ETV Bharat / technology

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর! বিরাট পরিবর্তন ইউটিউব শর্টসে

এবার আর ছোটো ভিডিয়ো নয়, সর্বোচ্চ তিন মিনিটের ভিডিয়ো আপলোড করা যাবে ইউটিউব শর্টসে ৷ এতদিন এই সেগমেন্ট 60 সেকেন্ডের ভিডিয়ো আপলোড করা যেত ৷

author img

By ETV Bharat Tech Team

Published : 4 hours ago

YOUTUBE SHORTS
ইউটিউব শর্টের নতুন বৈশিষ্ট্য (ইটিভি ভারত)

হায়দরাবাদ: এবার আরও সুবিধে কনটেন্ট ক্রিয়েটরদের ৷ YouTube Shorts-এর ব্যবহার সহজ ও আনন্দদায়ক করতে নুতন আপডেট ঘোষণা করেছে সংস্থাটি। ইউটিউব-এর তরফে জানানো হয়েছে এবার থেকে বড় ভিডিয়ো আপলোড করা যাবে ৷ বেশ কিছুদিন ধরেই কনটেন্ট ক্রিয়েটররা ইউটিউবে জানাচ্ছিলেন শর্টস-এর সময় বাড়ানোর জন্য ৷

গবেষকদের যুগান্তকারী আবিষ্কার, দুর্ঘটনা রুখবে রোড সেফটি সেন্সর

উল্লেখ্য, 2020 সালে ইনস্টাগ্রাম 'রিলস'-এর বিকল্প হিসেবে চালু করা হয়েছিল ইউটিউব শর্টস ৷ যেখানে ব্যবহারকারীরা শুধুমাত্র 60 সেকেন্ড পর্যন্ত ভিডিয়ো রেকর্ড করতে পারে। সম্ভব্য 15 অক্টোবর থেকে নতুন সুবিধা পাবেন তাঁরা ৷ 60 মিনিটের পরিবর্তে 3 মিনিট পর্যন্ত ভিডিয়ো রেকর্ড করতে পারবেন ৷ তবে 60 মিনিটের ভিডিয়ো আপলোড করতে চাইলেও কোনও সমস্যা হবে না ৷

রয়েছে আইফোনের মতো ক্যামেরা কন্ট্রোল সুইচ ও ডুয়েল ডিসপ্লে

YouTube Shorts-এর অন্যান্য আপডেট

ভিডিয়ো আপলোডের সময় বৃদ্ধির পাশাপাশিব বেশ কয়েকটি নুতন সুবিধা যোগ হয়েছে ইউটিউবে ৷ নতুন ফিচারে YouTube Shorts ভিডিয়ো কনটেন্ট ক্রয়িটরের কনটেন্ট মাঝে থাকবে ৷ দর্শকদের যাতে চোখে পড়ে তার জন্য এই সুবিধা ৷ এছাড়াও ব্যবহারকারীরা টেমপ্লেট দিয়ে শর্টসও বানাতে পারবেন ৷ সেখানে ভয়েসওভার যোগ করার সুবিধা রয়েছে ৷ সেইসঙ্গে ভিডিয়ো-র কোনও ছোট অংশে 'রিমিক্স' ট্যাপ করে এবং 'এই টেমপ্লেটটি ব্যবহার করুন' অংশটি নির্বাচন করে টেমপ্লেটটি ব্যবহার করে দেখার সুবিধা রয়েছে । ইউটিউবের নতুন ফিচার তাদের পছন্দের কোনও ভিডিয়ো, মিউজিক ভিডিয়ো এবং অন্যান্য দৃশ্যকে রিমিক্স ক্লিপ করতে আরও সহজ করবে ৷

মেটার স্মার্টগ্লাস, ভিন দেশি বন্ধুকে কাছে আনবে এক লহমায়

ইটিউবের নতুন ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে ৷ 'শো কম শর্টস দেখান' নামে একটি বিকল্প-সহ শর্টস কাস্টমাইজ করার অনুমতি দেবে। হোম ফিডে যেকোনো Shorts গ্রিডের উপরের ডানদিকে মেনুতে ক্লিক করে ব্যবহারকারীরা এই সেটিংটি বেছে নিতে পারেন। এটি দর্শকদের হোম ফিডে কম শর্টস দেখারও অপশন দেবে ।

হোয়াটসঅ্যাপে চাকরির টোপ, একটু ভুলে ঠাঁই হতে পারে শ্রীঘরে

হায়দরাবাদ: এবার আরও সুবিধে কনটেন্ট ক্রিয়েটরদের ৷ YouTube Shorts-এর ব্যবহার সহজ ও আনন্দদায়ক করতে নুতন আপডেট ঘোষণা করেছে সংস্থাটি। ইউটিউব-এর তরফে জানানো হয়েছে এবার থেকে বড় ভিডিয়ো আপলোড করা যাবে ৷ বেশ কিছুদিন ধরেই কনটেন্ট ক্রিয়েটররা ইউটিউবে জানাচ্ছিলেন শর্টস-এর সময় বাড়ানোর জন্য ৷

গবেষকদের যুগান্তকারী আবিষ্কার, দুর্ঘটনা রুখবে রোড সেফটি সেন্সর

উল্লেখ্য, 2020 সালে ইনস্টাগ্রাম 'রিলস'-এর বিকল্প হিসেবে চালু করা হয়েছিল ইউটিউব শর্টস ৷ যেখানে ব্যবহারকারীরা শুধুমাত্র 60 সেকেন্ড পর্যন্ত ভিডিয়ো রেকর্ড করতে পারে। সম্ভব্য 15 অক্টোবর থেকে নতুন সুবিধা পাবেন তাঁরা ৷ 60 মিনিটের পরিবর্তে 3 মিনিট পর্যন্ত ভিডিয়ো রেকর্ড করতে পারবেন ৷ তবে 60 মিনিটের ভিডিয়ো আপলোড করতে চাইলেও কোনও সমস্যা হবে না ৷

রয়েছে আইফোনের মতো ক্যামেরা কন্ট্রোল সুইচ ও ডুয়েল ডিসপ্লে

YouTube Shorts-এর অন্যান্য আপডেট

ভিডিয়ো আপলোডের সময় বৃদ্ধির পাশাপাশিব বেশ কয়েকটি নুতন সুবিধা যোগ হয়েছে ইউটিউবে ৷ নতুন ফিচারে YouTube Shorts ভিডিয়ো কনটেন্ট ক্রয়িটরের কনটেন্ট মাঝে থাকবে ৷ দর্শকদের যাতে চোখে পড়ে তার জন্য এই সুবিধা ৷ এছাড়াও ব্যবহারকারীরা টেমপ্লেট দিয়ে শর্টসও বানাতে পারবেন ৷ সেখানে ভয়েসওভার যোগ করার সুবিধা রয়েছে ৷ সেইসঙ্গে ভিডিয়ো-র কোনও ছোট অংশে 'রিমিক্স' ট্যাপ করে এবং 'এই টেমপ্লেটটি ব্যবহার করুন' অংশটি নির্বাচন করে টেমপ্লেটটি ব্যবহার করে দেখার সুবিধা রয়েছে । ইউটিউবের নতুন ফিচার তাদের পছন্দের কোনও ভিডিয়ো, মিউজিক ভিডিয়ো এবং অন্যান্য দৃশ্যকে রিমিক্স ক্লিপ করতে আরও সহজ করবে ৷

মেটার স্মার্টগ্লাস, ভিন দেশি বন্ধুকে কাছে আনবে এক লহমায়

ইটিউবের নতুন ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে ৷ 'শো কম শর্টস দেখান' নামে একটি বিকল্প-সহ শর্টস কাস্টমাইজ করার অনুমতি দেবে। হোম ফিডে যেকোনো Shorts গ্রিডের উপরের ডানদিকে মেনুতে ক্লিক করে ব্যবহারকারীরা এই সেটিংটি বেছে নিতে পারেন। এটি দর্শকদের হোম ফিডে কম শর্টস দেখারও অপশন দেবে ।

হোয়াটসঅ্যাপে চাকরির টোপ, একটু ভুলে ঠাঁই হতে পারে শ্রীঘরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.