হায়দরাবাদ: ভারতের বাজারে এসেছে Moto G35 5G ৷ সদ্য লঞ্চ করা এই হ্যান্ডসেটটিতে রয়েছে Unisoc T760 চিপসেট ও 4GB LPDDR4x ব়্যাম ৷ এটির ব্যাক সাইডে 50-মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে । সেলফি তোলার জন্য এতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে । পাশাপাশি 6.72-ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন কর্নিং গরিলা গ্লাস থাকায় স্ক্রিন সহজে ড্যামেজ হবে না ৷ এবার জেনে নেওয়া যাক Moto G35 5G দাম ও অন্যান্য ফিচার ৷
Moto G35 5G বৈশিষ্ট্য: Moto G35 5G-তে 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে । এটির 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে । এতে কর্নিং গরিলা গ্লাস 3 সুরক্ষা রয়েছে । ডিভাইসটিতে এইচ ভিশন বুস্টার এবং নাইট ভিশন মোডও রয়েছে । এতে 4GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 অনবোর্ড স্টোরেজ-সহ Unisock T760 চিপসেট রয়েছে । ফোনটিতে Android 14 সফটওয়্যার দেওয়া হয়েছে ৷
50-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ: Moto G35 5G ক্যামেরাও বেশ আকর্ষণীয় ৷ এতে 50-মেগাপিক্সেল কোয়াড-পিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও সেন্সর-সহ 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্যামেরা রয়েছে । সেলফি এবং ভিডিয়ো কলের জন্য 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে । এছাড়াও ফোনটিতে ডলবি অ্যাটমস-সহ স্টেরিও স্পিকার রয়েছে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় এটি সহজে ওপেন করা যায় । এতে প্রক্সিমিটি, অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, এসএআর সেন্সর এ-কম্পাস ইত্যাদি ফিচার রয়েছে ৷ যেগুলি সাধারণত প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোনে থাকে ৷
5000mAh ব্যাটারি: জি সিরিজের এই ফোন কোম্পানি একটি 5000mAh ব্যাটারি দিয়েছে । এখানে 20W চার্জিং সাপোর্ট করে । ফোনটি 5G ইন্টারনেট সাপোর্ট করে, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, GPS, A-GPS, LTEPP, GLONASS, Galileo, QZSS, একটি 3.5mm জ্যাক এবং একটি USB Type-C পোর্ট রয়েছে । স্মার্টফোনটির আকার 166.29 x 75.98 x 7.79 মিমি এবং ওজন 185 গ্রাম । 1 টিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজের সুবিধা আছে ৷
ভারতে Moto G35 5G দাম: Moto G35 5G ভারতে 4GB ব়্যাম + 128GB স্টোরেজ একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে । দাম 9 হাজার 999 টাকা। ফোনটি Flipkart এবং অফিসিয়াল Motorola India Store থেকে কিনতে পারবেন গ্রাহকরা । ফোনটি পেরু রেড, লিফ গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে ।