হায়দরাবাদ: এক্সপ্রেস ডেলিভারির পর আবারও নতুন পরিষেবা চালু করতে চলেছে ফ্যাশন ওয়েবসাইট Myntra ৷ Flipkart মালিকানাধীন ফ্যাশন ওয়েবাসাইট Myntra চালু করতে চলেছে তাদের নতুন M-Now পরিষেবা ৷ এবার গ্রাহকরা 30 মিনিটের মধ্যে তাদের অর্ডার করা জিনিস পেয়ে যাবেন ৷ Myntra হল ফ্লিপকার্ট গ্রুপের একটি অংশ। যেটি আমেরিকান ওয়ালমার্টের মালিকানাধীন।
16 বছরের কম বয়সিদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা, বিল পাশ অস্ট্রেলিয়া সেনেটে
ফ্যাশন থেকে শুরু করে বিউটি এক্সেসরিজ, ঘর সাজানো-সহ 10 হাজারেরও বেশি পণ্যের সম্ভার রয়েছে এই ওয়েবসাইটে ৷ আগামী কয়েকমাসের মধ্যে এই স্টক 1 লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্য মাত্রা স্থির করেছে ফ্যাশন ওয়েবসাইটটি ৷ Myntra বিশ্বের প্রথম ফ্যাশন ওয়েবসাইট যারা M-Now এক্সপ্রেস পরিষেবা শুরু করছে গ্রাহকদের জন্য ৷
ই-কমার্স সংস্থা Amazon Fashion, Reliance Ajio এবং অন্যান্য অনলাইন ফ্যাশন ই-কমার্স সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা করতেই তাদের নতুন পরিষেবা চালু করছে । বার্তমানে এই ফ্যাশন ই-কমার্স সাইটটির ভারতীর বাজারে 16-17 বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে । 2028 সালের মধ্যে, 40-45 বিলিয়ন ডলারে নিয়ে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়েছে ৷
এই প্রসঙ্গেই Myntra সিইও নন্দিতা সিনহা বলেন, "বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে ব্যবসা শুরু করেছে Myntra ৷ ভারতের ফ্যাশনের বাজারেও এক পরিবর্তন এনেছে ৷ আমরা M-Now পরিষেবা চালুর পাশাপাশি অন্যান্য পণ্য যাতে দ্রুত ডেলিভারি করা যায় সেই দিকে গুরুত্ব দিচ্ছি ৷ ফ্যাশন ছাড়াও অন্যান্য পণ্য যাতে নতুন M-Now পরিষেবার তালিকায় আনা যায় সেটাই লক্ষ্য ৷"
M-Now পরিষেবার মাধ্যমে গ্রাহকদের কাছে সব ব্র্যান্ডের পণ্য দ্রুত পৌঁছে দিতে সাহায্য করবে Myntra। ফলে গ্রাহকরা তাদের পছন্দের ব্র্যান্ডের জিনিস কেনার সঙ্গে সঙ্গে সেটি ডেলিভারি পেয়ে যাবেন ৷ বর্তমানে বেঙ্গালুরুতে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে । আগামী মাসে মুম্বই, দিল্লি, পুনে এবং অন্যান্য শহরের বাসিন্দারাও এই পরিষেবাটি উপভোগ করতে পারবেন।
Myntra-র তরফে জানানো হয়েছে কোম্পানিটি ইতিমধ্যেই M-Now প্লাটফর্মের অধীনে কাজ শুরু করেছে ৷ গ্রাহকদের প্রত্যাশা মেটাতে পেরেছে ৷ সংস্থাটি বর্তমানে প্রতি মাসে 7 কোটিরও বেশি গ্রাহককে ফ্যাশন সামগ্রী সরবরাহ করে । 2022 সালের শুরুতে বেঙ্গালুরু-ভিত্তিক এই কোম্পানি এম-এক্সপ্রেস পরিষেবার চালু করেছিল মেট্রোশহরগুলিতে ৷ যার লক্ষ্য একটি অর্ডার দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ করা । এবার 30 মিনিটের মধ্যে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে M-Now পরিষেবা চালু করতে চলেছে ৷