ETV Bharat / technology

কবে ফিরবেন সুনীতা, আজ রাতে মহাকাশ থেকে পৃথিবীতে 'বার্তা' - Earth to Space Call - EARTH TO SPACE CALL

NASA: মহাকাশে সুনীতা উইলিয়ামস ও সঙ্গী ব্যারি উইলমোরকে রেখেই ফিরে এসেছে মহাকাশ যান স্টারলাইনার ক্যাপসুল ৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনে কেমন কাটছে দুই মহাকাশচারীর দিন ৷

NASA
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর (ছবি নাসা)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 13, 2024, 3:25 PM IST

ওয়াশিংটন: নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর ৷ কেমন আছেন সেখান, আজ জানাবেন সেকথা ৷ মহাকাশ থেকে পৃথিবীতে যোগাযোগ করবেন ৷ ভারতীয় সময় রাত 11টা বেজে 45 মিনিটে একটি নাসার সঙ্গে কথা বললেন এই দুই মহাকাশচারী ।NASA অ্যাপ এবং NASA ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।

সুনীতারা মহাকাশে! পৃথিবীতে একাই ফিরে এলো স্টারলাইনার, রইল ভিডিয়ো

চলতি মাসের 6 তারিখ বোয়িং স্টারলাইনার পৃথিবীতে ফিরে এসেছে ৷ নাসা প্রকাশিত তথ্য অনুযায়ী, বোয়িং স্টারলাইনার 5 জুন কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা থেকে চালু হয়েছিল। 6 জুন মহাকাশ স্টেশনে পৌছয়। অনুসন্ধান শেষে 10 দিনের মধ্য়ে ফিরে আসার পরিকল্পনা ছিল ৷ মহাকাশযান স্টারলাইনার-এ হাঠাৎ হিলিয়াম লিকেজ ও যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় দুই মহাকাশচারীকে স্পেস স্টেশনে রেখেই পৃথিবী ফিরে আসে স্টারলাইনার ৷ 6 সেপ্টেম্বর নিউ মেক্সিকোতে হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে নিরাপদে অবতরণ করে। তারপর থেকে মহাকাশে আটকে পড়েছেন ভারতীয় বংশোদ্বুত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর ৷

স্পেস স্টেশনে কেমন আছেন সুনীতা, মহাকাশ অভিযান কীভাবে প্রভাবিত করে মহাকাশচারীদের স্বাস্থ্য

তবে দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর 2025 সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরে আসতে পারেন বলে মনে করা হচ্ছে। তাঁদেরকে ফিরিয়ে আনতে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান কয়েক দিনের মধ্যে রওনা হবে বলে জানা গিয়েছে ৷ ইলন মাক্সের সংস্থা স্পেস এক্স-এর সঙ্গে যৌথভাবে ক্র-9 মিশন শুরু করতে চলতে নাসা ৷ 2025-এ SpaceX-এর 'ড্রাগন' রওনা দেবে সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে ৷ এই মহাকাশ যানে থাকবেন দুই ক্রু ৷ এই প্রথম কোনও বেসরকারি স্পেস শাটল মহাকাশে আটকে থাকা দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনতে পাড়ি দিচ্ছে ৷

সূত্র: সংবাদ সংস্থা এএনআই

ওয়াশিংটন: নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর ৷ কেমন আছেন সেখান, আজ জানাবেন সেকথা ৷ মহাকাশ থেকে পৃথিবীতে যোগাযোগ করবেন ৷ ভারতীয় সময় রাত 11টা বেজে 45 মিনিটে একটি নাসার সঙ্গে কথা বললেন এই দুই মহাকাশচারী ।NASA অ্যাপ এবং NASA ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।

সুনীতারা মহাকাশে! পৃথিবীতে একাই ফিরে এলো স্টারলাইনার, রইল ভিডিয়ো

চলতি মাসের 6 তারিখ বোয়িং স্টারলাইনার পৃথিবীতে ফিরে এসেছে ৷ নাসা প্রকাশিত তথ্য অনুযায়ী, বোয়িং স্টারলাইনার 5 জুন কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা থেকে চালু হয়েছিল। 6 জুন মহাকাশ স্টেশনে পৌছয়। অনুসন্ধান শেষে 10 দিনের মধ্য়ে ফিরে আসার পরিকল্পনা ছিল ৷ মহাকাশযান স্টারলাইনার-এ হাঠাৎ হিলিয়াম লিকেজ ও যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় দুই মহাকাশচারীকে স্পেস স্টেশনে রেখেই পৃথিবী ফিরে আসে স্টারলাইনার ৷ 6 সেপ্টেম্বর নিউ মেক্সিকোতে হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে নিরাপদে অবতরণ করে। তারপর থেকে মহাকাশে আটকে পড়েছেন ভারতীয় বংশোদ্বুত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর ৷

স্পেস স্টেশনে কেমন আছেন সুনীতা, মহাকাশ অভিযান কীভাবে প্রভাবিত করে মহাকাশচারীদের স্বাস্থ্য

তবে দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর 2025 সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরে আসতে পারেন বলে মনে করা হচ্ছে। তাঁদেরকে ফিরিয়ে আনতে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান কয়েক দিনের মধ্যে রওনা হবে বলে জানা গিয়েছে ৷ ইলন মাক্সের সংস্থা স্পেস এক্স-এর সঙ্গে যৌথভাবে ক্র-9 মিশন শুরু করতে চলতে নাসা ৷ 2025-এ SpaceX-এর 'ড্রাগন' রওনা দেবে সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে ৷ এই মহাকাশ যানে থাকবেন দুই ক্রু ৷ এই প্রথম কোনও বেসরকারি স্পেস শাটল মহাকাশে আটকে থাকা দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনতে পাড়ি দিচ্ছে ৷

সূত্র: সংবাদ সংস্থা এএনআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.