হায়দরাবাদ: রিলস তৈরি থেকে থেকে চ্যাটিং সবতেই জনপ্রিয়তা বাড়ছে ইনস্টাগ্রামের ৷ নতুন এবং ট্রেন্ডিং গান খোঁজার অন্যতম জায়গা হয়ে উঠেছে ইনস্টাগ্রাম ৷ কোনওরকমে গান খুঁজে পেলেও সেগুলি মিউজিক স্ট্রমিং অ্যাপে যোগ করতে সমস্যা পড়তে হয় ৷ এতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন সুইচ করে মিউজিক অ্যাপে গিয়ে সেই গান অনুসন্ধান করে তবে সেটি লাইব্রেরিতে যোগ করা যেত ৷ নতুন নিয়মে সহজেই মিউজিক অ্যাপে যোগ করা যাবে ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া গান ৷
অ্যাপলের 'বিজনেস কানেক্ট' ফিচার, দেখা যাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোগো
সদ্য ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে মিউজিক অ্যাপ স্পটিফাই ৷ এবার থেকে ইনস্টাগ্রামের একটা ক্লিকেই স্পটিফাইের লাইব্ররিতে যোগ করা যাবে গান ৷ সম্প্রতি এক্স হ্যান্ডলে টুইট করে এমনটাই জানানো হয়েছে ইনস্টাগ্রামের তরফে ৷ উল্লেখ করা হয়েছে, ইন্টাগ্রামের নতুন ফিচার গানকে হাইলাইট করে সহজেই আপনাকে Instagram থেকে Spotify-এ একটি গান সংরক্ষণ করতে দেয়।
find a song on Instagram ➡️ save to your @Spotify 🎧 pic.twitter.com/dP0ycYR3rI
— Instagram (@instagram) October 17, 2024
Infinix লঞ্চ করেছে সবচেয়ে হালকা InBook Air Pro Plus AI ল্যাপটপ
স্পটিফাইয়ের লাইব্রেরি লিস্টে সহজেই ইনস্টাগ্রাম রিল ও পোস্টে দেখা কোনও গান যুক্ত করতে পারেন ৷ গান শোনার সময় সেই স্ক্রিনে যেতে গানের নামের উপর ট্যাপ করুন । এরপর সেটি গান শুনতে এবং অডিয়ো হিসেবে অ্যাড করতে বিশেষভাবে সাহায্য় করবে ৷ এই স্ক্রিনে রয়েছে একটি অডিয়ো অপশন ৷ যার সাহায্যে ব্যবহারকারীরা তাদের পোস্টে সংশ্লিষ্ট গানটি ব্যবহার করতে পারেন। এবার থেকে ইউজ অডিয়ো অপশনের নীচে আরেকটি "অ্যাড" অপশন দেখতে পাবেন ৷ যেখানে ট্যাপ করলেই ইনস্টাগ্রাম থেকে স্পটিফাই লাইব্রেরিতে গানটি যোগ করা যাবে ৷
উল্লেখ্য, নতুন এই ফিচারের সুবিধা পেতে আপনার Instagram প্রোফাইলকে Spotify-এর সঙ্গে লিঙ্ক করতে হবে। প্রথমবার নতুন 'অ্যাড' বোতামে ক্লিক করলেই ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করার বিকল্প অপশন আসবে ৷ TikTok ইতিমধ্যেই ব্যবহারকারীদের একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে তাদের পছন্দের গান যুক্ত করার অনুমতি দিয়েছে। যদিও Instagram বৈশিষ্ট্যটি শুধুমাত্র Spotify-তে গান যুক্ত করার অনুমতি দিচ্ছে । ইনস্টাগ্রামের এই অপশন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিক এবং অ্যাপল মিউজিকের ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷
যাত্রীদের অর্থ ফেরতের ন্যায্য বিকল্প, বিল দিতে হবে; Ola-কে নির্দেশ কেন্দ্রের