হায়দরাবাদ: OnePlus প্যাডের জন্য OxygenOS 15 ভারতে লঞ্চ করল OnePlus। সোমবার ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামের মাধ্যমে সফটওয়্যার আপডেটটির ব্যাপারে জানানো হয়েছে । নতুন OxygenOS 15-এ রয়েছে AI এর সুবিধা ৷ এছাড়াও আছে, অ্যানিমেশন, ফ্লাক্স থিমের সাহায্যে ভিজ্যুয়াল পরিবর্তনের ও ইউজার ইন্টারফেসের সুবিধা ৷ জানানো হয়েছে, ভারতে OnePlus ব্যবহারকারীরা নতুন আপডেটটি ইতিমধ্যেই ব্যবহার করতে পারছেন ৷ আগামী সপ্তাহের মধ্যেই এটি উত্তর আমেরিকা ও ইউরোপের মতো দেশগুলিতে লঞ্চ করবে ৷
এবার জেনে নেওয়া OxygenOS 15 আপডেট কিভাবে ইনস্টল করতে হবে
OnePlus প্যাডে OxygenOS 15 আপডেট ইনস্টল করার জন্য আগে দেখে নিতে হবে সেটির নোটিফিকেশন এসেছে কি না ৷ সেইমতো প্রথমে
- সেটিংসে গিয়ে সেটি ক্লিক করতে হবে
- সিস্টেম আপডেটে যেতে হবে
- উপরের ডানদিকের বোতামে ক্লিক করে এবং 'আপডেট ইনস্টল' করলেই হবে
OxygenOS 15 আপডেট
1. ভিজ্যুয়াল: সর্বশেষ আপডেটে, OnePlus প্যাডের UI (ইউজার ইন্টারফেস) জুড়ে একটি ভিজ্যুয়াল ফিচার রয়েছে । হোম এবং লক স্ক্রিন কাস্টমাইজেশন বিকল্পগুলির সঙ্গে ফ্লাক্স থিম যুক্ত করা হয়েছে । AI অটো-ফিলস, ক্লক কালার ব্লেন্ডিং এবং গ্লাস টেক্সচারের মতো কাস্টমাইজেশনের সুবিধা থাকবে নতুন আপডেটে ৷
2. AI ফিচার: সর্বশেষ আপডেটটিতে AI ফিচার ব্যবহারে সুবিধা রয়েছে ৷ এটিতে এআই লেখার স্যুট রয়েছে যার সাহায্যে সহজেই কোনও বিষয়ের উপর লেখা যাবে ৷ AI-এর সাহায্যে ভয়েস নোট থেকে 'উম', 'আহ', 'হুম' ইত্যাদির মতো ফিলার শব্দগুলি সরিয়ে দেয়। AI রিফ্লেকশন রিমুভার ফিচারটি ছবি থেকে কোনওরকম অযাচিত বিষয় সরিয়ে দেয় ৷ সেলফি এবং ছবিগুলি আরও উন্নত করে ।
3. লাইভ অ্যালার্ট: আপডেটটি লাইভ অ্যালার্টের ক্ষেত্রেও ভিজ্যুয়াল পরিবর্তন করেছে ৷ ফলে এবার আরও দক্ষতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি যেকোনও নোটিফিকেশন এলে দ্রুত বুঝতে পারেবেন । নোটিফিকেশনটি ওপেন করলে সেটিতে বিশেষ ডিজাইন এবং অ্যানিমেশন থাকবে।
4. ক্যামেরা অ্যাপ এবং ফিল্টার: সর্বশেষ আপডেটটিতে ক্যামেরা অ্যাপেও কয়েকটি পরিবর্তন দেখা যাবে ৷ ছবি তোলা ও সেটির এডিট করা আরও সহজ ৷ ক্যামেরা অ্যাপে ফিল্টার ফিচারের পরিবর্তন আসবে ৷
5. চার্জিং সময়: নতুন অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক আপডেটে চার্জিং-এর ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন এসেছে ৷ ব্যাটারি ভালো রাখতে ও দীর্ঘদিন ব্যাটারি লাইফ বাজায় রাখতে ডিভাইসের সর্বোচ্চ চার্জিং 80 শতাংশ পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে ৷