ETV Bharat / technology

পুজোর আগেই রেশনকার্ডের E-KYC পুনর্নবীকরণ বাধ্য়তামূলক, জেনে নিন শেষ দিন কবে - Ration Card eKYC

author img

By ETV Bharat Tech Team

Published : Aug 29, 2024, 6:16 PM IST

E-KYC Update in Ration Card: বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন দেশবাসী ৷ রেশন ব্যবস্থা চালু রাখতে কেন্দ্রীয় খাদ্য় ও বন্টন মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী E-KYC পুনর্নবীকরণ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে ৷ কোথায় ও কীভাবে করাবেন এই E-KYC পুনর্নবীকরণ রইল বিস্তারিত ৷

E-KYC Update in Ration Card
রেশন কার্ডের E-KYC পুনর্নবীকরণ (ইটিভি ভারত)

কলকাতা/হায়দরাবাদ: দেশের 80 কোটিরও বেশি মানুষ রেশন প্রকল্পের আওতাধীন ৷ করোনা কাল থেকে কেন্দ্র ও রাজ্য সরকার বিনামূল্যে রেশন বন্টন পক্রিয়া চালু করেছে ৷ রেশন দুর্নীতি বন্ধ করতেই আধারকার্ড ও রেশনকার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে ৷ একটি নির্দিষ্ট সময় অন্তর কেওয়াইসি (Know Your Customer) আপডেট করতে হয় গ্রাহকদের ৷ রেশন দুর্নীতি রোধে এই উদ্যোগ সরকারের ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন কার্ডের কেওয়াইসি পুনর্নবীকরণ না করালে বন্ধ হয়ে যেতে পারে রেশন ৷ সেপ্টেম্বরের মধ্য়ে রেশন কার্ডের কেওয়াইসি পুনর্নবীকরণের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রক ৷

কেওয়াইসি পুনর্নবীকরণের শেষ দিন: কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি সংযুক্তিকরণ বা পুনর্নবীকরণ প্রক্রিয়া চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে ৷ এই নির্দিষ্ট সময়ের মধ্যে রেশনকার্ডের পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পন্ন না-হলে ভোক্তারা সমস্যায় পড়তে পারেন ৷

কীভাবে করবেন KYC পুনর্নবীকরণ: রেশন কার্ডের কেওয়াইসি পুনর্নবীকরণের করার প্রক্রিয়াটি খুব সহজ। রেশন দোকানে গেলে তাঁরা আপনাকে এটি করতে সহায়তা করবেন ৷ পরিবারের যেসকল সদস্যের রেশনকার্ড আছে তাঁদের সকলেরই কেওয়াইসি পুনর্নবীকরণ করাতে হবে ৷

কী কী নথি লাগবে: আপনার এলাকার রেশন ডিলার নায্য় মূল্য়ের দোকানে যোগাযোগ করে জানাতে হবে রেশন কার্ডের কেওয়াইসি পুনর্নবীকরণের বিষয়টি ৷ রেশন কার্ড ও একটি ফটোকপি এবং আধার কার্ড নিয়ে যেতে হবে ৷ রেশন ডিলার আপনার নথি সংগ্রহের পাশপাশি এবং আপনার আঙুলের ছাপ Pos মেশিনে স্ক্যান করবেন ৷ প্রয়োজনীয় তথ্য় নিবন্ধের পর তিনি আপনার কেওয়াইসি পুনর্নবীকরণ করে দেবেন।

কেন কেওয়াইসি পুনর্নবীকরণ ও সংযুক্তি : মহামারী থেকে চার বছরেরও বেশি সময় ধরে বিনামূল্যে রেশন পাচ্ছেন দেশবাসী । এই সময়ের মধ্যে, দেশে এমন অনেক পরিবার রয়েছে, যেখানে পরিবারের সদস্য়দের অবর্তমানে (মৃ্ত্যুর পর) রেশন কার্ড রয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পরও তাঁর রেশন গ্রহণ করছেন, যা সম্পূর্ণ অনৈতিক ৷ এই ধরনের নীতিবিরোধী কার্যকলাপ বন্ধেই এই কেওয়াইসি পুনর্নবীকরণ বাধ্যতামূলক করা হয়েছে সরকারের তরফে ৷

কলকাতা/হায়দরাবাদ: দেশের 80 কোটিরও বেশি মানুষ রেশন প্রকল্পের আওতাধীন ৷ করোনা কাল থেকে কেন্দ্র ও রাজ্য সরকার বিনামূল্যে রেশন বন্টন পক্রিয়া চালু করেছে ৷ রেশন দুর্নীতি বন্ধ করতেই আধারকার্ড ও রেশনকার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে ৷ একটি নির্দিষ্ট সময় অন্তর কেওয়াইসি (Know Your Customer) আপডেট করতে হয় গ্রাহকদের ৷ রেশন দুর্নীতি রোধে এই উদ্যোগ সরকারের ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন কার্ডের কেওয়াইসি পুনর্নবীকরণ না করালে বন্ধ হয়ে যেতে পারে রেশন ৷ সেপ্টেম্বরের মধ্য়ে রেশন কার্ডের কেওয়াইসি পুনর্নবীকরণের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রক ৷

কেওয়াইসি পুনর্নবীকরণের শেষ দিন: কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি সংযুক্তিকরণ বা পুনর্নবীকরণ প্রক্রিয়া চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে ৷ এই নির্দিষ্ট সময়ের মধ্যে রেশনকার্ডের পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পন্ন না-হলে ভোক্তারা সমস্যায় পড়তে পারেন ৷

কীভাবে করবেন KYC পুনর্নবীকরণ: রেশন কার্ডের কেওয়াইসি পুনর্নবীকরণের করার প্রক্রিয়াটি খুব সহজ। রেশন দোকানে গেলে তাঁরা আপনাকে এটি করতে সহায়তা করবেন ৷ পরিবারের যেসকল সদস্যের রেশনকার্ড আছে তাঁদের সকলেরই কেওয়াইসি পুনর্নবীকরণ করাতে হবে ৷

কী কী নথি লাগবে: আপনার এলাকার রেশন ডিলার নায্য় মূল্য়ের দোকানে যোগাযোগ করে জানাতে হবে রেশন কার্ডের কেওয়াইসি পুনর্নবীকরণের বিষয়টি ৷ রেশন কার্ড ও একটি ফটোকপি এবং আধার কার্ড নিয়ে যেতে হবে ৷ রেশন ডিলার আপনার নথি সংগ্রহের পাশপাশি এবং আপনার আঙুলের ছাপ Pos মেশিনে স্ক্যান করবেন ৷ প্রয়োজনীয় তথ্য় নিবন্ধের পর তিনি আপনার কেওয়াইসি পুনর্নবীকরণ করে দেবেন।

কেন কেওয়াইসি পুনর্নবীকরণ ও সংযুক্তি : মহামারী থেকে চার বছরেরও বেশি সময় ধরে বিনামূল্যে রেশন পাচ্ছেন দেশবাসী । এই সময়ের মধ্যে, দেশে এমন অনেক পরিবার রয়েছে, যেখানে পরিবারের সদস্য়দের অবর্তমানে (মৃ্ত্যুর পর) রেশন কার্ড রয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পরও তাঁর রেশন গ্রহণ করছেন, যা সম্পূর্ণ অনৈতিক ৷ এই ধরনের নীতিবিরোধী কার্যকলাপ বন্ধেই এই কেওয়াইসি পুনর্নবীকরণ বাধ্যতামূলক করা হয়েছে সরকারের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.