হায়দরাবাদ: জার্মান বিলাসবহুল কোম্পানি মার্সিডিজ বেঞ্জ নতুন বছরে লঞ্চ করতে চলেছে ইলেকট্রিক এসইউ ভি G-Wagon, G580 ৷ গাড়ি প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে 9 জানুয়ারি, 2025-এ ভারতে লঞ্চ করবে নতুন মডেলটি ৷ G580, আন্তর্জাতিকভাবে EQG নামে পরিচিত ৷ এতে রয়েছে জি-টার্ন ফিচার ৷ এটি সংস্থার ইলেকট্রকি ভেহিকেল ৷
মার্সিডিজ বেঞ্জ জি 580-এর ডিজাইন
G580 মডেলে আগের জি-ক্লাসের আইকনিক ডিজাইন বজায় রাখা হয়েছে ৷ তবে এটিতে বৈদ্যুতিক পাওয়ারট্রেন ব্যবহার করা হয়েছে । সামনের দিকে, গ্রিলটি অষ্টভুজাকার প্যানেল ৷ সেটিতে লাইটের ব্যবহার করা হয়েছে ৷ এছড়াও রয়েছে মার্সিডিজ বেঞ্জের লোগো ৷ ব্যবহারকারীদের সুবিধার জন্য চার্জিং কেবিল বা টেলগেট-মাউন্ট করা অতিরিক্ত চাকা রাখার জন্য ডিজাইনার স্টোরেজ বক্স রয়েছে ৷ SUV-এর অ্যারোডাইনামিকস উন্নত করতে, পিছনের চাকা, বনেট, এ-পিলার ক্ল্যাডিং এবং পিছনের স্পয়লারের পরিবর্তন করা হয়েছে ।
মার্সিডিজ বেঞ্জ জি 580 অভ্যন্তরীণ ডিজাইন
G580 এর ভিতরটিও আগের জি-ক্লাস মডেলের মতো । ড্যাশবোর্ডে রয়েছে ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের জন্য দুটি 12.3-ইঞ্চি স্ক্রিন । এছাড়াও, বৈদ্যুতিক SUV হলেও 360-ডিগ্রি ক্যামেরার দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে যোগ হয়েছে নতুন G টান ফিচার অর্থাৎ 360 ডিগ্রি ঘুরতে পারবে মার্সিডিজ বেঞ্জ জি 580 ৷
Mercedes Benz G580 এর ইঞ্জিন স্পেসিফিকেশন
Mercedes Benz G580-তে রয়েছে চারটি ইলেকট্রিক মোটর ৷ গাড়ি প্রস্তুত কারক সংস্থাটির তরফে জাননো হয়েছে, প্রতিটি চাকার জন্য একটি মোটর দেওয়া হয়েছে । বৈদ্যুতিক SUV -টি 586 bhp এর পাওয়ার আউটপুটের ক্ষমতা ৷ এটি 1,165 Nm টর্ক উৎপন্ন করে ৷ 5 মিনিটের মধ্যে 0-100 kmph থেকে 180 kmph এর সর্বোচ্চ গতিতে পৌঁছাতে পারে ৷ এটি ইলেকট্রিক গড়ি হলেও দ্রুত স্পিড বাড়াতে পারে ৷ G580-এ 116kWh ব্যাটারি রয়েছে ৷ একবার চার্জ দিলে 473 কিমি রাস্তা যেতে পারে ৷ এটি 200kW DC ফাস্ট চার্জিং সাপোর্ট করে ৷ 32 মিনিটের মধ্যে 10-80 শতাংশ চার্জ হয়ে যায় । গাড়িতে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারি ইস্পাত মই-ফ্রেম চ্যাসিসে স্থাপন করা হয়েছে ।
Mercedes Benz G580-এর রোড স্পেসিফিকেশন
G580-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 250 মিমি, একটি ওয়াটার-ওয়েডিং (Water Wading) ক্ষমতা 850 মিমি, অ্যাপ্রোচ, ডিপার্চার এবং ব্রেকওভার অ্যাঙ্গেল যথাক্রমে 32, 30.7 এবং 20.3 ডিগ্রি । অন্যান্য অফ-রোডিং কার্যকারিতার মধ্যে রয়েছে জি-টার্ন ফিচার ৷ এটি এমন একটি ফিচার যেটি SUV কে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে সাহায্য করে ৷