ETV Bharat / technology

সেভিংস অ্যাকাউন্ট ও একাধিক আর্থিক পরিষেবার সুবিধা এবার Jio Finance অ্যাপে

Jio Financial Services Jio Finance অ্যাপের আপডেটেড সংস্করণ চালু করেছে। সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে বিনিয়োগ সবই সম্ভব ৷

JIO FINANCE
জিও ফিনান্স অ্যাপ (ছবি - গুগল প্লে স্টোর)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 14, 2024, 5:17 PM IST

হায়দরাবাদ: ব্যবসায়িক ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে জিও ৷ সম্প্রতি জিও ফিন্যান্স অ্যাপের আপডেট সংস্করণ চালু করেছে রিলায়েন্স জিও ৷ যেটি রিলায়েন্সের আর্থিক শাখা, যা Jio Financial Services (JFS) নামে পরিচিত ৷ আমরা আপনাকে বলি যে কোম্পানি চলতি বছরের 30মে এই অ্যাপটির বিটা সংস্করণ লঞ্চ করেছিল জিও ৷ ইতিমধ্যে 6 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছেন এই অ্যাপটির ৷

চলতি মাসে বাজারে আসছে 50 মেগাপিক্সেল ক্যামেরার OnePlus 13

Jio Finance অ্যাপের বৈশিষ্ট্যগুলি
প্লে স্টোরে পাওয়া বিবরণ অনুসারে JioFinance অ্যাপের মাধ্যমে যেকোনও আর্থিক লেনদেন নিরাপদ ৷ এই মাধ্যমে 'দ্রুত এবং নিরাপদ UPI পেমেন্ট থেকে শুরু করে যেকোনও পেমেন্ট ও ব্যক্তিগত ফিন্যান্স ম্যানেজমেন্ট করতে পারেন ব্যবহারকারীরা ৷ এক কথায় এটি একটি ওয়ান-স্টপ অ্যাপ। শুধু আর্থিক লেনদেন নয় জি-র এই ফিন্যান্স অ্যাপের মাধ্যমে যেকোনও মিউচুয়াল ফান্ড বিনিয়োগ দেখার সবিধা রয়েছে ৷ সেইসঙ্গে ব্যক্তিগত খরচও ট্র্যাক করার সুবিধা রয়েছে ৷

এক লাখি ন্যানো, প্রতিশ্রুতি রেখেছিলেন রতন টাটা

এছাড়াও, অ্যাপটির মাধ্যমে ডিজিটালি 24 রকমের বীমা পরিকল্পনার সুযোগ রয়েছে ৷ যার মধ্যে জীবনবীমা, স্বাস্থ্য বীমা, টু-হুইলার এবং মোটর বীমা রয়েছে। জিও ফাইন্যান্স অ্যাপ Google Pay এবং PhonePe-এর মতো UPI পেমেন্ট অ্যাপ হিসেবেও কাজ করে। UPI-এর সাহায্যে আর্থিক লেনদেনের জন্য যেমন QR কোড স্ক্যান করে বিল মেটানোর সুবিধা থাকে, সেই সুবিধাও রয়েছে ৷ মোবাইল নম্বরের মাধ্যমেও আর্থিক লেনদেনও করতে পারবেন ব্যবহারকারীরা ৷ এই অ্যাপের মাধ্যমে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ডগুলিকে একত্রে লিঙ্ক করার সুবিধা রয়েছে ৷

নোয়েলে আস্থা, নতুন চেয়ারম্যান পেল টাটা ট্রাস্ট

এছাড়াও JioFinance অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল, FASTag, মোবাইল প্ল্যান, বিদ্যুৎ, এলপিজি, DTH এবং অন্যান্য বিল পরিশোধের সুবিধা রয়েছে ৷ JioFinance ব্যবহারকারীরা মাত্র 5 মিনিটের মধ্যে Jio Payments Bank Ltd-এ অ্যাক্সেস করতে পারবেন। এমনকী ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টও খোলার সুযোগ রয়েছে ৷

প্রসঙ্গত, জিও-র এই অ্যাপে 1.5 মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে ৷ ডেবিট কার্ড ব্যবহাররে সুবিধাও পান গ্রাহকরা ৷ এছাড়াও গ্রহকরা ঋণ নিতে চাইলে সেই সুবিধা রয়েছে ৷ মিউচুয়াল ফান্ড বিনিয়োগ থেকে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন বার্ষিক 9 শতাংশ থেকে সুদের হার ৷

ধামাকা রিচার্জ প্ল্যান ! 105 দিনের মেয়াদে 213 জিবি হাইস্পিড ডেটা দিচ্ছে BSNL

হায়দরাবাদ: ব্যবসায়িক ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে জিও ৷ সম্প্রতি জিও ফিন্যান্স অ্যাপের আপডেট সংস্করণ চালু করেছে রিলায়েন্স জিও ৷ যেটি রিলায়েন্সের আর্থিক শাখা, যা Jio Financial Services (JFS) নামে পরিচিত ৷ আমরা আপনাকে বলি যে কোম্পানি চলতি বছরের 30মে এই অ্যাপটির বিটা সংস্করণ লঞ্চ করেছিল জিও ৷ ইতিমধ্যে 6 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছেন এই অ্যাপটির ৷

চলতি মাসে বাজারে আসছে 50 মেগাপিক্সেল ক্যামেরার OnePlus 13

Jio Finance অ্যাপের বৈশিষ্ট্যগুলি
প্লে স্টোরে পাওয়া বিবরণ অনুসারে JioFinance অ্যাপের মাধ্যমে যেকোনও আর্থিক লেনদেন নিরাপদ ৷ এই মাধ্যমে 'দ্রুত এবং নিরাপদ UPI পেমেন্ট থেকে শুরু করে যেকোনও পেমেন্ট ও ব্যক্তিগত ফিন্যান্স ম্যানেজমেন্ট করতে পারেন ব্যবহারকারীরা ৷ এক কথায় এটি একটি ওয়ান-স্টপ অ্যাপ। শুধু আর্থিক লেনদেন নয় জি-র এই ফিন্যান্স অ্যাপের মাধ্যমে যেকোনও মিউচুয়াল ফান্ড বিনিয়োগ দেখার সবিধা রয়েছে ৷ সেইসঙ্গে ব্যক্তিগত খরচও ট্র্যাক করার সুবিধা রয়েছে ৷

এক লাখি ন্যানো, প্রতিশ্রুতি রেখেছিলেন রতন টাটা

এছাড়াও, অ্যাপটির মাধ্যমে ডিজিটালি 24 রকমের বীমা পরিকল্পনার সুযোগ রয়েছে ৷ যার মধ্যে জীবনবীমা, স্বাস্থ্য বীমা, টু-হুইলার এবং মোটর বীমা রয়েছে। জিও ফাইন্যান্স অ্যাপ Google Pay এবং PhonePe-এর মতো UPI পেমেন্ট অ্যাপ হিসেবেও কাজ করে। UPI-এর সাহায্যে আর্থিক লেনদেনের জন্য যেমন QR কোড স্ক্যান করে বিল মেটানোর সুবিধা থাকে, সেই সুবিধাও রয়েছে ৷ মোবাইল নম্বরের মাধ্যমেও আর্থিক লেনদেনও করতে পারবেন ব্যবহারকারীরা ৷ এই অ্যাপের মাধ্যমে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ডগুলিকে একত্রে লিঙ্ক করার সুবিধা রয়েছে ৷

নোয়েলে আস্থা, নতুন চেয়ারম্যান পেল টাটা ট্রাস্ট

এছাড়াও JioFinance অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল, FASTag, মোবাইল প্ল্যান, বিদ্যুৎ, এলপিজি, DTH এবং অন্যান্য বিল পরিশোধের সুবিধা রয়েছে ৷ JioFinance ব্যবহারকারীরা মাত্র 5 মিনিটের মধ্যে Jio Payments Bank Ltd-এ অ্যাক্সেস করতে পারবেন। এমনকী ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টও খোলার সুযোগ রয়েছে ৷

প্রসঙ্গত, জিও-র এই অ্যাপে 1.5 মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে ৷ ডেবিট কার্ড ব্যবহাররে সুবিধাও পান গ্রাহকরা ৷ এছাড়াও গ্রহকরা ঋণ নিতে চাইলে সেই সুবিধা রয়েছে ৷ মিউচুয়াল ফান্ড বিনিয়োগ থেকে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন বার্ষিক 9 শতাংশ থেকে সুদের হার ৷

ধামাকা রিচার্জ প্ল্যান ! 105 দিনের মেয়াদে 213 জিবি হাইস্পিড ডেটা দিচ্ছে BSNL

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.