ETV Bharat / technology

কেনার আগে দেখে নিন 2024 TVS JUPITER 110-এর আকর্ষণীয় কিছু ফিচার - TVS Jupiter 110 Launched - TVS JUPITER 110 LAUNCHED

Five Important Things on 2024 TVS JUPITER 110: TVS মোটর সম্প্রতি বাজারে এনেছে 110cc স্কুটার TVS Jupiter-এর আপগ্রেড মডেল ৷ শুধু নতুন ডিজাইন নয় রয়েছে একাধিক আকর্ষনীয় ফিচার ৷ জুপিটারের নতুন মডেলের দাম শুরু হচ্ছে 73,700 টাকা (এক্স-শোরুম) ৷

2024 TVS JUPITER 110
নতুন রঙে টিভিএস জুপিটার 110 (ছবি টিভিএস মোটর কোম্পানি)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 24, 2024, 2:30 PM IST

হায়দরাবাদ, 24 অগস্ট: বাইক বা স্কুটি এখন আর শুধুই শখের জন্য নয়, প্রতিদিনের জীবনযাত্রার অঙ্গ ৷ নিত্যদিনের গণপরিবহণের সমস্যা এড়িয়ে ঠিক সময়ে অফিস পৌঁছতে ভরসা স্কুটি বা বাইক ৷ কিন্তু স্কুটি কেনার কথা ভাবলেই কোনটা কেনা যায় তা নিয়ে মনের মধ্যে তৈরি হয় হাজার রকমের ধোঁয়াশা ৷ সদ্য টিভিএস মোটর বাজারে এনেছে TVS Jupiter 110 এর অত্যাধুনিক মডেল ৷ নতুন সংস্করণে রয়েছে 5টি অত্যাধুনিক ও আকর্ষনীয় ফিচার ৷ দেখেনিন আপডেট মডেলে কী কী চোখ ধাঁধানো ফিচার রয়েছে ৷

2024 টিভিএস জুপিটার 110 এর ডিজাইন

নতুন সংস্করণটির ক্ষেত্রে ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ মডেলটিতে রিভ্যম্প লুক দেওয়া হয়েছে ৷ বলা যায় নুতন লুক আরও আকর্ষণীয় ৷ সহজেই ক্রেতাকে আকর্ষণ করবে ৷ রয়েছে এলইডি লাইট, যেটা ইন্ডিকেটর ও ফ্রন্ট এলইডি লাইট বারের কাজ করবে ৷ স্কুটির পিছনে দেওয়া হয়েছে একটি এলইডি লাইট বার, যেটি এমার্জেন্সি ব্রেক ওয়ার্নিং লাইটের কাজ করবে ।

বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের জন্য সুখবর! আইআইটি-র তৈরি ফার্স্ট EV Charger-এ মিলল স্বীকৃতি

2024 টিভিএস জুপিটার 110 এর ফিচার

  • সাইড প্রোফাইল সম্পর্কে কথা বললে, এখানে তীক্ষ্ণ রেখা দেখা যায়, যখন পিছনে একটি পাতলা LED টেইল ল্যাম্প রয়েছে, যা একীভূত টার্ন ইন্ডিকেটর রয়েছে। এই স্কুটারটি ডিজাইন করার সময়, TVS গ্লস ব্ল্যাক প্লাস্টিক ব্যবহার করছে ৷ এটাই হল এই মডলের অন্যতম বৈশিষ্ট্য ৷ ফলে স্ক্র্যাচ ধরবে না ৷ দীর্ঘদিন ধরে স্কুটি থাকবে নতুনের মতো ৷ এছাড়াও TVS এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মেটাল বডি প্যানেল ব্যবহার করা হয়েছে এই স্কুটিতে ।
  • TVS মোটর TVS Jupiter 110 এর নতুন মডেলেটিতে স্টোরেজের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছে ৷ একটি বড় পরিবর্তন হল সিটের নীচে জায়গা অনেকটাই বেশি ৷ সেখানে অনায়াসেই দুটি হেলমেট রাখা যেতে পারে ৷ মোবাইল চার্জারের জন্য রয়েছে USB পোর্ট, এছাড়াও বাইরে আছে জ্বালানী ফিলার ক্যাপ এবং LED আলোর ব্যবস্থা ৷
  • এছড়াও রয়েছে, ব্লুটুথ কানেক্টরের ব্যবস্থা । এমার্জেন্সি স্টপ সিগন্যাল, অটোমেটিক টার্ন ইন্ডিকেটর, ভয়েস কমান্ড সাপোর্ট ও ফলো-মি হেডল্যাম্প ৷

2024 টিভিএস জুপিটার 110 এর ইঞ্জিন

2024 সালে আপগ্রেড করা ইঞ্জিন TVS Jupiter 110 মডেলে কোম্পানি ফুয়েল ইনজেকশন প্রযুক্তি-সহ 113.3cc এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করেছে। এই ইঞ্জিনটি 5,000 rpm-এ সর্বাধিক 7.91 hp এবং সর্বাধিক 9.2 Nm টর্ক উৎপন্ন করে ৷ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 82 কিলেমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে ৷ রয়েছে অটোমেটেটিক CVT ট্রান্সমিশনের সুবিধা ৷ যেটা সহজেই স্কুটির গতি বাড়াতে কমাতে সাহায্য করে ৷ ফলে ওভারটেকিং -এর সময়েও নিয়ন্ত্রণে থাকবে স্কুটি ৷

গাড়িপ্রেমীদের জন্য সুখবর, এবার 5 লাখে মিলবে AUDI Q8 ফেসলিফট মডেল

কী কী রঙ ও দাম কেমন ?

নতুন TVS জুপিটার 110 ডন ব্লু ম্যাট, গ্যালাকটিক কপার ম্যাট, টাইটানিয়াম গ্রে ম্যাট, স্টারলাইট ব্লু গ্লস, লুনার হোয়াইট গ্লস এবং মিটিওর রেড গ্লস রঙের পাওয়া যাবে ৷ স্কুটিটি Drum, Drum Alloy, Drum SXC এবং Disc SXC মডেলে পাওয়া যাবে ৷ এগুলোর দাম 73,700 টাকা থেকে 87,250 টাকার মধ্যে ৷ উল্লেখিত দাম এক্স-শোরুম মূল্য ৷

হায়দরাবাদ, 24 অগস্ট: বাইক বা স্কুটি এখন আর শুধুই শখের জন্য নয়, প্রতিদিনের জীবনযাত্রার অঙ্গ ৷ নিত্যদিনের গণপরিবহণের সমস্যা এড়িয়ে ঠিক সময়ে অফিস পৌঁছতে ভরসা স্কুটি বা বাইক ৷ কিন্তু স্কুটি কেনার কথা ভাবলেই কোনটা কেনা যায় তা নিয়ে মনের মধ্যে তৈরি হয় হাজার রকমের ধোঁয়াশা ৷ সদ্য টিভিএস মোটর বাজারে এনেছে TVS Jupiter 110 এর অত্যাধুনিক মডেল ৷ নতুন সংস্করণে রয়েছে 5টি অত্যাধুনিক ও আকর্ষনীয় ফিচার ৷ দেখেনিন আপডেট মডেলে কী কী চোখ ধাঁধানো ফিচার রয়েছে ৷

2024 টিভিএস জুপিটার 110 এর ডিজাইন

নতুন সংস্করণটির ক্ষেত্রে ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ মডেলটিতে রিভ্যম্প লুক দেওয়া হয়েছে ৷ বলা যায় নুতন লুক আরও আকর্ষণীয় ৷ সহজেই ক্রেতাকে আকর্ষণ করবে ৷ রয়েছে এলইডি লাইট, যেটা ইন্ডিকেটর ও ফ্রন্ট এলইডি লাইট বারের কাজ করবে ৷ স্কুটির পিছনে দেওয়া হয়েছে একটি এলইডি লাইট বার, যেটি এমার্জেন্সি ব্রেক ওয়ার্নিং লাইটের কাজ করবে ।

বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের জন্য সুখবর! আইআইটি-র তৈরি ফার্স্ট EV Charger-এ মিলল স্বীকৃতি

2024 টিভিএস জুপিটার 110 এর ফিচার

  • সাইড প্রোফাইল সম্পর্কে কথা বললে, এখানে তীক্ষ্ণ রেখা দেখা যায়, যখন পিছনে একটি পাতলা LED টেইল ল্যাম্প রয়েছে, যা একীভূত টার্ন ইন্ডিকেটর রয়েছে। এই স্কুটারটি ডিজাইন করার সময়, TVS গ্লস ব্ল্যাক প্লাস্টিক ব্যবহার করছে ৷ এটাই হল এই মডলের অন্যতম বৈশিষ্ট্য ৷ ফলে স্ক্র্যাচ ধরবে না ৷ দীর্ঘদিন ধরে স্কুটি থাকবে নতুনের মতো ৷ এছাড়াও TVS এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মেটাল বডি প্যানেল ব্যবহার করা হয়েছে এই স্কুটিতে ।
  • TVS মোটর TVS Jupiter 110 এর নতুন মডেলেটিতে স্টোরেজের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছে ৷ একটি বড় পরিবর্তন হল সিটের নীচে জায়গা অনেকটাই বেশি ৷ সেখানে অনায়াসেই দুটি হেলমেট রাখা যেতে পারে ৷ মোবাইল চার্জারের জন্য রয়েছে USB পোর্ট, এছাড়াও বাইরে আছে জ্বালানী ফিলার ক্যাপ এবং LED আলোর ব্যবস্থা ৷
  • এছড়াও রয়েছে, ব্লুটুথ কানেক্টরের ব্যবস্থা । এমার্জেন্সি স্টপ সিগন্যাল, অটোমেটিক টার্ন ইন্ডিকেটর, ভয়েস কমান্ড সাপোর্ট ও ফলো-মি হেডল্যাম্প ৷

2024 টিভিএস জুপিটার 110 এর ইঞ্জিন

2024 সালে আপগ্রেড করা ইঞ্জিন TVS Jupiter 110 মডেলে কোম্পানি ফুয়েল ইনজেকশন প্রযুক্তি-সহ 113.3cc এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করেছে। এই ইঞ্জিনটি 5,000 rpm-এ সর্বাধিক 7.91 hp এবং সর্বাধিক 9.2 Nm টর্ক উৎপন্ন করে ৷ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 82 কিলেমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে ৷ রয়েছে অটোমেটেটিক CVT ট্রান্সমিশনের সুবিধা ৷ যেটা সহজেই স্কুটির গতি বাড়াতে কমাতে সাহায্য করে ৷ ফলে ওভারটেকিং -এর সময়েও নিয়ন্ত্রণে থাকবে স্কুটি ৷

গাড়িপ্রেমীদের জন্য সুখবর, এবার 5 লাখে মিলবে AUDI Q8 ফেসলিফট মডেল

কী কী রঙ ও দাম কেমন ?

নতুন TVS জুপিটার 110 ডন ব্লু ম্যাট, গ্যালাকটিক কপার ম্যাট, টাইটানিয়াম গ্রে ম্যাট, স্টারলাইট ব্লু গ্লস, লুনার হোয়াইট গ্লস এবং মিটিওর রেড গ্লস রঙের পাওয়া যাবে ৷ স্কুটিটি Drum, Drum Alloy, Drum SXC এবং Disc SXC মডেলে পাওয়া যাবে ৷ এগুলোর দাম 73,700 টাকা থেকে 87,250 টাকার মধ্যে ৷ উল্লেখিত দাম এক্স-শোরুম মূল্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.