ETV Bharat / technology

আগামী মাসেই ভারতের বাজারে আসছে 50 মেগাপিক্সেল ক্যামেরার iQOO Z9s - iQOO India - IQOO INDIA

iQOO Z9s to Come in India: ভারতীয় বাজারে আসতে চলেছে iQOO Z9- সিরিজের iQOO Z9s ৷ কয়েকদিন আগেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে iQOO Z9 স্মার্টফোন ৷ এবার আগামী মাসেই এই সংস্থা ভারতীয় বাজারে আনতে চলেছে iQOO Z9s ৷ ইতিমধ্যেই স্মার্টফোনটির ডিজাইনও প্রকাশ করেছে সংস্থা ৷

iQOO India
অগস্টে বাজারে আসছে iQOO Z9s মডেল (এক্স হ্যান্ডেল থেকে)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 10:27 PM IST

হায়দরাবাদ, 29 জুলাই: শীঘ্রই বাজারে আসতে চলেছে iQOO -এর নতুন স্মার্টফোন ৷ জিএএম এরিনা প্রকাশিত তথ্য অনুযায়ী, মোবাইল প্রস্তুত কারক চিনের এই সংস্থাটি কয়েকদিন আগেই iQOO Z9 মডেলের স্মার্টফোনটি বাজারে এনেছে ৷ তারপর আবার অগস্ট মাসেই বাজারে আনতে চলেছে এই সিরিজের নতুন মডেল iQOO Z9s ৷ সংস্থার এক্স হ্যন্ডেল পোস্ট করে সম্পূর্ণ বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে ৷ স্মার্টফোনটির একটি ছবিও শেয়ার করা হয়েছে ৷

iQOO ইন্ডিয়ার সিইও নিপুন মার্যার (Nipun Marya) পক্ষ থেকে জানানো হয়েছে, "স্মার্টফোনটি দেখতে কেমন হবে সেটা ইতিমধ্যেই একটি ছবি প্রকাশ করা হয়েছে ৷ মোবাইলটিতে পুরোপুরি জেড ভাইবস আছে ৷" এই iQOO Z9s-এ আছে তিনটি ক্যামেরা, যা ছবিকে করে তুলবে আরও প্রান্তবন্ত ! প্রসঙ্গত, এই সংস্থার iQOO Z9 মডেলে ডুয়েল ক্যমেরার ব্যবহার করা হয়েছিল ৷

জিএসএম এরিনা প্রকাশিত তথ্য অনুযায়ী, iQOO Z9s মডেলটিতে এলইডি ফ্ল্যাস যুক্ত ট্রিপল ক্যামেরা থাকায় ছবি মানও যে উন্নত হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ iQOO Z9 মডেলটিতে ডাইমেনসিটি এবং স্ন্যাপড্রাগন চিপসেটের দুইয়ের সংমিশ্রণে তৈরি একটি বিশেষ চিপসেট ব্যবহার করা হয়েছে ৷ তবে নতুন এই মডেলে কী ধরেনের চিপসেট ব্যবহার করা হবে, তা জানা যায়নি ৷

ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে iQOO Z9-এর বিশেষত্ব প্রকাশ করা হয়েেছ ৷ বলা হয়েছে, iQOO Z9 সিরিজটিতে ডাইমেনসিটি 7200 চিপসেটের ব্যবহার করা হয়েছিল ৷ এই ফোনে থাকছে 6.67 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 50+2 মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা ৷ এছাড়াও, ফার্স্ট চার্জিং-এর সুবিধা আছে এই স্মার্টফোনে ৷ তবে নতুন iQOO Z9S সিরিজে আর কী কী বৈশষ্ট্য থাকবে, তা এখনও জানানো হয়নি সংস্থার তরফে ৷

হায়দরাবাদ, 29 জুলাই: শীঘ্রই বাজারে আসতে চলেছে iQOO -এর নতুন স্মার্টফোন ৷ জিএএম এরিনা প্রকাশিত তথ্য অনুযায়ী, মোবাইল প্রস্তুত কারক চিনের এই সংস্থাটি কয়েকদিন আগেই iQOO Z9 মডেলের স্মার্টফোনটি বাজারে এনেছে ৷ তারপর আবার অগস্ট মাসেই বাজারে আনতে চলেছে এই সিরিজের নতুন মডেল iQOO Z9s ৷ সংস্থার এক্স হ্যন্ডেল পোস্ট করে সম্পূর্ণ বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে ৷ স্মার্টফোনটির একটি ছবিও শেয়ার করা হয়েছে ৷

iQOO ইন্ডিয়ার সিইও নিপুন মার্যার (Nipun Marya) পক্ষ থেকে জানানো হয়েছে, "স্মার্টফোনটি দেখতে কেমন হবে সেটা ইতিমধ্যেই একটি ছবি প্রকাশ করা হয়েছে ৷ মোবাইলটিতে পুরোপুরি জেড ভাইবস আছে ৷" এই iQOO Z9s-এ আছে তিনটি ক্যামেরা, যা ছবিকে করে তুলবে আরও প্রান্তবন্ত ! প্রসঙ্গত, এই সংস্থার iQOO Z9 মডেলে ডুয়েল ক্যমেরার ব্যবহার করা হয়েছিল ৷

জিএসএম এরিনা প্রকাশিত তথ্য অনুযায়ী, iQOO Z9s মডেলটিতে এলইডি ফ্ল্যাস যুক্ত ট্রিপল ক্যামেরা থাকায় ছবি মানও যে উন্নত হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ iQOO Z9 মডেলটিতে ডাইমেনসিটি এবং স্ন্যাপড্রাগন চিপসেটের দুইয়ের সংমিশ্রণে তৈরি একটি বিশেষ চিপসেট ব্যবহার করা হয়েছে ৷ তবে নতুন এই মডেলে কী ধরেনের চিপসেট ব্যবহার করা হবে, তা জানা যায়নি ৷

ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে iQOO Z9-এর বিশেষত্ব প্রকাশ করা হয়েেছ ৷ বলা হয়েছে, iQOO Z9 সিরিজটিতে ডাইমেনসিটি 7200 চিপসেটের ব্যবহার করা হয়েছিল ৷ এই ফোনে থাকছে 6.67 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 50+2 মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা ৷ এছাড়াও, ফার্স্ট চার্জিং-এর সুবিধা আছে এই স্মার্টফোনে ৷ তবে নতুন iQOO Z9S সিরিজে আর কী কী বৈশষ্ট্য থাকবে, তা এখনও জানানো হয়নি সংস্থার তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.