হায়দরাবাদ: মোবাইলের ট্যারিফ চার্জ বাড়ালেও, গ্রাহকদের জন্য সস্তায় একাধিক প্ল্যান এনেছে রিলায়েন্স জিও ৷ চালু করেছে 75 টাকার নতুন প্ল্যান ৷ এই প্ল্যানের আনলিমিটেড কলের সুবিধা আছে ৷ পাশাপাশি রয়েছে ডেটা ব্যবহারের সুবিধা ৷ রিলায়েন্সের পাশাপাশি বিএসএনএলও গ্রাহকদের জন্য সস্তার প্ল্যান চালু করেছে ৷
সুখবর ! আজ থেকে বাড়ছে ন্যূনতম মজুরি, জানুন কেন্দ্রের নয়া নির্দেশ
Jio Rs.75 রিচার্জ প্ল্যান: জিও এই প্ল্যানের দাম 75 টাকা ৷ এই প্ল্যানের মেয়াদ 23 দিনের। গড়ে দৈনিক 3 টাকা খরচ পড়ছে ৷ জিও এই প্ল্যানেও অন্যান্য প্ল্যানের মতো আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে, এই প্ল্যানের ক্ষেত্রেও গ্রাহকরা 2.5জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ৷ প্রতিদিন 100 মেগাবাইট (MB) পর্যন্ত ব্যবহার করা যেতে পারবেন। দৈনিক সীমা শেষ হলে, 200 MB অতিরিক্ত 2জি ডেটা গ্রাহকদের দেওয়া হয়।
পুজোর মধ্যেই সুখবর ! মহার্ঘ ভাতা বাবদ অনেকটা বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের
এছাড়াও অন্যান্য প্ল্যানেক মতো বিনামূল্যে Jio Cinema, Jio TV, Jio Cloud-এর পরিষেবাও পাবেন জিও গ্রাহকরা ৷ রিলায়েন্সের পাশাপাশি অন্যান্য যে সমস্ত সার্ভিস প্রোবাইডার সংস্থাগুলিও সাশ্রয়ী প্ল্যানের প্রতিযোগিতায় নেমেছে ৷ ইতিমধ্যেই বিএসএনএল সাশ্রয়ী প্ল্যান বাজারে এনেছে ৷
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে দেশের তিনটি প্রধান বেসরকারি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন তাদের ট্যারিফ চার্জ বাড়িয়েছে ৷ এক ধাক্কায় প্রায় 11 শতাংশের কাছাকাছি বাড়িয়েছিল শুল্ক ৷ তারপর ভিআই 7.50 লাখ, এয়ারটেল 16.9 লাখ গ্রাহক হারিয়েছে ৷ রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল তথা ভারত সঞ্চার নিগম (BSNL) শুল্ক বৃদ্ধি করে ৷