হায়দরাবাদ: বাজারে এসেছে Realme 12x ৷ তারপরই শোনা যাচ্ছে সংস্থাটি 13x সিরিজ লঞ্চ না-করেই সরাসরি 14x সিরিজ আনতে পারে ৷ ওয়েবসাইট 91Mobiles-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আসন্ন স্মার্টফোনটি 18 ডিসেম্বর, 2024-এ লঞ্চ করা হবে। নতুন এই ডিভাইসটির ডিজাইন ও ফিচার ইতিমধ্যেই লিক হয়ে গিয়েছে ৷ এটির ব্যাটিরি ক্ষমতা আগের থেকে বেশি থাকবে ৷ এটির ধুলো এবং জল প্রতিরোধক ক্ষমতা আছে ৷
Realme 14x-এর সম্ভাব্য ডিজাইন এবং স্পেস
টিপস্টার অভিষেক যাদব তাঁর এক্স হ্যান্ডেলে Realmer 14x সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ করেছেন ৷ সেখানেই উল্লেখ করেছেন, আসন্ন Realmer 14x-এর ডিজাইন আগের সিরিজের থেকে অনেকটাই আলাদা ৷ এটির ক্যামেরার ডিজাইনও আলাদা হবে আগের থেকে ৷ ডিভাইসটিতে ট্রিপল-ক্যামেরা থাকতে পারে ৷ ব্যাক ক্যামেরা লম্বাভাবে স্থাপন করা হতে পারে ৷ অনেকটা Vivo T3 5G স্মার্টফোনের মতো এটি দেখতে হবে । উপরন্তু, চার্জারের জন্য USB টাইপ-সি পোর্ট এবং ফ্রেমের ডানদিকে একটি পাওয়ার বোতাম দেওয়া হতে পারে। যেমনটা আইফোনে থাকে ৷
Realme 14x-এ একটি 6.67-ইঞ্চি HD+ IPS LCD প্যানেল, একটি 6000mAh ব্যাটারি থাকতে পারে ৷ এতে IP69 রেটিং থাকত পারে ৷ ফলে ধুলো- বাসি প্রতিরোধে সক্ষম ৷ স্মার্টফোনটি 6GB/128GB, 8GB/128GB, এবং 8GB/256GB স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে ৷
Realme 14x সম্ভাব্য র্ং
অনলাইনে উপস্থাপিত চিত্র অনুসারে, ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে ৷ এখনও পর্যন্ত জানা গিয়েছে, ফোনটি জুয়েল রেড, গোল্ডেন গ্লো এবং ক্রিস্টাল ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাবে ।
Realme 14x সম্ভাব্য মূল্য
Realme 14x স্মার্টফোনটি 18 ডিসেম্বর থেকে Flipkart, Amazon এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট পাওয়া যাবে ৷ এটি দাম 14,999 টাকা থেকে সুরু হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে ৷ তবে সঠিক মূল্য এবং বিক্রির বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি ।