হায়দরাবাদ: ভার্চুয়াল জগত থেকে বাস্তবের জগতে চোখ মেটার ৷ নিশ্চয় ভাবছেন সেটা আবার কীভাবে সম্ভব ৷ যাক এবার তবে খুলে বলা যাক বিষয়টি ৷ মেটা শীঘ্রই এক বিশেষ চশমা আনতে চলেছে যেটি দৃষ্টি শক্তির অগোচরে থাকা সমস্ত জিনিসকে গোচরে আনবে ৷ সম্প্রতি 'রে ব্যান মেটা অগমেন্টেড রিয়্যালিটি গ্লাসেস'-এর মডেলটি প্রকাশ করা হয়েছে মেটা ৷ এই চশমাতে রয়েছে এআই-এর সুবিধা ৷ স্মার্টফোনের সব সুবিধা থাকবে এই স্মার্টচশমাতে ৷ প্রাথমিক ভাবে এই চশমার দাম 25 হাজার টাকা থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে ৷
অগমেন্টেড রিয়েলিটি চশমা: উদাহরণ স্বরূপ, ধরা যাক কেউ অগমেন্টেড রিয়েলিটি (AR বা AR) চশমা পরেছেন। তাঁর মনে হল তিনি বিদেশে থাকা বন্ধুর সঙ্গে কথা বলতে চান কিংবা দাবা খেলতে চান ৷ সেই ইচ্ছা সহজেই পূরণ হবে ৷ এটি দিয়ে, আপনি টেবিলে দাবার বোর্ড আনতে পারবেন । আপনি আপনার বন্ধুর সঙ্গে দাবাও খেলতে পারবেন ৷ যেকোনও প্রান্তে বসে পছন্দের মানুষের সঙ্গে দাবা খেলতে পারবেন ৷
ভার্চুয়াল রিয়েলিটি (VR):
ভার্চুয়াল প্রযুক্তি আমাদের বর্তমান থেকে অন্য দুনিয়ায়। উদাহরণস্বরূপ, ভার্চুয়াল চশমা পরে গেম খেলা বা 3D সিনেমা দেখা 360-ডিগ্রি ভিজ্যুয়ালাইজেশন উপভোগ করা যায় ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় আছেন সেটি উপভোগ করতে পারবেন। মনে করা যাক কোনও ব্যক্তি ভিআর গ্লাস পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো দেখেছেন। ভিডিয়ো থাকা প্রতিটি মুহূর্ত তাঁর কাছে বাস্তবের মতো মনে হবে ৷ এমনকী দর্শকদের চিৎকার ও আতঙ্কিত হওয়ার বেশ কিছু দৃশ্য তিনি অনুভব করতে পারবেন ৷
স্মার্ট চশমার বৈশিষ্ট্য
Ray-Ban Meta Glasses স্মার্টফোন ছাড়াই ব্যবহার করা যাবে ৷ এই ব্য়বহার করতে কোনওরকম স্মার্টফোনের প্রয়োজন নেই ৷ এটি স্মার্টফোনের বিকল্প হিসেব ব্যবহার করা যায় ৷ এই চশমা বিশ্বের সঙ্গে যোগাযোগও সহজ করে তুলেছে। Orion AR চশমা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ভার্চুয়াল প্রযুক্তি দুটোই একসঙ্গে কাজে করতে পারে ৷ ব্যবহারকারীরাও এই চশমা ব্যাবহারের সুবিধা বুঝতে পারবেন ৷
প্রযুক্তির উন্নয়ন:
মেটার তরফে ওরিয়ন চশমা তৈরি করা হয়েছে, যাতে আধুনিক ভিআর এবং মিক্সড রিয়েলিটি (এমআর) প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ এই স্মার্টগ্লাস বা ভার্চুয়াল রিয়েলটি চশমা বেশ হালকা ওজনের ৷ একই সঙ্গে ডিজিটাল এবং বাস্তবিকতা দু’টোই উপভোগ করতে পারবেন ৷ উদাহরণস্বরূপ, আপনি কাউকে কল করতে চান, তবে এই চশমার সাহায্যে অনায়াসেই কল করতে পারবেন ৷
এআর অভিজ্ঞতা:
আপনার ফোন আর তুলতে হবে না। মেটা এআই এর তৈরি 'ওরিয়ন' মিররের মাধ্যমে বর্তমান প্রকল্পগুলি পরিচালনা করতে পারেন। এছাড়াও, আপনি WhatsApp এবং Messenger এর মাধ্যমে বার্তা শেয়ার করতে পারেন। যেহেতু 'ওরিয়ন' বা এই স্মার্টগ্লাসের উপর পরীক্ষা চলছে ৷ কয়েক বছরের মধ্যেই এটি জনসাধারণের ব্যবহারের জন্য বাজারে লঞ্চ করার পরিকল্পনা আছে বলে জানিয়েছে মেটা ৷