ETV Bharat / technology

10 হাজারের কমে 5জি মোবাইল, দেখে নিন ইনফিনিক্স হট 50র ফিচার - Infinix Hot 50 5G

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 6, 2024, 2:56 PM IST

Infinix unveils Hot 50 5G smartphone: Infinix-এর এই নতুন স্মার্টফোন ফোনটিতে একটি 6.7 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। 5G প্রযুক্তির উপর ভিত্তি করে। শুধু তাই নয়, এতে আরও অনেক ফিচার রয়েছে এবং দামও সাশ্রয়ী।

Infinix unveils Hot 50 5G smartphone
Infinix Hot 50 5G স্মার্টফোন (ছবি Infinix)

হায়দরাবাদ: স্মার্টফোন নির্মাতা Infinix ভারতীয় বাজারে আনল তাদের নতুন স্মার্টফোন Infinix Hot 50 5G ৷ এই স্মার্টফোনে রয়েছে 8 জিবি র‍্যাম ও অন্যান্য আকর্ষনীয় ফিচার । এটি 9 হাজার টাকাতেই পাওয়া যাবে এই স্মার্টফোন ৷ তবে স্মার্টফোনটির দাম 10 হাজার টাকা ৷ এক হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে লঞ্চিং অফারে ৷

Infinix Hot 50 5G

  • স্টোরেজ: 4GB/8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ
  • ডিসপ্লে: 6.7-ইঞ্চি HD+
  • প্রদর্শন বৈশিষ্ট্য: 120Hz রিফ্রেশ হার
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট
  • রেয়ার ক্যামেরা: 48MP
  • ফ্রন্ট ক্যামেরা: 8MP
  • ব্যাটারি/চার্জিং: 5,000mAh ব্যাটারি, দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে

মোবাইলে ভিডিয়ো গেম খেলেতে ভালো লাগে! সস্তায় গেমিং স্মার্টফোন কিনতে চান ?

ক্যামেরা সেটআপ

দাম 10 হাজারের মধ্যে হলেও এই মোবাইলের ক্যামেরা সেটআপ বেশ ভালো ৷ Infinix Hot 50 5G-এ রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা ৷ যেটির ডেপথ সেন্সর রয়েছে । সেলফি এবং ভিডিয়ো কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। একটি 5000mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে । স্মার্টফোনটি 7.8 মিলিমিটার পুরু ৷

দাম কত: কোম্পানি Infinix Hot 50 5G-এর 4GB + 128GB ভেরিয়েন্টের দাম ধার্য করেছে 9999 টাকায় ৷ এই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এই ফোনের বিক্রি শুরু হবে 9 সেপ্টেম্বর থেকে। স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে কিনতে পারেন। এখন Axis Bank ক্রেডিট এবং ডেবিট কার্ড এবং Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে ৷ সমস্ত ছাড় দেওয়ার পর ফোনটির দাম 8,999 টাকা হচ্ছে ৷

শীঘ্র ভারতের বাজারে আসছে Realme Narzo 70 Turbo 5G, রয়েছে ডাইমেনশন 7300 এনার্জি চিপসেট

হায়দরাবাদ: স্মার্টফোন নির্মাতা Infinix ভারতীয় বাজারে আনল তাদের নতুন স্মার্টফোন Infinix Hot 50 5G ৷ এই স্মার্টফোনে রয়েছে 8 জিবি র‍্যাম ও অন্যান্য আকর্ষনীয় ফিচার । এটি 9 হাজার টাকাতেই পাওয়া যাবে এই স্মার্টফোন ৷ তবে স্মার্টফোনটির দাম 10 হাজার টাকা ৷ এক হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে লঞ্চিং অফারে ৷

Infinix Hot 50 5G

  • স্টোরেজ: 4GB/8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ
  • ডিসপ্লে: 6.7-ইঞ্চি HD+
  • প্রদর্শন বৈশিষ্ট্য: 120Hz রিফ্রেশ হার
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট
  • রেয়ার ক্যামেরা: 48MP
  • ফ্রন্ট ক্যামেরা: 8MP
  • ব্যাটারি/চার্জিং: 5,000mAh ব্যাটারি, দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে

মোবাইলে ভিডিয়ো গেম খেলেতে ভালো লাগে! সস্তায় গেমিং স্মার্টফোন কিনতে চান ?

ক্যামেরা সেটআপ

দাম 10 হাজারের মধ্যে হলেও এই মোবাইলের ক্যামেরা সেটআপ বেশ ভালো ৷ Infinix Hot 50 5G-এ রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা ৷ যেটির ডেপথ সেন্সর রয়েছে । সেলফি এবং ভিডিয়ো কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। একটি 5000mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে । স্মার্টফোনটি 7.8 মিলিমিটার পুরু ৷

দাম কত: কোম্পানি Infinix Hot 50 5G-এর 4GB + 128GB ভেরিয়েন্টের দাম ধার্য করেছে 9999 টাকায় ৷ এই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এই ফোনের বিক্রি শুরু হবে 9 সেপ্টেম্বর থেকে। স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে কিনতে পারেন। এখন Axis Bank ক্রেডিট এবং ডেবিট কার্ড এবং Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে ৷ সমস্ত ছাড় দেওয়ার পর ফোনটির দাম 8,999 টাকা হচ্ছে ৷

শীঘ্র ভারতের বাজারে আসছে Realme Narzo 70 Turbo 5G, রয়েছে ডাইমেনশন 7300 এনার্জি চিপসেট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.