নয়াদিল্লি, 26 জুন: গুগল চ্যাট জিপিটি-র পর এবার মেটা নিয়ে এল অ্যাডভান্সড এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা লামা 3 (Llama 3) ৷ যেটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে ব্যবহার করা যাবে ৷ মেটার এই চ্যাটবটে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ বেশ কয়েকমাস ধরে পরীক্ষা-নিরীক্ষার পর মেটা ভারতে এই কত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চালু করল মেটা ৷ এতদিন পর্যন্ত এআই চ্যাট জিপিটি বাজারে দাপিয়ে বেড়াচ্ছিল ৷
বিশ্বের অন্য়ান্য দেশের তুলনায় ভারত মেটার (Meta AI Chatbot) অন্যতম বড় বাজার । দেশের মেটার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা কয়েক কোটির বেশি ৷ তাই তাদের জন্য চ্য়াটবটের সুবিধা আনার পরিকল্পনা বেশ কিছু দিন ধরেই করছিল মেটা কর্তৃপক্ষ ৷ 2023-এর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডায় এটি চালু হলেও, ভারতে এটি সদ্য চালু হয়েছে ৷
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যাবে ইংরেজি ভাষায়। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জারেও এই চ্যাটবটটি ব্যবহার করা যাবে। যার সাহায্যে মেসেজের রিপ্লাই দেওয়া থেকে শুরু করে একাধিক কাজ করা যাবে ৷ সার্চবারে মেটা এআই সার্চ করলে সঙ্গে সঙ্গে চ্যাট পেজে খুলে যাবে। সেখানে চ্যাট করার অপশন চলে আসবে। ‘চ্যাটজিপিটি’র মতোই কাজ করবে মেটা এআই। চ্যাট জিপিটির মতোই কাজ করবে মেটার এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা (Llama 3) ৷
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে চলতি সমস্ত চ্যাটবটের সঙ্গে টক্কর দিতে সক্ষম মেটার এই ফিচার। মেটা এআই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং মেসেঞ্জারে ব্যবহার করা যাবে। এর জন্য কোনও টাকা দিতে হবে না ব্যবহারকারীকে ৷ শুধুমাত্র মেসেজের ক্ষেত্রেই নয়, ছবি নির্বাচনে বিশেষভাবে সাহায্য করবে মেটার এই বিশেষ এআই ৷ উদাহরণস্বরূপ বলা যায় আপনার যে ধরনের ইমেজ দরকার, সেটি মেটায় লিখলেই এআই সেইমতো ছবি নির্বাচন করে দেবে ৷