ETV Bharat / technology

ইলেকট্রিক স্কুটারের পর, লঞ্চ হল হাইভোল্টেজ বাইক Raptee T30 - ELECTRIC MOTORCYCLE

ভারতীয় বাজারে এল দেশের প্রথম হাইভোল্টেজ ইলেকট্রিক বাইক Raptee T30 ৷ 2019 সালে টেসলার প্রাক্তন কর্মচারী দিনেশ অর্জুনের EV স্টার্টআপ সংস্থা এটি তৈরি করেছে ।

High-Voltage Electric Motorcycle
Raptee T30 ইলেকট্রিক বাইক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 16, 2024, 2:01 PM IST

হায়দরাবাদ: চেন্নাই-ভিত্তিক ইভি (ইলেকট্রিক গাড়ি) স্টার্টআপ Raptee দেশিয় বাজারে লঞ্চ করল প্রথম হাই-ভোল্টেজ (HV) বৈদ্যুতিক মোটরসাইকেল Raptee T30 ৷ নতুন এই ইলেকট্রিক বাইক অনায়াসেই 250-300 সিসির IC(internal combustion) ইঞ্জিনের বাইকের সঙ্গে পাল্লা দিতে পারে বলে দাবি বাইক প্রস্তুতকারী সংস্থাটির ৷ এটির দাম শুরু হচ্ছে 2.39 লক্ষ টাকা (এক্স শোরুম প্রাইস) থেকে ৷ একবার চার্জে সর্বোচ্চ 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে ৷ Raptee T30 গতি ঘণ্টায় 60 কিলোমিটার (সম্ভাব্য) ৷

দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125

বৈদ্যুতিক বাইকের বিশেষত্ব কী ?
Raptee.HV দেশের প্রথম হাইভোল্টেজ বৈদ্যুতিক বাইক ৷ এতে রয়েছে অনবোর্ড চার্জিং-এর সুবিধা ৷ ফলে 13,500 CCS2 কার চার্জিং স্টেশন থেকেও চার্জ করা যায় এই বাইক ৷ প্রসঙ্গত, দেশজুড়ে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে ৷ ফলে পেট্রল পাম্পগুলিকেও যাতে চার্জিং স্টেশনের ব্যবস্থা করা হচ্ছে ৷ সেই সমস্ত চার্জিং স্টেশনগুলিতেও এই বাইক অনায়াসেই চার্জ করা যাবে ৷

ইলেকট্রিক স্কুটারে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড়, কে দিচ্ছে !

Raptee.HV বাইকটিকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP67-রেটেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে । 8 বছর ও 80,000 কিলোমিটার পর্যন্ত ব্যাটারির ওয়ারেন্টি দেওয়া হয়েছে ৷ এটিতে স্বয়ংচালিত-গ্রেড Linux প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে একটি কাস্টম-বিল্ট অপারেটিং সিস্টেম রয়েছে ৷ মোটরসাইকেলটি চারটি রঙে পাওয়া যাচ্ছে ৷ যার মধ্যে রয়েছে হরিজন রেড, আর্কটিক হোয়াইট, মারকিউরি গ্রে ও একলিপস ব্ল্যাক ৷

কোথায় পাবেন এই বৈদ্যুতির বাইক

নতুন বছরে বাইকপ্রেমীরা হাতে পাবেন এই বাইক ৷ চেন্নাই ও ব্যাঙ্গালোরে জানুয়ারি মাস থেকে পাওয়া যাবে এই বাইক ৷ চাহিদার উপর ভিত্তি করে দেশের অন্যান্য শহরে বিক্রির জন্য সরবরাহ করা হবে ৷ কোম্পানি চেন্নাইতে তার সদর দফতরে ইতিমধ্যেই ফ্যাক্টরি-ইন্টিগ্রেটেড এক্সপেরিয়েন্স সেন্টারও খুলতে চলেছে ৷ যেখানে পর্যটকরা চাইলে ঘুরে দেখতে পারেন কীভাবে মোটরসাইকেল তৈরি হচ্ছে । Raptee.HV তরফে জানানো হয়েছে ক্রেতাদের হাতে যাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷

পুজোয় বিশেষ অফার! বেশ কয়েকটি মডেলে ওয়ারেন্টি বৃদ্ধি করল হন্ডা

হায়দরাবাদ: চেন্নাই-ভিত্তিক ইভি (ইলেকট্রিক গাড়ি) স্টার্টআপ Raptee দেশিয় বাজারে লঞ্চ করল প্রথম হাই-ভোল্টেজ (HV) বৈদ্যুতিক মোটরসাইকেল Raptee T30 ৷ নতুন এই ইলেকট্রিক বাইক অনায়াসেই 250-300 সিসির IC(internal combustion) ইঞ্জিনের বাইকের সঙ্গে পাল্লা দিতে পারে বলে দাবি বাইক প্রস্তুতকারী সংস্থাটির ৷ এটির দাম শুরু হচ্ছে 2.39 লক্ষ টাকা (এক্স শোরুম প্রাইস) থেকে ৷ একবার চার্জে সর্বোচ্চ 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে ৷ Raptee T30 গতি ঘণ্টায় 60 কিলোমিটার (সম্ভাব্য) ৷

দিপাবলীর আগেই বাজারে আসছে নতুন বাইক N125

বৈদ্যুতিক বাইকের বিশেষত্ব কী ?
Raptee.HV দেশের প্রথম হাইভোল্টেজ বৈদ্যুতিক বাইক ৷ এতে রয়েছে অনবোর্ড চার্জিং-এর সুবিধা ৷ ফলে 13,500 CCS2 কার চার্জিং স্টেশন থেকেও চার্জ করা যায় এই বাইক ৷ প্রসঙ্গত, দেশজুড়ে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে ৷ ফলে পেট্রল পাম্পগুলিকেও যাতে চার্জিং স্টেশনের ব্যবস্থা করা হচ্ছে ৷ সেই সমস্ত চার্জিং স্টেশনগুলিতেও এই বাইক অনায়াসেই চার্জ করা যাবে ৷

ইলেকট্রিক স্কুটারে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড়, কে দিচ্ছে !

Raptee.HV বাইকটিকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP67-রেটেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে । 8 বছর ও 80,000 কিলোমিটার পর্যন্ত ব্যাটারির ওয়ারেন্টি দেওয়া হয়েছে ৷ এটিতে স্বয়ংচালিত-গ্রেড Linux প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে একটি কাস্টম-বিল্ট অপারেটিং সিস্টেম রয়েছে ৷ মোটরসাইকেলটি চারটি রঙে পাওয়া যাচ্ছে ৷ যার মধ্যে রয়েছে হরিজন রেড, আর্কটিক হোয়াইট, মারকিউরি গ্রে ও একলিপস ব্ল্যাক ৷

কোথায় পাবেন এই বৈদ্যুতির বাইক

নতুন বছরে বাইকপ্রেমীরা হাতে পাবেন এই বাইক ৷ চেন্নাই ও ব্যাঙ্গালোরে জানুয়ারি মাস থেকে পাওয়া যাবে এই বাইক ৷ চাহিদার উপর ভিত্তি করে দেশের অন্যান্য শহরে বিক্রির জন্য সরবরাহ করা হবে ৷ কোম্পানি চেন্নাইতে তার সদর দফতরে ইতিমধ্যেই ফ্যাক্টরি-ইন্টিগ্রেটেড এক্সপেরিয়েন্স সেন্টারও খুলতে চলেছে ৷ যেখানে পর্যটকরা চাইলে ঘুরে দেখতে পারেন কীভাবে মোটরসাইকেল তৈরি হচ্ছে । Raptee.HV তরফে জানানো হয়েছে ক্রেতাদের হাতে যাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷

পুজোয় বিশেষ অফার! বেশ কয়েকটি মডেলে ওয়ারেন্টি বৃদ্ধি করল হন্ডা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.