ETV Bharat / technology

স্বপ্ন নয়, সত্যি! 17 হাজারের 5জি স্মার্টফোন মাত্র 9 হাজারে - Flipkart Big Billion Day Sale - FLIPKART BIG BILLION DAY SALE

Flipkart Big Billion Day Sale Offer: আপনি যদি একটি নতুন মোবাইল ফোন কেনার পরিকল্পনা থাকে এটাই সেরা সময় ৷ কারণ 17 হাজার 499 টাকা মূল্যের Samsung Galaxy A14-5G ফোন পাচ্ছেন শুধুমাত্র 9 হাজার 999 টাকায়। কিন্তু, কোথায় পাওয়া যাচ্ছে এই ফোন ?

Flipkart Big Billion Day Sale Offer
Samsung Galaxy A14 5G (স্যামসাং)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 24, 2024, 5:34 PM IST

হায়দরাবাদ: চলতি মাসের 26 তারিখ থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল ৷ ক্রেতা টানতে স্মার্টফোন বিক্রয়কারী সংস্থাগুলি ইতিমধ্যেই একাধিক ছাড়ের অফার দিচ্ছে ৷ ভারতের বৃহত্তম মোবাইল উত্পাদনকারী সংস্থা, স্যামসাং-ও স্মার্টফোনগুলিতে একাধিক ছাড়ের অফার দিচ্ছে ৷ এবার গ্যলাক্সি সিরিজেও মিলছে আকর্ষণীয় ছাড় ৷ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 5G স্মার্টফোন Galaxy A14 ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে পাওয়া যাবে 10 হাজারেরও কমে ৷ মাত্র 9999 টাকায়। কেনার আগে জেনে নিন এতে কি বিশেষত্ত্ব আছে ৷

15 হাজারে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও আইফোনের ফিচার Honor 200 Lite এ

Samsung Galaxy A14 5G বৈশিষ্ট্য

Samsung Galaxy A14 5G তে অন্যান্য গ্যালাক্সি সিরিজের মতো 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়েল ক্যামেরা রয়েছে ৷ যেটি ভাসমান ক্যামেরার ডিজাইনের। এছাড়াও, রয়েছে বিশেষ ম্যাক্রো লেন্স, 6.6 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ৷ উচ্চ মানের সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস স্পিকার ৷ ছবি ও সাউন্ড দু’টোই কোয়ালিটির দিক থেকে এগিয়ে এই সিরিজে ৷

তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে

Samsung Galaxy A14 5G গাঢ় লাল, হালকা সবুজ এবং কালো এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটিতে Exynos 1330 প্রসেসর রয়েছে। এছাড়াও, এই স্মার্টফোনটিতে রয়েছে 6GB RAM ৷ স্টোরেজ কম হয়ে গেলে কার্যক্ষমতা যাতে না কমে বা স্লো হয়ে না- যায় 6GB RAM প্লাস ফিচারের সুবিধা রয়েছে ৷ ফলে একসঙ্গে আরও বেশি অ্যাপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে সেল, 40 হাজারের নীচে সেরা স্মার্টফোনের হদিস

'ভয়েস ফোকাস' ফিচার: Samsung Galaxy A14 5G-তে 'ভয়েস ফোকাস' ফিচারের সুবিধা রয়েছে। কথা বলার সময় বাইরে আওয়াজ সহজে ফিল্টার করতে পারে ৷ এমনকি ট্রেন, বাস, জনবহুল জায়গাতেও স্পষ্টভাবে কথা বলতে পারেন । এটির বিশেষ বৈশিষ্ট্য় হল Google Meet, Microsoft Teams, WhatsApp এবং Zoom-এর মতো ভিডিয়ো এবং ভয়েস কলিং অ্যাপগুলির ক্ষেত্রেও নয়েজ ক্যান্সেলেশনের ফিচার কাজ করে ৷ এছাড়াও, One UI 6 সফ্টওয়্যার রয়েছে Samsung Galaxy A14 5G মডেলে ৷ ফলে ব্যবহারকারীরা যেকোনও ভিডিয়োকে ওয়ালপেপার বা ইমোজি হিসেবে ব্যবহার করেতে পারেন ৷ লকস্ক্রিন কাস্টমাইজ করার সুবিধে রয়েছে এই মডেলে। কল ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে সেট করার সুবিধা রয়েছে ৷

চলতি মাসেই লঞ্চ করতে চলেছে রেডমির 14 সিরিজ

গ্রাহকরা 26 সেপ্টেম্বর থেকে Flipkart-এর Big Billion Day সেলে এই স্মার্টফোনটি কিনতে পারবেন। এই ফোনের দাম 17 হাজার 499 টাকা। তবে, 4 জিবি + 128 জিবি ভেরিয়েন্টের দাম 9,999 টাকা ৷ ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে 6 হাজার 500 টাকায় পাওয়া যবে ৷ এছাড়াও অতিরিক্ত এক হাজার টাকা ছাড় রয়েছে ৷ 6GB + 128 GB ভেরিয়েন্টটি 10,999 টাকায় পাওয়া যাবে। এটিতেও রয়েছে 1000 টাকা ছাড় ৷

7 হাজারেরও কমে 5জি স্মার্টফোন, সুলুক সন্ধান রইল প্রতিবেদনে

হায়দরাবাদ: চলতি মাসের 26 তারিখ থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল ৷ ক্রেতা টানতে স্মার্টফোন বিক্রয়কারী সংস্থাগুলি ইতিমধ্যেই একাধিক ছাড়ের অফার দিচ্ছে ৷ ভারতের বৃহত্তম মোবাইল উত্পাদনকারী সংস্থা, স্যামসাং-ও স্মার্টফোনগুলিতে একাধিক ছাড়ের অফার দিচ্ছে ৷ এবার গ্যলাক্সি সিরিজেও মিলছে আকর্ষণীয় ছাড় ৷ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 5G স্মার্টফোন Galaxy A14 ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে পাওয়া যাবে 10 হাজারেরও কমে ৷ মাত্র 9999 টাকায়। কেনার আগে জেনে নিন এতে কি বিশেষত্ত্ব আছে ৷

15 হাজারে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও আইফোনের ফিচার Honor 200 Lite এ

Samsung Galaxy A14 5G বৈশিষ্ট্য

Samsung Galaxy A14 5G তে অন্যান্য গ্যালাক্সি সিরিজের মতো 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়েল ক্যামেরা রয়েছে ৷ যেটি ভাসমান ক্যামেরার ডিজাইনের। এছাড়াও, রয়েছে বিশেষ ম্যাক্রো লেন্স, 6.6 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ৷ উচ্চ মানের সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস স্পিকার ৷ ছবি ও সাউন্ড দু’টোই কোয়ালিটির দিক থেকে এগিয়ে এই সিরিজে ৷

তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে

Samsung Galaxy A14 5G গাঢ় লাল, হালকা সবুজ এবং কালো এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটিতে Exynos 1330 প্রসেসর রয়েছে। এছাড়াও, এই স্মার্টফোনটিতে রয়েছে 6GB RAM ৷ স্টোরেজ কম হয়ে গেলে কার্যক্ষমতা যাতে না কমে বা স্লো হয়ে না- যায় 6GB RAM প্লাস ফিচারের সুবিধা রয়েছে ৷ ফলে একসঙ্গে আরও বেশি অ্যাপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে সেল, 40 হাজারের নীচে সেরা স্মার্টফোনের হদিস

'ভয়েস ফোকাস' ফিচার: Samsung Galaxy A14 5G-তে 'ভয়েস ফোকাস' ফিচারের সুবিধা রয়েছে। কথা বলার সময় বাইরে আওয়াজ সহজে ফিল্টার করতে পারে ৷ এমনকি ট্রেন, বাস, জনবহুল জায়গাতেও স্পষ্টভাবে কথা বলতে পারেন । এটির বিশেষ বৈশিষ্ট্য় হল Google Meet, Microsoft Teams, WhatsApp এবং Zoom-এর মতো ভিডিয়ো এবং ভয়েস কলিং অ্যাপগুলির ক্ষেত্রেও নয়েজ ক্যান্সেলেশনের ফিচার কাজ করে ৷ এছাড়াও, One UI 6 সফ্টওয়্যার রয়েছে Samsung Galaxy A14 5G মডেলে ৷ ফলে ব্যবহারকারীরা যেকোনও ভিডিয়োকে ওয়ালপেপার বা ইমোজি হিসেবে ব্যবহার করেতে পারেন ৷ লকস্ক্রিন কাস্টমাইজ করার সুবিধে রয়েছে এই মডেলে। কল ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে সেট করার সুবিধা রয়েছে ৷

চলতি মাসেই লঞ্চ করতে চলেছে রেডমির 14 সিরিজ

গ্রাহকরা 26 সেপ্টেম্বর থেকে Flipkart-এর Big Billion Day সেলে এই স্মার্টফোনটি কিনতে পারবেন। এই ফোনের দাম 17 হাজার 499 টাকা। তবে, 4 জিবি + 128 জিবি ভেরিয়েন্টের দাম 9,999 টাকা ৷ ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে 6 হাজার 500 টাকায় পাওয়া যবে ৷ এছাড়াও অতিরিক্ত এক হাজার টাকা ছাড় রয়েছে ৷ 6GB + 128 GB ভেরিয়েন্টটি 10,999 টাকায় পাওয়া যাবে। এটিতেও রয়েছে 1000 টাকা ছাড় ৷

7 হাজারেরও কমে 5জি স্মার্টফোন, সুলুক সন্ধান রইল প্রতিবেদনে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.