ETV Bharat / technology

যে কোনও সময় হ্যাক হতে পারে সাধের আইফোন! সাবধান হোন সাইবার বিশেষজ্ঞের পরামর্শে - iPhone Hacking - IPHONE HACKING

iPhone Hacking: বর্তমানে হ্যাকিংয়ের কবলে পড়ছে আইফোনও ৷ এছাড়াও অ্যাপলের বিভিন্ন ডিভাইসেই হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর থেকে বাঁচতে কী করা উচিত তা জানতে পড়ুন সাইবার বিশেষজ্ঞের মতামত ৷

iPhone , iPhone Hacking
আইফোনও হ্যাক হতে পারে
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 4:45 PM IST

Updated : Apr 4, 2024, 5:02 PM IST

আইফোন হ্য়াক থেকে বাঁচতে সাইবার বিশেষজ্ঞের পরামর্শ

কলকাতা, 4 এপ্রিল: আইফোন ব্যবহার করলে সাবধান হোন ৷ যে কোনও সময় হ্যাক হতে পারে আপনার সাধের আইফোনটি ৷ শুধু তাই নয়, হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাপলের একাধিক ডিভাইসের ৷ এই বিষয়ে আগাম সতর্কতা জারি করল কেন্দ্রীয় সংস্থা 'কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম' বা 'সিইআরটি-ইন'। গোটা বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা । এই বিষয়টি নিয়ে এথিক্যাল হ্যাকার মহম্মদ রেজা আহম্মেদের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷ তিনি জানালেন, একাধিক সতর্কতা মেনে চললে রক্ষা পাবেন হ্যাকিংয়ের হাত থেকে ৷

হ্যাকারদের হাত থেকে আইফোনটি বাঁচাবেন কীভাবে ?

ফোনে ক্রমাগত এসে চলা একাধিক অচেনা-অজানা লিংক থেকে সাধারণ মানুষকে সচেতন হতে হবে । পাশাপাশি এই বিষয়ে বর্তমানে বহুল প্রচলিত এবং বিতর্কিত একটি বিষয় হল পেগাসাস ৷ আপনার সাধের আইকনটি যাতে হ্যাকারদের হাতে চলে না যায় তার জন্য ভালোভাবে একটি দামি এবং সুরক্ষিত ভিপিএন (VPN) ব্যবহার করতে হবে । যাতে ফোনের আইপি অ্যাড্রেস (IP Address) কেউ ট্র্যাক না করতে পারে ।

টরেন্টো থেকে সৌদি আরব, একাধিক মানুষের আইফোন হ্যাক হয়েছে । আইফোন আগে থেকে সুরক্ষিত নয় । এর জন্য সংস্থাকে দায়িত্ব নিতে হবে । কারণ প্রত্যকেই আমাদের ডেটা চুরি করে চলেছে । আইফোনে 'জেল ব্রেক' করা চলবে না । আইফোনের একাধিক অ্যাপস পাসওয়ার্ড দিয়ে খোলাই ভালো ।

আইফোনের মধ্যে একাধিক নিরাপত্তা থাকলেও, ফোনে যে সকল একাধিক অ্যাপস থাকে তারা আমাদের থেকে অ্যাক্সেস চেয়ে থাকে । সেটা আমরা দিয়েও দি। ফলে আমাদের ফোনের তথ্য অন্যদের হাতে চলে যাচ্ছে ।

সম্প্রতি 'সিইআরটি-ইন' (CERT IN) জানিয়েছে, অ্যাপলের অনেক পণ্যে 'রিমোট কোড এক্সিকিউশন ভালনারেবিলিটি' খুঁজে পাওয়া গিয়েছে ৷ যা হ্যাকারদের সুবিধা করে দিচ্ছে ৷ আইফোন বা ম্যাকবুকের মতো ডিভাইস হ্যাক করা অনেক সহজ হয়ে যাচ্ছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা । তাঁদের মতে, 'রিমোট কোড এক্সিকিউশন ভালনারেবিলিটি'র ফলেই আপনার বা আমাদের সাধের আইফোনের তথ্য বা কন্ট্রোল চলে যাচ্ছে সাইবার দস্যু বা হ্যাকারদের হাতে ।

আরও পড়ুন :

  1. সাবধান ! পাবলিক প্লেসের চার্জিং পয়েন্ট ব্যবহারে সমূহ বিপদ
  2. দ্রুত গরম হচ্ছে আইফোন, রিস্টার্ট না রিসেট; কী করবেন জেনে নিন

আইফোন হ্য়াক থেকে বাঁচতে সাইবার বিশেষজ্ঞের পরামর্শ

কলকাতা, 4 এপ্রিল: আইফোন ব্যবহার করলে সাবধান হোন ৷ যে কোনও সময় হ্যাক হতে পারে আপনার সাধের আইফোনটি ৷ শুধু তাই নয়, হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাপলের একাধিক ডিভাইসের ৷ এই বিষয়ে আগাম সতর্কতা জারি করল কেন্দ্রীয় সংস্থা 'কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম' বা 'সিইআরটি-ইন'। গোটা বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা । এই বিষয়টি নিয়ে এথিক্যাল হ্যাকার মহম্মদ রেজা আহম্মেদের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷ তিনি জানালেন, একাধিক সতর্কতা মেনে চললে রক্ষা পাবেন হ্যাকিংয়ের হাত থেকে ৷

হ্যাকারদের হাত থেকে আইফোনটি বাঁচাবেন কীভাবে ?

ফোনে ক্রমাগত এসে চলা একাধিক অচেনা-অজানা লিংক থেকে সাধারণ মানুষকে সচেতন হতে হবে । পাশাপাশি এই বিষয়ে বর্তমানে বহুল প্রচলিত এবং বিতর্কিত একটি বিষয় হল পেগাসাস ৷ আপনার সাধের আইকনটি যাতে হ্যাকারদের হাতে চলে না যায় তার জন্য ভালোভাবে একটি দামি এবং সুরক্ষিত ভিপিএন (VPN) ব্যবহার করতে হবে । যাতে ফোনের আইপি অ্যাড্রেস (IP Address) কেউ ট্র্যাক না করতে পারে ।

টরেন্টো থেকে সৌদি আরব, একাধিক মানুষের আইফোন হ্যাক হয়েছে । আইফোন আগে থেকে সুরক্ষিত নয় । এর জন্য সংস্থাকে দায়িত্ব নিতে হবে । কারণ প্রত্যকেই আমাদের ডেটা চুরি করে চলেছে । আইফোনে 'জেল ব্রেক' করা চলবে না । আইফোনের একাধিক অ্যাপস পাসওয়ার্ড দিয়ে খোলাই ভালো ।

আইফোনের মধ্যে একাধিক নিরাপত্তা থাকলেও, ফোনে যে সকল একাধিক অ্যাপস থাকে তারা আমাদের থেকে অ্যাক্সেস চেয়ে থাকে । সেটা আমরা দিয়েও দি। ফলে আমাদের ফোনের তথ্য অন্যদের হাতে চলে যাচ্ছে ।

সম্প্রতি 'সিইআরটি-ইন' (CERT IN) জানিয়েছে, অ্যাপলের অনেক পণ্যে 'রিমোট কোড এক্সিকিউশন ভালনারেবিলিটি' খুঁজে পাওয়া গিয়েছে ৷ যা হ্যাকারদের সুবিধা করে দিচ্ছে ৷ আইফোন বা ম্যাকবুকের মতো ডিভাইস হ্যাক করা অনেক সহজ হয়ে যাচ্ছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা । তাঁদের মতে, 'রিমোট কোড এক্সিকিউশন ভালনারেবিলিটি'র ফলেই আপনার বা আমাদের সাধের আইফোনের তথ্য বা কন্ট্রোল চলে যাচ্ছে সাইবার দস্যু বা হ্যাকারদের হাতে ।

আরও পড়ুন :

  1. সাবধান ! পাবলিক প্লেসের চার্জিং পয়েন্ট ব্যবহারে সমূহ বিপদ
  2. দ্রুত গরম হচ্ছে আইফোন, রিস্টার্ট না রিসেট; কী করবেন জেনে নিন
Last Updated : Apr 4, 2024, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.