ETV Bharat / technology

নতুন সফটওয়্যার আপডেট ও এআই সুবিধা Samsung Galaxy এই মডেলে - Security Update of samsung galaxy - SECURITY UPDATE OF SAMSUNG GALAXY

Samsung Galaxy S23 FE: নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নুতন সফটও্যয়ার আপডেট করল Samsung Galaxy S23 FE সিরিজের স্মার্টফোনে ৷ নতুন সফটওয়্যার S711U1UES4CXE3 আপডেট করতে হবে মোবাইল ঠিক রাখতে ৷

Samsung Galaxy S23 FE
নতুন সফটওয়্যার আপডেট Samsung Galaxy S23 FE-এ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 7:41 PM IST

হায়দরাবাদ: সিকিউরিটি সিস্টেম আরও মজবুত হল স্যামসাং গ্যালাক্সি এস 23 এফই সিরিজের ৷ এই সিরিজের স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল ৷ তারপরই সংস্থার পক্ষ থেকে সিকিউরিটি সিস্টেম উন্নত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ৷ নতুন সফটওয়্যারের ভার্সন S711U1UES4CXE3 আপডেট করলে মোবাইলের সিকিউরিটি আরও আঁটোসাঁটো হবে ৷ এই সিরিজের স্মার্টফোনগুলিকে নিরাপত্তা সংক্রান্ত যে 59টি সমস্যা নজরে এসেছিল, সেসব কিছু সরিয়ে দেওয়া হয়েছ নুতন সফটওয়্যারে ৷

কীভাবে ডাউনলোড করবেন এই সফটওয়্যার: স্মার্টফোনের সেটিং অপশনে গিয়ে তারপর সফটওয়্যার আপডেট অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর ডাউনলোড ও ইনস্টল অপশনে ক্লিক করলেই আপডেট হয়ে যাবে সফটওয়্যার ৷ সমাধান নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ৷

ডিসপ্লে: Samsung Galaxy S23 FE সিরিজে আছে 1080x2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টের 6.4 ইঞ্চির ফুল এইচডি ও পাঞ্চ হোল ডিসপ্লে ৷ এছড়াও ডায়নামিক এমোলেড 2এক্স প্যানেলে তৈরি স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: স্যামসাংয়ের এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম আছে । প্রসেসিংয়ের জন্য এই ফোনে 2.8 গিগাহার্টস ক্লক স্পিডযুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সিনস 2200 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

স্টোরেজ: Samsung Galaxy S23 FE সিরিজের স্মার্টফোনে রয়েছে 8GB RAM ৷ এছড়াও 128জিবি এবং 256জিবি স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়তে পারে ব্যবহারকীরা।

রিয়ার ক্যামেরা: স্যামসাংয়ের স্মার্টফোনে ক্যামেরার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ 1.8 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আছে ৷ এফ 2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। উন্নত প্রযুক্তির ক্যামেরা যে ছবি তোলায় আলাদা মাত্রা যোগ করবে তা বলার অপেক্ষা রাখে না ৷

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy S23 FE ফোনটিতে এফ 2.4 অ্যাপারচারযুক্ত 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাক-আপের জন্য এই ফোনে 4,500 এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি সিরিজের স্মার্টফোনটি 25 ওয়াট ফাস্ট চার্জিং এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy S23 FE ফোনের ফিচার: এই ফোনের ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং স্ক্রিন গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটিকে জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও Samsung Galaxy S23 FE ফোনটি 14 5G Bands সাপোর্ট করে।

বর্তমান প্রজন্ম অধিকাংশ সময়েই মোবাইলে সময় কাটায় ৷ তাই তাদের কথা ভেবে এই ফোনে রয়েছে আইকেয়ার ডিসপ্লে ৷ যা চোখকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ৷ দীর্ঘক্ষণ ব্যাবহারের পরেও চোখ থাকে সুরক্ষিত ৷ এছড়াও এই সিরিজের স্মার্টফোমে আছে ওয়াই-ফাই 6ই, ব্লু টুথ ভি5.3 এবং টাইপ সি ইউএসবি কানেক্টর ৷ এআই বা কত্রিম বুদ্ধিমত্তার সুবিধা থাকায় সহজেই ট্রান্সলেট থেকে শুরু করে যে কোনও কাজ করা যায় ৷

হায়দরাবাদ: সিকিউরিটি সিস্টেম আরও মজবুত হল স্যামসাং গ্যালাক্সি এস 23 এফই সিরিজের ৷ এই সিরিজের স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল ৷ তারপরই সংস্থার পক্ষ থেকে সিকিউরিটি সিস্টেম উন্নত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ৷ নতুন সফটওয়্যারের ভার্সন S711U1UES4CXE3 আপডেট করলে মোবাইলের সিকিউরিটি আরও আঁটোসাঁটো হবে ৷ এই সিরিজের স্মার্টফোনগুলিকে নিরাপত্তা সংক্রান্ত যে 59টি সমস্যা নজরে এসেছিল, সেসব কিছু সরিয়ে দেওয়া হয়েছ নুতন সফটওয়্যারে ৷

কীভাবে ডাউনলোড করবেন এই সফটওয়্যার: স্মার্টফোনের সেটিং অপশনে গিয়ে তারপর সফটওয়্যার আপডেট অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর ডাউনলোড ও ইনস্টল অপশনে ক্লিক করলেই আপডেট হয়ে যাবে সফটওয়্যার ৷ সমাধান নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ৷

ডিসপ্লে: Samsung Galaxy S23 FE সিরিজে আছে 1080x2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টের 6.4 ইঞ্চির ফুল এইচডি ও পাঞ্চ হোল ডিসপ্লে ৷ এছড়াও ডায়নামিক এমোলেড 2এক্স প্যানেলে তৈরি স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: স্যামসাংয়ের এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম আছে । প্রসেসিংয়ের জন্য এই ফোনে 2.8 গিগাহার্টস ক্লক স্পিডযুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সিনস 2200 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

স্টোরেজ: Samsung Galaxy S23 FE সিরিজের স্মার্টফোনে রয়েছে 8GB RAM ৷ এছড়াও 128জিবি এবং 256জিবি স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়তে পারে ব্যবহারকীরা।

রিয়ার ক্যামেরা: স্যামসাংয়ের স্মার্টফোনে ক্যামেরার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ 1.8 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আছে ৷ এফ 2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। উন্নত প্রযুক্তির ক্যামেরা যে ছবি তোলায় আলাদা মাত্রা যোগ করবে তা বলার অপেক্ষা রাখে না ৷

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy S23 FE ফোনটিতে এফ 2.4 অ্যাপারচারযুক্ত 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাক-আপের জন্য এই ফোনে 4,500 এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি সিরিজের স্মার্টফোনটি 25 ওয়াট ফাস্ট চার্জিং এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy S23 FE ফোনের ফিচার: এই ফোনের ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং স্ক্রিন গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটিকে জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও Samsung Galaxy S23 FE ফোনটি 14 5G Bands সাপোর্ট করে।

বর্তমান প্রজন্ম অধিকাংশ সময়েই মোবাইলে সময় কাটায় ৷ তাই তাদের কথা ভেবে এই ফোনে রয়েছে আইকেয়ার ডিসপ্লে ৷ যা চোখকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ৷ দীর্ঘক্ষণ ব্যাবহারের পরেও চোখ থাকে সুরক্ষিত ৷ এছড়াও এই সিরিজের স্মার্টফোমে আছে ওয়াই-ফাই 6ই, ব্লু টুথ ভি5.3 এবং টাইপ সি ইউএসবি কানেক্টর ৷ এআই বা কত্রিম বুদ্ধিমত্তার সুবিধা থাকায় সহজেই ট্রান্সলেট থেকে শুরু করে যে কোনও কাজ করা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.