হায়দরাবাদ: এবার আরও কমে দামে গ্রাহকদের হাতে ফোর জি কি প্যাড স্মার্টফোন তুলে দিতে চলেছে রিলায়েন্স জিও ৷ সদ্য রিলায়েন্স জিও লঞ্চ করেছে সাশ্রয়ী মূল্যের 4G ফিচার ফোন, JioBharat V3 এবং V4 ৷ মাত্র 1,099 টাকাতেই JioBharat-এর ফোনগুলি পাওয়া যাচ্ছে ৷ মাসিক রিচার্জ প্ল্যানের খরচ মাত্র 123 টাকা ৷ আনলিমিটেড ভয়েস কল এবং 14 জিবি ডেটা ব্যবহারের সুবিধা।
রিলায়েন্স Jio-র তরফে দাবি করা করেছে, যে JioBharat সাবস্ক্রিপশন অন্যান্য অন্যান্য মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার তুলনায় 40 শতাংশ সাশ্রয়কারী প্ল্যান । এই কি প্যাড স্মার্টফোন গুলিতে রয়েছে 1,000 mAh ব্যাটারি ৷ চার্জ থাকে অনেকক্ষণ ৷ ফলে ব্যবহারকারীরা সারাদিন নিরবচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে পারেন। ফোনটির স্টোরেজ ক্ষমতা হবে 128 জিবি ৷ এটি 23টি ভারতীয় ভাষা সার্পোট করে ৷
জিও V3 এবং V4 দু’টি কি প্যাড স্মার্টফোনে JioTV, JioCinema, JioPaym এবং JioChat এর মতো একচেটিয়া Jio-র পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ JioTV-তে 455 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, প্রিয় শো, খবর এবং খেলা দেখতে পারবেন । সেই সঙ্গে ব িনোদনের জন্য JioCinema, ভিডিয়ো দেখা যাবে ৷
JioPay-র মাধ্যমে UPI সম্পর্কিত ডিজিটাল পেমেন্টের সুবিধা আছে দু’টি কি প্যাড স্মার্টফোন । এখানেই শেষ নয়, গ্রাহকরা যাতে প্রিয় জনের সঙ্গে কথপোকথন চালিয়ে যেতে পারেন JioChat-এর মাধ্যমে সেই সুবিধাও রয়েছে ৷ সেইসঙ্গে আনলিমিটেড ভয়েস মেসেজিং, ফটো শেয়ার এবং গ্রুপ চ্যাট অপশন রয়েছে ৷ দাম কম হলেও গ্রাহকরা পরিষেবা চেটেপুটে উপভোগ করতে পারবেন ৷
এই দুটি মডেলই শীঘ্রই বিভিন্ন দোকানের পাশাপাশি JioMart এবং Amazon-এ পাওয়া যাবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 2024 বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে সাশ্রয়ী মূল্যের কীপ্যাড স্মার্টফোন JioBharat 1 1,000 মূল্যের সেগমেন্টে 50 শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে।
উল্লেখ্য, JioBharat প্রতিটি ভারতীয়কে ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ ভারতের 250 মিলিয়ন ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ডিজিটাল স্বাধীনতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সংস্থা যা আগে কখনও হয়নি।
পুজোয় বিশেষ অফার! বেশ কয়েকটি মডেলে ওয়ারেন্টি বৃদ্ধি করল হন্ডা