ETV Bharat / technology

দৈনিক 3 টাকায় আনলিমিটেড কল ও 2.5 জিবি ডেটা, কারা দিচ্ছে - Cheapest Recharge of Jio - CHEAPEST RECHARGE OF JIO

Reliance Jio New Plan: গ্রাহকদের জন্য রিলায়েন্স জিও আনল নতুন প্ল্যান ৷ 75 টাকার এই রিচার্জে আনলিমিটেড কলের সুবিধা ও ডেটা । এছড়াও এই রিচার্জ প্ল্যানে আর কী কী সুবিধা রয়েছে জানুন বিস্তারিত ৷

Reliance Jio New Plan
Reliance Jio Rs.75 রিচার্জ প্ল্যান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 5:08 PM IST

হায়দরাবাদ: মোবাইলের ট্যারিফ চার্জ বাড়ালেও, গ্রাহকদের জন্য সস্তায় একাধিক প্ল্যান এনেছে রিলায়েন্স জিও ৷ চালু করেছে 75 টাকার নতুন প্ল্যান ৷ এই প্ল্যানের আনলিমিটেড কলের সুবিধা আছে ৷ পাশাপাশি রয়েছে ডেটা ব্যবহারের সুবিধা ৷ রিলায়েন্সের পাশাপাশি বিএসএনএলও গ্রাহকদের জন্য সস্তার প্ল্যান চালু করেছে ৷

সুখবর ! আজ থেকে বাড়ছে ন্যূনতম মজুরি, জানুন কেন্দ্রের নয়া নির্দেশ

Jio Rs.75 রিচার্জ প্ল্যান: জিও এই প্ল্যানের দাম 75 টাকা ৷ এই প্ল্যানের মেয়াদ 23 দিনের। গড়ে দৈনিক 3 টাকা খরচ পড়ছে ৷ জিও এই প্ল্যানেও অন্যান্য প্ল্যানের মতো আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে, এই প্ল্যানের ক্ষেত্রেও গ্রাহকরা 2.5জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ৷ প্রতিদিন 100 মেগাবাইট (MB) পর্যন্ত ব্যবহার করা যেতে পারবেন। দৈনিক সীমা শেষ হলে, 200 MB অতিরিক্ত 2জি ডেটা গ্রাহকদের দেওয়া হয়।

Reliance Jio New Plan
Jio Rs 75 রিচার্জ প্ল্যান (JIO)

পুজোর মধ্যেই সুখবর ! মহার্ঘ ভাতা বাবদ অনেকটা বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের

এছাড়াও অন্যান্য প্ল্যানেক মতো বিনামূল্যে Jio Cinema, Jio TV, Jio Cloud-এর পরিষেবাও পাবেন জিও গ্রাহকরা ৷ রিলায়েন্সের পাশাপাশি অন্যান্য যে সমস্ত সার্ভিস প্রোবাইডার সংস্থাগুলিও সাশ্রয়ী প্ল্যানের প্রতিযোগিতায় নেমেছে ৷ ইতিমধ্যেই বিএসএনএল সাশ্রয়ী প্ল্যান বাজারে এনেছে ৷

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে দেশের তিনটি প্রধান বেসরকারি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন তাদের ট্যারিফ চার্জ বাড়িয়েছে ৷ এক ধাক্কায় প্রায় 11 শতাংশের কাছাকাছি বাড়িয়েছিল শুল্ক ৷ তারপর ভিআই 7.50 লাখ, এয়ারটেল 16.9 লাখ গ্রাহক হারিয়েছে ৷ রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল তথা ভারত সঞ্চার নিগম (BSNL) শুল্ক বৃদ্ধি করে ৷

কমবে বৈদ্যুতিক গাড়ির দাম! কেন্দ্রের বরাদ্দ 10 হাজার কোটি

হায়দরাবাদ: মোবাইলের ট্যারিফ চার্জ বাড়ালেও, গ্রাহকদের জন্য সস্তায় একাধিক প্ল্যান এনেছে রিলায়েন্স জিও ৷ চালু করেছে 75 টাকার নতুন প্ল্যান ৷ এই প্ল্যানের আনলিমিটেড কলের সুবিধা আছে ৷ পাশাপাশি রয়েছে ডেটা ব্যবহারের সুবিধা ৷ রিলায়েন্সের পাশাপাশি বিএসএনএলও গ্রাহকদের জন্য সস্তার প্ল্যান চালু করেছে ৷

সুখবর ! আজ থেকে বাড়ছে ন্যূনতম মজুরি, জানুন কেন্দ্রের নয়া নির্দেশ

Jio Rs.75 রিচার্জ প্ল্যান: জিও এই প্ল্যানের দাম 75 টাকা ৷ এই প্ল্যানের মেয়াদ 23 দিনের। গড়ে দৈনিক 3 টাকা খরচ পড়ছে ৷ জিও এই প্ল্যানেও অন্যান্য প্ল্যানের মতো আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে, এই প্ল্যানের ক্ষেত্রেও গ্রাহকরা 2.5জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ৷ প্রতিদিন 100 মেগাবাইট (MB) পর্যন্ত ব্যবহার করা যেতে পারবেন। দৈনিক সীমা শেষ হলে, 200 MB অতিরিক্ত 2জি ডেটা গ্রাহকদের দেওয়া হয়।

Reliance Jio New Plan
Jio Rs 75 রিচার্জ প্ল্যান (JIO)

পুজোর মধ্যেই সুখবর ! মহার্ঘ ভাতা বাবদ অনেকটা বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের

এছাড়াও অন্যান্য প্ল্যানেক মতো বিনামূল্যে Jio Cinema, Jio TV, Jio Cloud-এর পরিষেবাও পাবেন জিও গ্রাহকরা ৷ রিলায়েন্সের পাশাপাশি অন্যান্য যে সমস্ত সার্ভিস প্রোবাইডার সংস্থাগুলিও সাশ্রয়ী প্ল্যানের প্রতিযোগিতায় নেমেছে ৷ ইতিমধ্যেই বিএসএনএল সাশ্রয়ী প্ল্যান বাজারে এনেছে ৷

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে দেশের তিনটি প্রধান বেসরকারি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন তাদের ট্যারিফ চার্জ বাড়িয়েছে ৷ এক ধাক্কায় প্রায় 11 শতাংশের কাছাকাছি বাড়িয়েছিল শুল্ক ৷ তারপর ভিআই 7.50 লাখ, এয়ারটেল 16.9 লাখ গ্রাহক হারিয়েছে ৷ রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল তথা ভারত সঞ্চার নিগম (BSNL) শুল্ক বৃদ্ধি করে ৷

কমবে বৈদ্যুতিক গাড়ির দাম! কেন্দ্রের বরাদ্দ 10 হাজার কোটি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.