ETV Bharat / technology

বাংলাতেও লিঙ্কডইন, যোগ হল চারটি আঞ্চলিক ভাষা - LinkedIn adds 10 new language

Linkedin Added 10 new Language: সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডইন ব্যবহারকারীদের জন্য 10টি নতুন বিকল্প ভাষা ব্যবহারের সুবিধা দিয়েছে । যার মধ্যে রয়েছে 4টি আঞ্চলিক ভারতীয় ভাষা।

Linkedin
Linkedin (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 1, 2024, 9:34 AM IST

হায়দরাবাদ: সোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কডইন-এর 10টি নতুন ভাষা বিকল্প হিসেবে যোগ করা হয়েছে ৷ যার মধ্যে চারটি আঞ্চলিক ভাষা রয়েছে ৷ বাংলা, মারাঠি, তেলেগু, পাঞ্জাবি-সহ ভিয়েতনামী, গ্রীক, ফার্সি, ফিনিশ, হিব্রু, হাঙ্গেরিয়ান ভাষা যুক্ত হয়েছে বিকল্প হিসেবে। নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হয়েছে এবার থেকে হিন্দি-সহ পাঁচটি ভারতীয় ভাষা সমর্থন করবে লিঙ্কডইন ৷

মিলিটারি গ্রেড মেটিরিয়ালে তৈরি এই স্মার্টফোন জল-ধুলোতেও অক্ষত

LinkedIn-এ ভারতীয় ভাষার সংযোজন: নতুন যোগ করা বিদেশী ভাষাগুলির মধ্যে রয়েছে ভিয়েতনামী, ফার্সি, গ্রীক, হিব্রু, ফিনিশ এবং হাঙ্গেরিয়ান ভাষা। এছাড়াও, ব্যবহারকারীরা এখন ভারতীয় ভাষা যেমন বাংলা, মারাঠি, পাঞ্জাবি, তেলেগু-র মতো আঞ্চলিক ভাষাও বিকল্প হিসেবে লিঙ্কডইন-এ ব্যবহার করতে পারবেন। লিঙ্কডইন-এ ইতিমধ্যেই হিন্দি ভাষার ব্যবহারের সুবিধা আছে ৷ এবার যুক্ত হল নতুন 10টি ভাষা ৷

10 হাজার টাকার দাম কমল স্যামসং-এর প্রিমিয়াম সিরিজ স্মার্টফোনের

মোট 26টি ভাষা ব্যবহার করা হচ্ছে: নুতন 10টি ভাষা যুক্ত হওয়ার পর লিঙ্কডইন প্ল্যাটফর্মে ব্যবহৃত মোট ভাষার সংখ্যা হল 26টি ৷ এবার কাজ করা আরও সহজ হবে ৷ এমনটাই জানিয়েছেন লিঙ্কডইন-এর চিফ প্রোডাক্ট অফিসার তোমার কোহেন ৷

LinkedIn-এ ভাষা পরিবর্তন : নতুন সুবিধা ব্যবহারের জন্য ডিভাইসে ওয়েবপৃষ্ঠা বা অ্যাপ খুলতে হবে ৷ তারপর সেটির 'সেটিংস এবং প্রাইভেসি'- অপশনে যেতে হবে ৷ পাতার উপরে 'ল্যাঙ্গুয়েজ' অপশনে কিক্ল করতে হবে ৷ ভাষা পরিবর্তন করা কিছু বৈশিষ্ট্য পরিবর্তন হবে ৷ সমস্ত ভাষা লিঙ্কডইন বিজ্ঞাপন, পণ্য, সহায়তা কেন্দ্র, গ্রাহক পরিষেবা এবং মোবাইল অ্যাপে সাপোর্ট না করতেও পারে। ভারতে LinkedIn এর 135 মিলিয়নেরও বেশি সদস্য রয়েছে। প্রতি বছর 20 শতাংশ বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যা।

এই স্মার্টওয়াচ পরে সাতাঁর কাটলেও নষ্ট হবে না, একবার চার্জে 18 দিন

হায়দরাবাদ: সোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কডইন-এর 10টি নতুন ভাষা বিকল্প হিসেবে যোগ করা হয়েছে ৷ যার মধ্যে চারটি আঞ্চলিক ভাষা রয়েছে ৷ বাংলা, মারাঠি, তেলেগু, পাঞ্জাবি-সহ ভিয়েতনামী, গ্রীক, ফার্সি, ফিনিশ, হিব্রু, হাঙ্গেরিয়ান ভাষা যুক্ত হয়েছে বিকল্প হিসেবে। নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হয়েছে এবার থেকে হিন্দি-সহ পাঁচটি ভারতীয় ভাষা সমর্থন করবে লিঙ্কডইন ৷

মিলিটারি গ্রেড মেটিরিয়ালে তৈরি এই স্মার্টফোন জল-ধুলোতেও অক্ষত

LinkedIn-এ ভারতীয় ভাষার সংযোজন: নতুন যোগ করা বিদেশী ভাষাগুলির মধ্যে রয়েছে ভিয়েতনামী, ফার্সি, গ্রীক, হিব্রু, ফিনিশ এবং হাঙ্গেরিয়ান ভাষা। এছাড়াও, ব্যবহারকারীরা এখন ভারতীয় ভাষা যেমন বাংলা, মারাঠি, পাঞ্জাবি, তেলেগু-র মতো আঞ্চলিক ভাষাও বিকল্প হিসেবে লিঙ্কডইন-এ ব্যবহার করতে পারবেন। লিঙ্কডইন-এ ইতিমধ্যেই হিন্দি ভাষার ব্যবহারের সুবিধা আছে ৷ এবার যুক্ত হল নতুন 10টি ভাষা ৷

10 হাজার টাকার দাম কমল স্যামসং-এর প্রিমিয়াম সিরিজ স্মার্টফোনের

মোট 26টি ভাষা ব্যবহার করা হচ্ছে: নুতন 10টি ভাষা যুক্ত হওয়ার পর লিঙ্কডইন প্ল্যাটফর্মে ব্যবহৃত মোট ভাষার সংখ্যা হল 26টি ৷ এবার কাজ করা আরও সহজ হবে ৷ এমনটাই জানিয়েছেন লিঙ্কডইন-এর চিফ প্রোডাক্ট অফিসার তোমার কোহেন ৷

LinkedIn-এ ভাষা পরিবর্তন : নতুন সুবিধা ব্যবহারের জন্য ডিভাইসে ওয়েবপৃষ্ঠা বা অ্যাপ খুলতে হবে ৷ তারপর সেটির 'সেটিংস এবং প্রাইভেসি'- অপশনে যেতে হবে ৷ পাতার উপরে 'ল্যাঙ্গুয়েজ' অপশনে কিক্ল করতে হবে ৷ ভাষা পরিবর্তন করা কিছু বৈশিষ্ট্য পরিবর্তন হবে ৷ সমস্ত ভাষা লিঙ্কডইন বিজ্ঞাপন, পণ্য, সহায়তা কেন্দ্র, গ্রাহক পরিষেবা এবং মোবাইল অ্যাপে সাপোর্ট না করতেও পারে। ভারতে LinkedIn এর 135 মিলিয়নেরও বেশি সদস্য রয়েছে। প্রতি বছর 20 শতাংশ বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যা।

এই স্মার্টওয়াচ পরে সাতাঁর কাটলেও নষ্ট হবে না, একবার চার্জে 18 দিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.