ETV Bharat / technology

মাত্র হাজার টাকায় 4G কিপ্যাড স্মার্টফোন

রিলায়েন্স জিও তার সাশ্রয়ী মূল্যের 4G ফিচার ফোন সিরিজে দুটি নতুন প্রজন্মের ফোন JioBharat V3 এবং V4 অন্তর্ভুক্ত করেছে।

author img

By ETV Bharat Tech Team

Published : 4 hours ago

Reliance JIO
JioBharat V3 এবং V4 ফিচার ফোন (ছবি JIO)

হায়দরাবাদ: এবার আরও কমে দামে গ্রাহকদের হাতে ফোর জি কি প্যাড স্মার্টফোন তুলে দিতে চলেছে রিলায়েন্স জিও ৷ সদ্য রিলায়েন্স জিও লঞ্চ করেছে সাশ্রয়ী মূল্যের 4G ফিচার ফোন, JioBharat V3 এবং V4 ৷ মাত্র 1,099 টাকাতেই JioBharat-এর ফোনগুলি পাওয়া যাচ্ছে ৷ মাসিক রিচার্জ প্ল্যানের খরচ মাত্র 123 টাকা ৷ আনলিমিটেড ভয়েস কল এবং 14 জিবি ডেটা ব্যবহারের সুবিধা।

ইলেকট্রিক স্কুটারের পর, লঞ্চ হল হাইভোল্টেজ বাইক Raptee T30

রিলায়েন্স Jio-র তরফে দাবি করা করেছে, যে JioBharat সাবস্ক্রিপশন অন্যান্য অন্যান্য মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার তুলনায় 40 শতাংশ সাশ্রয়কারী প্ল্যান । এই কি প্যাড স্মার্টফোন গুলিতে রয়েছে 1,000 mAh ব্যাটারি ৷ চার্জ থাকে অনেকক্ষণ ৷ ফলে ব্যবহারকারীরা সারাদিন নিরবচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে পারেন। ফোনটির স্টোরেজ ক্ষমতা হবে 128 জিবি ৷ এটি 23টি ভারতীয় ভাষা সার্পোট করে ৷

Realme-র জোড়া ধামাকা! ভারতীয় বাজারে লঞ্চ করল দু’টি ডিভাইস

জিও V3 এবং V4 দু’টি কি প্যাড স্মার্টফোনে JioTV, JioCinema, JioPaym এবং JioChat এর মতো একচেটিয়া Jio-র পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ JioTV-তে 455 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, প্রিয় শো, খবর এবং খেলা দেখতে পারবেন । সেই সঙ্গে ব িনোদনের জন্য JioCinema, ভিডিয়ো দেখা যাবে ৷

দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125

JioPay-র মাধ্যমে UPI সম্পর্কিত ডিজিটাল পেমেন্টের সুবিধা আছে দু’টি কি প্যাড স্মার্টফোন । এখানেই শেষ নয়, গ্রাহকরা যাতে প্রিয় জনের সঙ্গে কথপোকথন চালিয়ে যেতে পারেন JioChat-এর মাধ্যমে সেই সুবিধাও রয়েছে ৷ সেইসঙ্গে আনলিমিটেড ভয়েস মেসেজিং, ফটো শেয়ার এবং গ্রুপ চ্যাট অপশন রয়েছে ৷ দাম কম হলেও গ্রাহকরা পরিষেবা চেটেপুটে উপভোগ করতে পারবেন ৷

উৎসবের মরশুমে টয়োটার উপহার, গাড়ি কিনলে মিলবে অ্যাক্সেসিরিজ

এই দুটি মডেলই শীঘ্রই বিভিন্ন দোকানের পাশাপাশি JioMart এবং Amazon-এ পাওয়া যাবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 2024 বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে সাশ্রয়ী মূল্যের কীপ্যাড স্মার্টফোন JioBharat 1 1,000 মূল্যের সেগমেন্টে 50 শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে।

উল্লেখ্য, JioBharat প্রতিটি ভারতীয়কে ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ ভারতের 250 মিলিয়ন ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ডিজিটাল স্বাধীনতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সংস্থা যা আগে কখনও হয়নি।

পুজোয় বিশেষ অফার! বেশ কয়েকটি মডেলে ওয়ারেন্টি বৃদ্ধি করল হন্ডা

হায়দরাবাদ: এবার আরও কমে দামে গ্রাহকদের হাতে ফোর জি কি প্যাড স্মার্টফোন তুলে দিতে চলেছে রিলায়েন্স জিও ৷ সদ্য রিলায়েন্স জিও লঞ্চ করেছে সাশ্রয়ী মূল্যের 4G ফিচার ফোন, JioBharat V3 এবং V4 ৷ মাত্র 1,099 টাকাতেই JioBharat-এর ফোনগুলি পাওয়া যাচ্ছে ৷ মাসিক রিচার্জ প্ল্যানের খরচ মাত্র 123 টাকা ৷ আনলিমিটেড ভয়েস কল এবং 14 জিবি ডেটা ব্যবহারের সুবিধা।

ইলেকট্রিক স্কুটারের পর, লঞ্চ হল হাইভোল্টেজ বাইক Raptee T30

রিলায়েন্স Jio-র তরফে দাবি করা করেছে, যে JioBharat সাবস্ক্রিপশন অন্যান্য অন্যান্য মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার তুলনায় 40 শতাংশ সাশ্রয়কারী প্ল্যান । এই কি প্যাড স্মার্টফোন গুলিতে রয়েছে 1,000 mAh ব্যাটারি ৷ চার্জ থাকে অনেকক্ষণ ৷ ফলে ব্যবহারকারীরা সারাদিন নিরবচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে পারেন। ফোনটির স্টোরেজ ক্ষমতা হবে 128 জিবি ৷ এটি 23টি ভারতীয় ভাষা সার্পোট করে ৷

Realme-র জোড়া ধামাকা! ভারতীয় বাজারে লঞ্চ করল দু’টি ডিভাইস

জিও V3 এবং V4 দু’টি কি প্যাড স্মার্টফোনে JioTV, JioCinema, JioPaym এবং JioChat এর মতো একচেটিয়া Jio-র পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ JioTV-তে 455 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, প্রিয় শো, খবর এবং খেলা দেখতে পারবেন । সেই সঙ্গে ব িনোদনের জন্য JioCinema, ভিডিয়ো দেখা যাবে ৷

দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125

JioPay-র মাধ্যমে UPI সম্পর্কিত ডিজিটাল পেমেন্টের সুবিধা আছে দু’টি কি প্যাড স্মার্টফোন । এখানেই শেষ নয়, গ্রাহকরা যাতে প্রিয় জনের সঙ্গে কথপোকথন চালিয়ে যেতে পারেন JioChat-এর মাধ্যমে সেই সুবিধাও রয়েছে ৷ সেইসঙ্গে আনলিমিটেড ভয়েস মেসেজিং, ফটো শেয়ার এবং গ্রুপ চ্যাট অপশন রয়েছে ৷ দাম কম হলেও গ্রাহকরা পরিষেবা চেটেপুটে উপভোগ করতে পারবেন ৷

উৎসবের মরশুমে টয়োটার উপহার, গাড়ি কিনলে মিলবে অ্যাক্সেসিরিজ

এই দুটি মডেলই শীঘ্রই বিভিন্ন দোকানের পাশাপাশি JioMart এবং Amazon-এ পাওয়া যাবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 2024 বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে সাশ্রয়ী মূল্যের কীপ্যাড স্মার্টফোন JioBharat 1 1,000 মূল্যের সেগমেন্টে 50 শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে।

উল্লেখ্য, JioBharat প্রতিটি ভারতীয়কে ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ ভারতের 250 মিলিয়ন ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ডিজিটাল স্বাধীনতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সংস্থা যা আগে কখনও হয়নি।

পুজোয় বিশেষ অফার! বেশ কয়েকটি মডেলে ওয়ারেন্টি বৃদ্ধি করল হন্ডা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.