চেন্নাই, 23 অগস্ট: চন্দ্রযান 3-র সাফল্য উদযাপনে 23 অগস্ট দিনটিকে 'জাতীয় মহাকাশ দিবস' হিসেব চিহ্নিত করা হয়েছে ৷ তারমধ্যে আরও অভিযান শুরু ভারতের ৷ এবার লক্ষ্য চাঁদের থেকেও দূরের গ্রহ বৃহস্পতি অভিযান ৷ এই অভিযান JUpiter ICy moons Explorer মিশন নামে পরিচিত ৷ এই অভিযানে ভারত-সহ একাধিক দেশ জড়িত ৷ ইটিভি ভারতকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতীয় বিজ্ঞানী মালেস্বামী আন্নাদুরাই ৷ বৃহস্পতির তিনটি উপগ্রহের উপর আলোকপাত করাই এই অভিযানের লক্ষ্য ৷
বিজ্ঞানী মালেস্বামী আন্নাদুরাই (Scientist Mylswamy Annadurai): এই সাক্ষাৎকারে বিজ্ঞানী মালেস্বামী আন্নাদুরাই বলেন, "JUpiter ICy moons Explorer বা JUICE মিশনে অংশগ্রহণের সুযোগ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ এই মিশনে 13টি ইউরোপিয় দেশ অংশগ্রহণ করেছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছে এই অভিযানে ৷ যৌথ অভিযানে এই প্রথম অংশগ্রহণ নয় ভারতের ৷ চন্দ্রযান 1 -এর আমেরিকা, ফ্রান্স, বুলগেরিয়া, জাপান ও ইতালির মতো দেশ অংশগ্রহণ করেছিল ৷ JUpiter ICy moons Explorer মিশনেও অন্যান্য দেশের সঙ্গে ভারত অংশগ্রহণ করছে ৷ এটি একটি ফ্লাইবাই মিশন ৷" সৌরজগতের অনুসন্ধান করাই উদ্দেশ্য এই ফ্লাইবাই মিশনের ৷
JUpiter ICy moons Explorer মিশন কী ?
বৃহস্পতির তিনটি উপগ্রহের উপর তথ্য অনুসন্ধান যা JUpiter ICy moons Explorer মিশন নামে পরিচিত ৷ এই সমস্ত উপগ্রহে কী আছে তা অনুসন্ধান করতেই এই বৃহস্পতি অভিযান ৷ চাঁদের থেকেও দূরে অবস্থান করছে বৃহস্পতি ৷ এই JUpiter ICy moons Explorer মিশনে জন্য স্যাটেলাইট তৈরি, সেটির সফল উৎক্ষেপন ও তার সেগুলির উপর নজর রাখা উদ্দেশ্য ৷ বিজ্ঞানী মালেস্বামী আন্নাদুরাই-এর কথায়, "মহাকাশ হল এমন একটি ক্ষেত্র যেখানে প্রতিমুহূর্ত নতুন কিছু ঘটে চলেছে ৷ এই সকল বিস্ময়কর বিষয়ের উপর নজর রাখতে আর্ন্তজার্তিক সহযোগিতা প্রয়োজন ৷ ভারতে এই মিশনে অংশগ্রহণ সমগ্র দেশের জন্য গর্বের ৷"
জাতীয় মহাকাশ দিবসে বিজ্ঞানীদের প্রশংসা প্রধানমন্ত্রীর, মোদিকে ধন্যবাদ সোমনাথের
JUpiter ICy moons Explorer এর ইতিহাস
মিশনটি 14 এপ্রিল, 2023-এ ফ্রেঞ্চ গায়ানার ইউরোপের স্পেসপোর্ট থেকে শুরু হয় ৷ যে মহাকাশ যান বৃহস্পতি গ্রহের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল JUpiter ICy moons Explorer বা JUICE ৷ বৃহস্পতির তিনটি উপগ্রহ গ্যানিমিড, ক্যালিস্টো এবং ইউরোপা থেকে তথ্য অনুসন্ধান করবে JUICE- ৷ বিজ্ঞানীদের অনুমান বৃহস্পতি গ্রহ আকারে অনেকটাই বড় ৷ চাঁদের মতো এখানেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে ৷
নতুন গ্রহের সন্ধান
'Moon Man of India' বা 'ভারতের চাঁদের মানুষ' হিসেবে পরিচিত বিজ্ঞানী মালেস্বামী আন্নাদুরাই ৷ মানব সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে ইসরোর বিজ্ঞানীরা মানুষের বসবাস যোগ্য় গ্রহের অনুসন্ধান করছেন ৷ সকলেই জানি পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের সন্ধান মিলেছে ৷ সৌরজগতের অন্যান্য গ্রহগুলিতেও মানব সভ্যতা গড়ে তোলা যায় কি না সেই অনুসন্ধান চলছে ৷ Jupiter Icy Moons Explorer মিশনে অংশগ্রহণ করেছেন ইসরোর বিজ্ঞানীরা ৷
জাতীয় মহাকাশ দিবসে বিজ্ঞানীদের প্রশংসা প্রধানমন্ত্রীর, মোদিকে ধন্যবাদ সোমনাথের