী সুবিধামতো পড়তে পারবেন মেসেজটি ।

213 কোটি জরিমানা হোয়াটসঅ্যাপের,পালটা অভিযোগ মেটার

নতুন ফিচারটি সম্পূর্ণ সুরক্ষিত

হোয়াটসঅ্যাপ সবসময় ব্যবহারকারীর গোপনীয়তাকে গুরুত্ব দিয়েছে ৷ তাই এই নতুন বৈশিষ্ট্যটি সম্পূর্ণভাবে সুরক্ষিত। যখন ভয়েস নোটকে টেক্সটে রূপান্তর করবেন ব্যবহারকারীরা সেটি হোয়াটসঅ্যাপে হবে ৷ অন্য কোনও কোম্পানি থার্ডপার্টি ভয়েস নোট দেখতে পারবে না। ফলে এই ফিচারে ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে। নতুন ফিচারের সুবিধা শীঘ্রই বিশ্বব্যাপী উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে । বর্তমানে, এটি শুধুমাত্র কয়েকটি ভাষার জন্য উপলব্ধ, তবে বৈশিষ্ট্যটি শীঘ্রই আরও নাানা ধরনের ভাষায় যুক্ত করা হবে।

হোয়াটসঅ্যাপে 'হাইলাইট' ফিচার, মিউট থাকলেও আসবে নোটিফিকেশন

হায়দরাবাদ: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ফিচারে যোগ হল আরও একটি পালক ৷ নতুন ভয়েস ট্রান্সস্ক্রিকশন ফিচার ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুবিধাকারী বলে মনে করেছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ৷ দেখা গিয়েছে, অনেক সময় হোয়াটসঅ্যাপে চ্যাটের পরিবর্তে ব্যবহারকারীরা ভয়েস নোট পাঠান ৷ জনবহুল জায়গা বা মিটিংয়ের মাঝে ভয়েস নোট শুনতে গিয়ে বিপত্তি ঘটে ৷ তবে এখন আর টেনশন নেই। ভয়েস নোটগুলিকে সহজেই টেক্সটে রূপন্তর করে পড়া যাবে ৷ হোয়াটসঅ্যাপে চালু হওয়া 'ভয়েস নোট ট্রান্সক্রিপ্ট' নামে নতুন ফিচারের সাহায্যে সম্ভব হবে এটি ৷

একাধিক আইফোনকে 'ভিনটেজ' ঘোষণা, মিলবে না খারাপ হওয়া যন্ত্রাংশ

এই নতুন ফিচারের বৈশিষ্ট্য

এই নতুন এই ফিচারের সাহায্যে যে কোনও ভয়েস নোটকে টেক্সটে রূপান্তর করা যাবে ৷ হোয়াটসঅ্যাপ মেসেজে টাইপ করে বার্তা পাঠালেও যেমন বাক্য গঠন হয় সেইরকমই হবে মেসেজ । নতুন ভয়েস ট্রান্সস্ক্রিকশন ফিচারের ফলে জনবহুল জায়গায় ভয়েস মেসেজ শুনতে না পাওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন ব্যবহারকারীরা ৷

নতুন ফিচারের ব্যবহার

  • ভয়েস নোটকে সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে এই ফিচারে । প্রথমে সেটিংসে গিয়ে তারপর চ্যাটে ক্লিক করতে হবে।
  • এরপর ভয়েস মেসেজের ট্রান্সক্রিপ্ট অপশনে যেতে হবে (সেটিংস > চ্যাট > ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট)। এই অপশনে সহজেই এই বৈশিষ্ট্যটি চালু বা বন্ধ করা যেতে পারে।
  • ব্যবহারকারী নিজস্ব পছন্দের ভাষা বেছে নিতে পারেন। এই ফিচারে ভয়েস নোটকে টেক্সটে রূপান্তর করা খুব সহজ হবে। ব্যবহারকারী শুধু ভয়েস নোট অপশনে ক্লিক করে হোল্ড করতে হবে, তারপর 'ট্রান্সক্রাইব'-এ ক্লিক করলেই ভয়েস নোট টেক্সট মেসেজে ট্রান্সক্রাইব হয়ে যাবে।
  • অ্যাপটি তাৎক্ষণিকভাবে বার্তাটিকে টেক্সটে রূপান্তর করবে, ফলে ব্যবহারকারী সুবিধামতো পড়তে পারবেন মেসেজটি ।

213 কোটি জরিমানা হোয়াটসঅ্যাপের,পালটা অভিযোগ মেটার

নতুন ফিচারটি সম্পূর্ণ সুরক্ষিত

হোয়াটসঅ্যাপ সবসময় ব্যবহারকারীর গোপনীয়তাকে গুরুত্ব দিয়েছে ৷ তাই এই নতুন বৈশিষ্ট্যটি সম্পূর্ণভাবে সুরক্ষিত। যখন ভয়েস নোটকে টেক্সটে রূপান্তর করবেন ব্যবহারকারীরা সেটি হোয়াটসঅ্যাপে হবে ৷ অন্য কোনও কোম্পানি থার্ডপার্টি ভয়েস নোট দেখতে পারবে না। ফলে এই ফিচারে ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে। নতুন ফিচারের সুবিধা শীঘ্রই বিশ্বব্যাপী উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে । বর্তমানে, এটি শুধুমাত্র কয়েকটি ভাষার জন্য উপলব্ধ, তবে বৈশিষ্ট্যটি শীঘ্রই আরও নাানা ধরনের ভাষায় যুক্ত করা হবে।

হোয়াটসঅ্যাপে 'হাইলাইট' ফিচার, মিউট থাকলেও আসবে নোটিফিকেশন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.