ETV Bharat / technology

Oppo Find X7 Ultra আলট্রা মডেলে ব্যবহৃত উন্নত প্রযুক্তির ক্যামেরা ও হাইলাইটের সুবিধা, ছবি হবে নিখুঁত - Oppo Find X7 Ultra - OPPO FIND X7 ULTRA

Oppo Find X7 Ultra: আত্মপ্রকাশ করল Oppo Find X7 Ultra মডেল ৷ তবে আপতত ভারতের বাজারে মিলবে না এই ফোন ৷ এআই সুবিধা যুক্ত এই ফোনটি নিয়ে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছিল ৷ সেটি আপাতত চিনে বাজারে লঞ্চ করলেও, ভারতে কবে করবে এখনও সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়নি ৷

Oppo Find X7 Ultra
Oppo Find X7 Ultra (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 5:39 PM IST

হায়দরাবাদ, 23 মে: আলট্রা কিন্তু কাজে বড় ৷ ছবি তোলে নিখুঁত ৷ চলতি বছরে Oppo বাজারে এনেছে ,স্মার্টফোন Oppo Find X7 Ultra ৷ নুতন এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে উন্নত প্রযুক্তির ক্যমেরা ৷ ফলে ছবি ওঠে একেবারে আসলের মতো ৷ স্যামসং গ্যলক্সি সিরিজ ও শাওমি আলট্রা সিরিজের সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারবে ৷ দাম শুরু হচ্ছে 71 হাজার টাকা থেকে ৷ অ্যাপেলের মতো বিশেষ নাইট ভিশন মোড থাকায় রাতের বেলাতেও ভিডিয়ো করা যাহে নিমেষেই ৷ আপাতত 3টি রঙের পাওয়া যাবে এই মোবাইল ফোন ৷ কালো, গাঢ় নীল ও হালকা খয়েরি রঙে পাওয়া যাবে এই হ্যান্ডসেট ৷

কী আছে Oppo Find X7 Ultra -তে ?

অপোর নতুন এই ফোনে আছে 4টি ক্যামেরা ৷ যেগুলি 50 মেগা পিক্সেল ৷ শুধুমাত্র ক্যামেরার গুণমানের দিক থেকে উন্নত নয় ৷ উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ Oppo Find X7 Ultra- মডেলের ক্যামেরাও অত্যাধুনিক প্রযুক্তির ৷ ক্যামেরা মডিউলটি মাঝে ব্যবহার করা হয়েছে ৷ এই মডিউলে আছে উন্নত প্রযুক্তির সেন্সর ৷ ফলে সেটি টেবিলে রাখলেও ফোনটি-তে ছবি ওঠে নিখুঁত ৷ দূরের বস্তুটিকেও কাছে এনে ছবি তুলতে সক্ষম এই মেবাইল ৷ OnePlus-এর মতো এই মোবাইলের সাইডেও আছে একটি বিশেষ বটম ৷ ফলে সেটি ব্যবহার করেও ছবি তোলা যায় ৷

আরও পড়ুন:

  1. শীঘ্রই বাজারে আসতে চলেছে অ্যাপেলের নতুন মডেলের আই প্যাড প্রো ও এয়ার্স

কার্ভড ডিসপ্লে (Curved Display)

Oppo Find X7 Ultra-এ ডিসপ্লে বা স্ক্রিনের ক্ষেত্রেও বিশেষ চমক আছে ৷ এটি ব্যবহার করা আরও সহজ ৷ কার্ভ ডিসপ্লে কারণে এটি তিন দিক থেকে দেখা যায় ৷ ফলে ফেস লক ব্যবহার করলে সহজেই এটি সব সময় সামনা সামনি ধরতে হয় না ৷ কোনও একটি দিক থেকে ধরলে ফেস লক খুলে যায় ৷ যা ব্যবহার করা সহজ হয় ৷ Oppo-এর এই মডেলটির সামনের দিক ও পিছন দিক দু’টি কাচের ৷ তাই দেখতেও বেশ স্টাইলিষ্ট ৷ এছাড়াও 6.82 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে ৷ ফোনের ব্রাইটনেস 4,500 ইউনিট ৷ ডলবি ভারসনের স্পিকার ব্যবহার করায় এটায় সাউন্ড কোয়ালিটও অনেকটাই উন্নত ৷

ব্যাটারি (Battery Power)...

Oppo Find X7 Ultra মডেলে 5,000mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৷ যা 24 ঘণ্টারও বেশি সময় ধরে চলবে ৷ নতুন এই মডেলে টি-তে ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকায় এটি এক ঘণ্টার মধ্যে 100 শতাংশ চার্জ হয়ে যায় ৷ এছাড়াও এতে আছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা ৷

Oppo Find X7 Ultra-মডেলের স্টোরেজ ক্যাপাসিটি ...

নতুন এই মডেলটিতে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ এছাড়াও 12 জিবি ব়্যাম ও 256 জিবি মেমরি আছে এই ফোনে ৷ আপাতচত ভারতে এখনও পাওয়া যাচ্ছে না Oppo Find X7 Ultra ৷ নতুন এই মডেলটিতে অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করা হয়েছে । Google Play স্টোর ডাউনলোড করা যাবে সহজেই ৷ সেখান থেকে প্রয়োজনীয় সাইট অনায়াসেই ডাউনলোড করা যাবে ৷

Oppo Find X7 Ultra নতুন মডেলটি অ্যান্ড্রয়েড হলেও এটিতে আই ফোনের মতো একাধিক ফিচার আছে ৷ ফলে এটি আইফোন ব্যবহারকারীদের মধ্যেও বেশ জনপ্রিয় হবে ৷ এই ফোনের ক্যামেরা কোয়ালিটি যেকোনও ডিএসএলার ক্যামেরাকেও হার মানাবে ৷ এটি আইফোন, স্যামসাং ও Xiaomi 14 Ultra মোবাইলের সঙ্গেও জোরকদমে টক্কর দেবে ৷

আরও পড়ুন:

  1. কীভাবে বাঁচাবেন আইফোনের ব্যটারি? রইল 5টি সেরা উপায়
  2. ইসরোর মুকুটে নয়া পালক, সফল পিএস4 ইঞ্জিনের পরীক্ষা

হায়দরাবাদ, 23 মে: আলট্রা কিন্তু কাজে বড় ৷ ছবি তোলে নিখুঁত ৷ চলতি বছরে Oppo বাজারে এনেছে ,স্মার্টফোন Oppo Find X7 Ultra ৷ নুতন এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে উন্নত প্রযুক্তির ক্যমেরা ৷ ফলে ছবি ওঠে একেবারে আসলের মতো ৷ স্যামসং গ্যলক্সি সিরিজ ও শাওমি আলট্রা সিরিজের সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারবে ৷ দাম শুরু হচ্ছে 71 হাজার টাকা থেকে ৷ অ্যাপেলের মতো বিশেষ নাইট ভিশন মোড থাকায় রাতের বেলাতেও ভিডিয়ো করা যাহে নিমেষেই ৷ আপাতত 3টি রঙের পাওয়া যাবে এই মোবাইল ফোন ৷ কালো, গাঢ় নীল ও হালকা খয়েরি রঙে পাওয়া যাবে এই হ্যান্ডসেট ৷

কী আছে Oppo Find X7 Ultra -তে ?

অপোর নতুন এই ফোনে আছে 4টি ক্যামেরা ৷ যেগুলি 50 মেগা পিক্সেল ৷ শুধুমাত্র ক্যামেরার গুণমানের দিক থেকে উন্নত নয় ৷ উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ Oppo Find X7 Ultra- মডেলের ক্যামেরাও অত্যাধুনিক প্রযুক্তির ৷ ক্যামেরা মডিউলটি মাঝে ব্যবহার করা হয়েছে ৷ এই মডিউলে আছে উন্নত প্রযুক্তির সেন্সর ৷ ফলে সেটি টেবিলে রাখলেও ফোনটি-তে ছবি ওঠে নিখুঁত ৷ দূরের বস্তুটিকেও কাছে এনে ছবি তুলতে সক্ষম এই মেবাইল ৷ OnePlus-এর মতো এই মোবাইলের সাইডেও আছে একটি বিশেষ বটম ৷ ফলে সেটি ব্যবহার করেও ছবি তোলা যায় ৷

আরও পড়ুন:

  1. শীঘ্রই বাজারে আসতে চলেছে অ্যাপেলের নতুন মডেলের আই প্যাড প্রো ও এয়ার্স

কার্ভড ডিসপ্লে (Curved Display)

Oppo Find X7 Ultra-এ ডিসপ্লে বা স্ক্রিনের ক্ষেত্রেও বিশেষ চমক আছে ৷ এটি ব্যবহার করা আরও সহজ ৷ কার্ভ ডিসপ্লে কারণে এটি তিন দিক থেকে দেখা যায় ৷ ফলে ফেস লক ব্যবহার করলে সহজেই এটি সব সময় সামনা সামনি ধরতে হয় না ৷ কোনও একটি দিক থেকে ধরলে ফেস লক খুলে যায় ৷ যা ব্যবহার করা সহজ হয় ৷ Oppo-এর এই মডেলটির সামনের দিক ও পিছন দিক দু’টি কাচের ৷ তাই দেখতেও বেশ স্টাইলিষ্ট ৷ এছাড়াও 6.82 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে ৷ ফোনের ব্রাইটনেস 4,500 ইউনিট ৷ ডলবি ভারসনের স্পিকার ব্যবহার করায় এটায় সাউন্ড কোয়ালিটও অনেকটাই উন্নত ৷

ব্যাটারি (Battery Power)...

Oppo Find X7 Ultra মডেলে 5,000mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৷ যা 24 ঘণ্টারও বেশি সময় ধরে চলবে ৷ নতুন এই মডেলে টি-তে ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকায় এটি এক ঘণ্টার মধ্যে 100 শতাংশ চার্জ হয়ে যায় ৷ এছাড়াও এতে আছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা ৷

Oppo Find X7 Ultra-মডেলের স্টোরেজ ক্যাপাসিটি ...

নতুন এই মডেলটিতে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ এছাড়াও 12 জিবি ব়্যাম ও 256 জিবি মেমরি আছে এই ফোনে ৷ আপাতচত ভারতে এখনও পাওয়া যাচ্ছে না Oppo Find X7 Ultra ৷ নতুন এই মডেলটিতে অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করা হয়েছে । Google Play স্টোর ডাউনলোড করা যাবে সহজেই ৷ সেখান থেকে প্রয়োজনীয় সাইট অনায়াসেই ডাউনলোড করা যাবে ৷

Oppo Find X7 Ultra নতুন মডেলটি অ্যান্ড্রয়েড হলেও এটিতে আই ফোনের মতো একাধিক ফিচার আছে ৷ ফলে এটি আইফোন ব্যবহারকারীদের মধ্যেও বেশ জনপ্রিয় হবে ৷ এই ফোনের ক্যামেরা কোয়ালিটি যেকোনও ডিএসএলার ক্যামেরাকেও হার মানাবে ৷ এটি আইফোন, স্যামসাং ও Xiaomi 14 Ultra মোবাইলের সঙ্গেও জোরকদমে টক্কর দেবে ৷

আরও পড়ুন:

  1. কীভাবে বাঁচাবেন আইফোনের ব্যটারি? রইল 5টি সেরা উপায়
  2. ইসরোর মুকুটে নয়া পালক, সফল পিএস4 ইঞ্জিনের পরীক্ষা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.